আমার সারাদিনের কার্যক্রম।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৫ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার সারাদিনের কার্যক্রম শেয়ের করব।

সকাল


আজ সকাল ৭.৩০ এর দিকে ঘুম ভেঙেছে। অন্য দিনগুলো থেকে আজ একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে প্রতিদিনের মত মোবাইল নিয়ে বসে পড়ি। মোবাইলে কিছুক্ষণের স্টিমিটের পোস্টগুলো পড়ি এরপর ফেসবুক কিছু সময় ব্যয় করি। যখন ৮.৩০ বাজে তখন বিছানা থেকে উঠে পড়ি। এরপর ব্রাশ করে হাত-মুখ ধুয়ে সকাল ৯ টার দিকে নাস্তা করতে বসি। আসলে প্রতিদিন দেরি করে নাস্তা করতে করতে তাড়াতাড়ি নাস্তা করতে পারিনা। তাই সকাল সাতটা বাজে উঠার পরেও ৯ টার দিকে নাস্তা করেছি।

IMG_20210830_110620.jpg

ছবিঃ আজ সকালের নাস্তা।

আমার নাস্তা শেষ করতে মনে হয় ১৫ থেকে 20 মিনিটের মত সময় লাগে। আসলে আমি খুবই আস্তে আস্তে খাবার খায়। বাসার সবাই একসাথে নাস্তা করতে গেলে সবাই খাওয়া শেষ করে উঠে যায়। কিন্তু আমি তখনো খাই। কোন দাওয়াত কিনবে রেস্টুরেন্টে খেতে গেলেও সবাই খাওয়া শেষ করে ফেলে কিন্তু আমি বসে থাকি। আমার এই আস্তে আস্তে খাওয়ার অভ্যাস টা নিয়ে সকালে বেশ মজা করে।

আমি চাই যে তাড়াতাড়ি করে খাওয়ার তবে ছোটবেলা থেকে যেইটা অভ্যাস হয়ে গেছে সেটার আর পরিবর্তন করতে পারছি না। নাস্তা করার পর পরিবারের সকলের সাথে বসে কিছু সময় আড্ডা দিয়। অন্য দিনগুলোতে সকলেই যে যার কাজে অনেক ব্যস্ত থাকে। কিন্তু আজ যেহেতু সরকারি ছুটির দিন তাই সবাই আজ বাসায়।

ছবিঃ সেলুনের সামনে।


যাইহোক আড্ডা শেষ করে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, চুল কাটব বলে। ২-৩ সপ্তাহ ধরে চুল কাটতে পারছিনা যার ফলে চুল গুলা অনেক বড় বড় হয়ে গেছে। চুলগুলো বড় বড় হয়ে যাওয়ায় খুব বিরক্ত লাগছিল। আমাদের এলাকায় বেশ অনেকগুলো সেলুন থাকলেও আমি সবসময় একটা সেলুনেই চুল কাটায়। কেননা ওই সেলুনে চুল কাটাতে আমার ভালো লাগে। ওই সেলুনে নাপিত ও আমার পূর্ব পরিচিত। তাই তাকে যেভাবে বলি চুল কাটতে সেভাবে কেটে দেয়।

যাইহোক অনেক আশা নিয়ে গিয়েছিলাম চুল কাটতে কিন্তু গিয়ে দেখি দোকান বন্ধ। তাই আর চুল কাটা হলো না। ওই নাপিতের একটাই সমস্যা সাপ্তাহে দুই তিন দিন দোকান খোলা রাখবে আর বাকি দিনগুলোতে বন্ধ রাখে।

IMG_20210830_120859.jpg

ছবিঃ সেলুনের সামনে।


অবশ্য আমারই ভুল যাওয়ার সময় একবার কল দিয়ে জেনে নেওয়া উচিত ছিল দোকান খোলা আছে কিনা। যাই হোক, বাসায় ফিরে আসার পর টিভি দেখতে বসে পড়ি। আমার টিভি দেখার ধরন হচ্ছে, টিভি চালিয়ে দিয়ে মোবাইল টিপা। টিভি চলছে অথচ টিভির দিকে কোন মনোযোগই নেই। মোবাইল নিয়ে পড়ে থাকি। টিভি দেখার সময় আম্মু কিছু ফল নিয়ে আসলো। সেগুলো খেলাম।

IMG_20210827_111957.jpg

ছবিঃ পেয়ারা।

দুপুর


যখন ঘড়িতে 2 টা বাজে তখন গোসল করতে গেলাম। অন্য সকল কাজে আমার সময় বেশি লাগলেও গোসল করতে আমার সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে। গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। ইদানিং খাওয়ার সময় মোবাইল টিপ এটা আমার বদ অভ্যাসে পরিনত হয়ে গেছে। খাওয়ার সময় মোবাইল না টিপলে কেন জানি ভালো লাগে না। এরপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম।

ছবিঃ দুপুরের খাবার।

বিকেল


এরপর ৪ টার দিকে উঠে পোস্ট লেখার কাজ শুরু করলাম। পোস্ট লেখার কাজ শেষ করতে করতে প্রায় দেড় ঘন্টার মত সময় লেগে গেল। আমি কখনোই পোস্ট এর কাজগুলো একসাথে করি না। একটা একটা করে বিভিন্ন সময়ে পোস্ট এর কাজগুলো শেষ করি। আমার এই দেড় ঘণ্টা সময় আমি শুধুমাত্র পোস্ট লেখার কাজটি শেষ করেছি। এখনো পোস্টের মধ্যে ইমেজ অ্যাড করা কিংবা মার্ক ডাউন এর কাজগুলো এখনো করিনি। মুল কথা হয়েছে আমি এই দেড় ঘণ্টায় ৬০% কাজ কমপ্লিট করেছি।

IMG_20210830_175602.jpg

ছবিঃ ছাদের কিছু দৃশ্য।


পোস্টের কাজ করে বিকালের দিকে ছাদে গিয়েছি। আর ছাদে বসে আমি আমার পোস্টের সম্পূর্ণ কাজটি শেষ করি এবং কিছুক্ষণ ছাদের মধ্যে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসছি।

IMG_20210830_175703.jpg

ছবিঃ ছাদের কিছু দৃশ্য।


আর যখন আমি ছাদ থেকে বাসায় আসি তখন প্রায় ৬ টার কাছাকাছি । যেহেতু আমি আমার এ পোস্টটি সন্ধ্যা সাড়ে সাতটার আগে পাবলিশ করব সেহেতু সন্ধ্যা এবং রাতে কি কি করব সেটি আর উল্লেখ করতে পারছিনা।

আরে ছিল আমার আজকে সারাদিনে কার্যক্রম।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 3 years ago 

ভাইয়া সকালের খাবারটি বেশ লোভনীয় ও সুন্দর ছিল।প্রকৃতির দৃশ্য দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ,আপনার সারাদিনের অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আমারও এই বদ অভ‍্যাসটা হয়ে গেছে। যত সকালেই উঠি 9:30 টার আগে সকালের নাস্তা করার ইচ্ছে জাগেই না। আমার চুলটাও অনেক বড় হয়েছে সময়ই পাচ্ছি না যে চুল কাটব। সবমিলিয়ে দিনটা বেশ ভালো কাটিয়েছেন।

 3 years ago 

আজকের দিনটি আপনার বেশ ভালোই কেটেছে, দিন লিপি দেখেই তা অনুধাবন করা যাচ্ছে। আপনার সারাদিনের মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

খাবার গুলো জোস হবে মনে হয়। সকালের খাবার চা ছাড়া কিছুই ভালো লাগে না। কেন জানি চা এর সাথে প্রান আটকে গেছে। ধন্যবাদ সেয়ার করার জন্য ভাই।

 3 years ago 

সুন্দর ভাবে কাটাইছেন দিনটি ।ফলের ছবিটি সেই ছিলো ।ধন্যবাদ

 3 years ago 

আপনি সারাটা দিন খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন তা আমাদের মাঝে দিনলিপি শেয়ার করেছেন । আপনার দিনলীপি টি পড়ে খুবই ভালো লাগলো, বিকেল বেলা ছাদে খুবই চমৎকার একটা মনমুগ্ধকর বিকেল উপভোগ করেছেন, ধন্যবাদ আপনাকে ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সারাদিনের কার্যকলাপ গুলো পড়লাম, অনেক এক্টিভিটি করেছেন আপনি এবং সুন্দরভাবে প্রতিটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। যদিও আমি বেশ কয়েকদিন ধরে সময়ের অভাবে steemit.com এর এই কমিটিতে তেমন কোনো পোস্ট করতে পারিনি তবে আপনার পোষ্ট আমাকে অনুপ্রেরণা যোগালো কিছুটা আশা করছি আমি খুব দ্রুত আবার পোস্ট করতে পারব।

 3 years ago 

ভাই রুটির থেকে তো ডিমটিকে বেশী বড় মনে হচ্ছে, রুটি দিয়ে ডিম খাইছেন নাকি ডিম দিয়ে রুটি খাইছেন? হা হা হা

 3 years ago 

রুটি ভাজ করা ত তাই এমন দেখাচ্ছে, এমনিতে ডিম বেশি খাই রুটি কম খাই।

ভাইয়া আপনার দিনলিপিটা পড়ে ভালো লাগলো। খাবার খেতে আমারও অনেক সময় লাগে। আর তখন যদি হাতে থাকে ফোন, তাহলে ১০ মিনিটের জায়গায় ৩০ মিনিট লাগবে। তবে আমার গোসল ৪-৫মিনিটে হবে না 😑। যাইহোক আপনার সারাদিনের কার্যক্রম সুন্দর ছিলো এবং ফোটগ্রাফিগুলোও।

 3 years ago 

মনে হচ্ছে খুব সুন্দর দিন পার করেছেন। কিন্তু সারা দিনের ভেতরে আপনি কোন পরিশ্রম করেন নি। আর আমাদের জীবনে 24 ঘন্টায় প্রায় 15 ঘণ্টায় গার্মেন্টসে শ্রমিক হয়।
তার ভেতর থেকেও আবার স্টিমিট এ অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো ভিজিট করি।

আপনার ডায়েরি গেমটির হ্যাপি :: বেটার লাইফ-সুন্দর জীবন

প্রতিটি দিন যেন এভাবেই সুন্দর শাসকদের এবং ভালোভাবে কাটুক এমন শুভকামনা রইল।। শুভ হোক আগামীর পথ চলা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67551.75
ETH 3252.54
USDT 1.00
SBD 2.65