রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৩০ই ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আটটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করব।




1647330749681.jpg

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমি ভালো আছি। তবে কিছুটা ব্যস্ততার মধ্যে আছি। আর এই কয়েকদিন খুবই ব্যস্ত থাকব। বেশ কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। বিভিন্ন কারণে ফটোগ্রাফি গুলো শেয়ার করা হয়েছিল। কিন্তু আজ ভাবলাম আপনাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করি। আজ আমি আপনাদের সাথে মোট ৮ টি ফটোগ্রাফি শেয়ার করছি । জানিনা ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগবে। তবে আমি আমার সর্বোচ্চ টা দিয়ে ভালো ফটোগ্রাফিক চেষ্টা করেছি। আমার ফটোগ্রাফির হাত মোটেও ভালো নয় তবে আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় পেয়ে আমি সবসময় চেষ্টা করি আরো ভালো কিছু করার।

প্রথম


IMG_20220308_112028-01.jpeg


এই গাছটি দেখলে খুব সহজে বুঝা যায় এখন বসন্তকাল। কেননা পুরো গাছে ফুলে ভরে আছে। গাছের এমন কোন ডাল নেই যেখানে ফুল নেই। এই ফুল গাছটি বিশাল বড়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছে কোন পাতা নেই ।


Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

দ্বিতীয়


IMG_20220308_111025-01.jpeg


পাকা রাস্তায় ঝরা পাতা। এ রাস্তাটির মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। এখন বসন্তকাল হাওয়ায় পুরানো সব পাতা ঝরে যাচ্ছে নতুন পাতা গজাবে বলে।


Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

তৃতীয়




Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

অনেকদিন পর এমন একটি চিঠির বক্স দেখতে পেলাম। এখন ডিজিটাল যুগে এসব বক্সের তেমন একটি প্রচলিত নেই। তবুও সেই পুরনো জিনিস দেখলে খুব ভালো লাগে। তাই এই চিঠির বক্সটিকে ক্যামেরাবন্দি করলাম।

চতুর্থ




Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

পাহাড়ের ওপর গারো নীল আকাশ তার সাথে রকেট যাওয়ার দৃশ্য । প্রকৃতির এমন সুন্দর্য সত্যি মন কেড়ে নেয়।

পঞ্চম


IMG_20220308_114025-01.jpeg



Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

এই ফুলগুলো বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর। তাছাড়া এই ফুলটি আমি আগে আর কখনো দেখিনি। তাই ভাবলাম এ ফুল গাছটি একটি ফটোগ্রাফি করি। গাছের মগডালে ফুলগুলো থাকায় ভালো ভাবে ছবি তুলতে পারিনি।

ষষ্ঠ




Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

এই শুকনো পাতা এবং ফুলের মাঝে হাঁটতে বেশ ভালো লাগে। শুকনো পাতার মুচমুচে শব্দ এবং ফুলের নরম পরশ এক অদ্ভুত অনুভূতি পাওয়া যাবে। আমার তো এই রাস্তাটি দেখে ইচ্ছে করছিল খালিপায়ে হাঁটতে।

সপ্তম


IMG_20220308_113222-01.jpeg



Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

এ ফলটি নামছে নয়নতারা। নিশ্চয় এই ফুলটি সকলের খুবই পরিচিত। বাস্তবে ফুলগুলো দেখতে খুবই ছোট। এবং খুবই সুন্দর। এই ফুল গাছটি বেশ বড়। এবং অনেক পুরনো একটি গাছ।

অষ্টম




Device : oneplus 9r
Taken on : March 2022
W3w Location : https://what3words.com/award.consults.painting

ফুলগুলো খুবই সুন্দর। কে যেন গাছ থেকে ফুলটি ছিঁড়ে নিচে ফেলে দিয়েছে। তাই ভাবলাম নিচে পড়া এই সুন্দর ফুলের একটি ফটোগ্রাফিক করি। তবে ফুলটির নাম আমার জানা নেই। ছবিতে যদিও এই ফুলের প্রকৃতির সৌন্দর্য বোঝা যায় না কিন্তু বাস্তবে অনেক সুন্দর।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
ভাই ফটোগ্রাফিগুলো দেখে একটা স্মৃতি মনে পড়ে গেলো। সেই স্মৃতি হচ্ছে তৃতীয় ফটোগ্রাফিকে ঘিরে। এই ডাক বাক্স দেখলেই মনে পড়ে যায় আমার প্রথম অনলাইন পেমেন্ট এর কথা। ডাক বিভাগের মাধ্যমে ১৭০০ টাকা পেয়েছিলাম গুগল থেকে। যাইহোক, বাকি ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ছিলো। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ❣️❣️❣️✌️

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 
আপনার প্রতিটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া সত্যিই খুবই চমৎকার হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি তবে,দ্বিতীয় ছবিটি ঝরাপাতার এই ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো কেন জানিনা।।♥♥
 2 years ago 

ভাইয়া আপনার আটটি রেনডম ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বসন্তের ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লাগলো আর রাস্তায় গাছের ঝরা পাতার ফটোগ্রাপি অনেক ভালো লেগেছে। বিশেষ করে একটি চিঠির বক্স এর ফটোগ্রাফি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। কারণ এই চিঠির বক্স গুলো আর আগের মতো দেখা যায় না। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনার করা ফটোগ্রাফিগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফির দক্ষতা দেখেই বোঝা যায় আপনি একজন দক্ষ ফটোগ্রাফার। শুকনো পাতার ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও আপনি আপনার দক্ষতায় বাকি যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলোও অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি ও বসন্তের ফুলের ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💗💗💗

 2 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। কি চমৎকার দৃশ্য গুলোকে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। সত্যি আজকের এই ডিজিটাল যুগে চিঠির বক্স দেখতেই পাই না, অনেক বছর পর এই ছবিটি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তার সাথে পাকা রাস্তায় ঝরা পাতা অপূর্ব লাগছে দেখতে।অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই দারুন সব ফটোগ্রাফি করেছেন আপনি। বসন্তকালের সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে দেখে সত্যি খুব ভালো লাগছে। আর চিঠির বাক্স ছবিটি দেখে সেই পুরনো দিনের কথা গুলো মনে পড়ে যায়। এখন তো সেভাবে চিঠি লেখাই হয় না। বর্তমানে প্রযুক্তি উন্নত হয়ে গেছে যে চিঠির বাক্স গুলো যেন খালি পড়ে থাকে।
ধন্যবাদ আপনাকে ভাই দারুন ৮ টি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথম চার টা ছবি একদম ফাটাফাটি উঠেছে। আর চিঠির বক্স টা মনকে কোন এক পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেল। আধুনিকতার ছোঁয়া লেগে চিঠির বাক্স আজকে বিলীন হওয়ার পথে। ডাকপিয়ন আর দেখাই যায় না। একদম ছোট বেলার কিছু স্মৃতি মনে করিয়ে দিল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, এই আধুনিক যুগে চিঠি আদান-প্রদানের ব্যাপারটা বিলীন হয়ে গেছে। এখন আর আগের মতো যেখানে-সেখানে চিঠি বক্স দেখতে পাওয়া যায় না। তাইতো রাস্তার পাশেই এই চিঠি বক্সটি দেখতে পেয়ে ছবি তুলে নিলাম।

 2 years ago 

ভাই প্রথম ফুলটির নাম সম্ভবত পলাশ। শুধুমাত্র বসন্তেই এই ফুলগুলো দেখতে পাওয়া যায়। গাছগুলো যদিও এখন অনেকটাই কমে গেছে কিন্তু ফুলগুলো দারুণ সুন্দর। আর ঝরা পাতার ছবি টা এককথায় অনবদ্য। এটা অনেকটা আইকনিক একটা ছবি। নতুন পাতা গজানোর জন্য পুরাতন পাতা ঝরে যাওয়া। ছবিগুলো কিন্তু চমৎকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

আহ অসাধারন একটি ফটোগ্রাফিক পর্ব দেখলাম যেন ফটোগ্রাফির কোনো ঘাটতি নেই এই ছবিগুলোর মধ্যে। কোনটাকে সবচেয়ে বেশি ভালো বলব আমি বুঝতে পারছি না তবে শুধু একটা কথাই বলতে চাই ছবিগুলো যেন একজন প্রফেশনাল ক্যামেরাম্যান সংগ্রহ করেছে। আপনার ছবি তোলার দক্ষতার প্রশংসা করতে হয় ভাইয়া। বেশ ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.72
ETH 3101.08
USDT 1.00
SBD 2.33