এভাবেই কেটে যাচ্ছে সময়।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ - ১৭ই আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




man-5640540_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

প্রতিদিন সে একঘেয়েমি জীবন, সকালে ঘুম থেকে ওঠো, কাজে বসে পড়ো, খাও দাও আবার ঘুমাও এইসব। সময়গুলো আসলে এভাবেই পার হয়ে যাচ্ছে, হিসাব থাকছে না কোন। মাঝে মাঝে যখন নিরবে থাকি তখন ভাবি দিনটা এভাবেই কাটিয়ে ফেললাম। এই একটি দিন আমার জীবনের কাছ থেকে কেটে গেল। দিন যত যাচ্ছে মৃত্যু ততো ঘনিয়ে আসছে। আসলে জীবনের এই চাকচিক্য কিংবা শয়তানের ধোকা পরে আমরা কতই না ভুল কাজ করে ফেলি। দিনশেষে কি আমরা কেউ কখনো এই সকল বিষয় গুলো নিয়ে আফসোস কিংবা উপলব্ধি করি? প্রত্যেকেই হয়তো করে না তবে কিছু কিছু মানুষ করে। যেমন আমি করি, আমি ভাবি যে আজকের দিনের করা প্রত্যেকটি কর্মকান্ডের কথা। আমার করা প্রত্যেকটা কর্মকান্ডের হিসাব অবশ্যই হবে। তখন কিভাবে বাঁচাবো নিজেকে। আনমনা হয়ে প্রায় সময় এই সকাল কথাগুলো ভাবতে থাকি। আর এমন চিন্তা ভাবনা মাথায় নিয়ে প্রতিটা দিন , প্রতিটা মাস, প্রতিটা বছর কেটে যায় ।

জীবন আসলে জীবনের মতো করে চলতে থাকে, জীবন কখনো থেমে থাকে না। হয়তো সুখের মাধ্যমে বা কষ্টের মাধ্যমে যেটাই হোক না কেন জীবন চলতে থাকবেই। তবে জীবন নিয়ে অভিযোগ যত কম থাকবে ততই ভালো। এই পৃথিবীতে কোন কিছুই আসলে স্থায়ী নয়। আমরা মানুষরা যেমন স্থায়ী নয় ঠিক তেমনি আমাদের সুখ-দুঃখ ও গুলো স্থায়ী নয়। হয়তো অনেকে এখন কষ্টের মুহূর্ত পার করছে তবে এটা চিরন্তন সত্য যে কষ্টটা চিরস্থায়ী থাকবে না। দুঃখের পরে নিশ্চয়ই কখনো না কখনো জীবনে সুখ আসেই। আর এই বিশ্বাস এবং ভরসাটা নিয়ে এগোতে হবে। আবার যাদের সময়গুলো এখন ভালো যাচ্ছে তারাও এটাতে নিশ্চিত থাকতে পারেনা যে ভবিষ্যতে তাদের সময় গুলো এভাবে কাটবে। ভবিষ্যতে তাদের জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এটাই স্বাভাবিক। তবে সেই খারাপ পরিস্থিতি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি গুলো মোকাবেলা করার জন্য সেই মানসিক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।

মাঝে মাঝে আসলে আমি জীবনের কোন অর্থই খুঁজে পাই না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা ধূসর বর্ণহীন আবার মাঝে মাঝে মনে হয় রংধনুর মত রঙিন এই জীবন। আমাদের জীবনের ছোট ছোট খুশি আনন্দ এবং খারাপ লাগার কারণগুলো আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায়।

আমরা অনেক সময় বলি বেঁচে থাকতে আসলে অর্থের প্রয়োজন নেই বেঁচে থাকতে হলে সুখের প্রয়োজন। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন অনেক সময় সুখ কিন্তু অর্থ দিয়েও পাওয়া যায়। তাই জীবনে চলার পথে সুখ এবং অর্থ দুটিই প্রয়োজন আছে। একটিকে বাদ দিয়ে আরেকটি কখনোই হয় না।

আমার কাছে সুখ জিনিসটা আসলে আপেক্ষিক মনে হয়। আমরা কখনোই কিন্তু একটা জিনিস নিয়ে সুখে থাকতে পারিনা কিংবা একেকজনের কাছে সুখ জিনিসটা আসলে একেক রকম। যার ধন সম্পদ আছে অট্টালিকা বাড়ি আছে সে মনে করে টিনের ওই ঘরে অনেক বেশি সুখ । আর যে টিনের ঘরে থাকে সে মনে করে ওই অট্টালিকাই সর্ব সুখ । প্রকৃতপক্ষে এই পৃথিবীর কেউ সর্ব সুখী নয়। প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অসুখি ।

যাইহোক আজ এ পর্যন্তই অনেকটাই অগোছালো ভাবে মনের কথাগুলো প্রকাশ করলাম । আজ আর বেশি কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার অন্য কোন বিষয় নিয়ে আল্লাহাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

ভাই আপনার লেখাগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পৃথিবীতে কেন আমাদেরকে পাঠিয়েছেন এই ভাবনাটি আমরা সারা দিনের মধ্যে একবারও ভাবি না। সকালে ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু যে কাজটি আমাদের আসল সেই কাজটির প্রতি আমাদের অনেক দিন দিন বেড়েই চলেছে। এর কারণ হলো আমরা পার্থক্য জীবনে বেশি ঝুঁকে পড়েছি। দিন যত যাচ্ছে সময় তত আমাদের ঘনিয়ে আসছে। কিন্তু সময়ের প্রয়োজনে আমরা অনেকটা নিজেকে পরকাল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বর্তমান সময়ে সুখের কথা বাদ দিলাম, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন। আর আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান নিয়ে সুখি না এটাই একটা সমস্যা। যাইহোক একঘেয়ামি কাটাতে হলে ভ্রমন করতে হয় আর পরিবারের সাথে আনন্দের সময় কাটতে হয়। আশাকরি খুব তাড়াতাড়ি একটা ভ্রমনে বেরিয়ে পরবেন ভাই 🤗

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমিও আপনার মতো মাঝে মাঝে ভাবী দিনশেষে কি পেলাম? এভাবেই কি কেটে যাবে একেকটা দিন? সৃষ্টিকর্তার কাঠগড়ায় যে একদিন দাঁড়াতে হবে। তবে জীবনো উত্থান পতন থাকবেই। দুঃখের পরে নিশ্চয় সুখ রয়েছে। হয়তে সে সুখটা কারো জীবনে একটু দেরিতে ধরা দেয়।

 11 months ago 

সত্যি ভাইয়া এভাবে কেটে যাচ্ছে সময়।কেউ কখনো পরিপূর্ণ ভাবে আসলে সুখি নয়।আমার কাছে সুখটা খুব সামান্য ই।অনেক বেশি আশা বা চাহিদা নেই । তাই সুখী আমি অল্পতেই হই।যতো চাহিদা ততো অশান্তি।দিন ফুরিয়ে আসছে। একদিন তো মরেই যাবো।তাই অল্পতে তুষ্ট আমি।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই বিষয়টিকে নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া যে,পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়।সবকিছু গতিশীল।আর আপনি আপনার সারাদিনের কর্মকাণ্ড নিয়ে ভাবেন এটা জেনে ভালো লাগলো।প্রতিদিনের হিসাবের কথা মনে করেন।আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সন্তুষ্ট না,এটাই সমস্যা।ভালো লেগেছে আপনার পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ভাই সুখের সংজ্ঞা এক এক জনের কাছে এক একরকম। তবে দিনশেষে সবাই সুখী থাকতে চাই। কিন্তু পারে কয়জন। সত্যি বলেছেন কীভাবে যেন একঘেয়েমির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। কিন্তু দিনশেষে আমরা ভেবে দেখছি না আজ কী ভুল করলাম কী ঠিক করলাম। আপনার লেখাটা অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার মতো আমিও মাঝেমধ্যে ভাবি যে, একদিন তো প্রতিটি কর্মকান্ডের হিসাব দিতে হবে। যখন ভাবি তখন নিজেকে অনেক অসহায় মনে হয়। গভীরভাবে ভাবলে জীবনের কোনো অর্থই খুঁজে পাই না। আবার ভাবি যে আমরা তো পৃথিবীতে মেহমান। তাহলে এতো কিছু কেনো করছি। একসময় তো সবকিছু রেখেই দুনিয়া থেকে চলে যেতে হবে। যাইহোক তবুও হয়তোবা যতদিন বাঁচবো, এভাবেই চলবে জীবন। তবে পরকালের জন্য বেশি বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47