কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ১৮,জ্যৈষ্ঠ | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি শেয়ার করব।





প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে কাগজকে কেটে চার টুকরো করে নিব।

IMG_20220523_134259__01.jpg

ধাপ- ২ঃ


  • এরপর কাগজগুলো কে নিচের ছবির মত করে ভাঁজ করে নিব।

ধাপ- ৩ঃ


  • একপর পেন্সিল দিয়ে কাগজগুলোতে একে কেটে নিব।

IMG_20220523_134658.jpg

IMG_20220523_135314.jpg

ধাপ- ৪ঃ


  • এবার কেটে নেওয়া কাগজগুলোর ভাঁজ খুলে নিব।

IMG_20220523_135716.jpg

ধাপ- ৫ঃ


  • এরপর হলুদ রঙের একটি কাগজ কেটে নিব ঠিক নিচের ছবির মত করে।

IMG_20220523_140346__01.jpg

IMG_20220523_140618__01.jpg

IMG_20220523_140912__01.jpg

ধাপ- ৬ঃ


  • এবার ফুল গুলোর মধ্যে কেটে নাও কাগজগুলো মাঝ বরাবর বসিয়ে দিবেন ঠিক নিচের ছবির মত করে।

IMG_20220523_140953.jpg

ধাপ- ৭ঃ


  • সব গুলো ফুলটি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি।

IMG_20220523_142009__01.jpg

ধাপ- ৮ঃ


  • এরপর সবুজ রঙেরকাগজ দিয়ে পাতা তৈরি করে নিয়েছি।

IMG_20220523_142201__02.jpg

IMG_20220523_142423__01.jpg

IMG_20220523_142554.jpg

ধাপ- ৯ঃ


  • এরপর সব গুলো ফুল এবং পাতা একসাথে একটি কাগজের মধ্যে জুড়ে দিয়েছি।

IMG_20220523_143931.jpg

IMG_20220523_143223.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি আপনার ব্যস্ততার মাঝেও এত সুন্দর ভাবে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া আপনার নিখুঁত হাতের কাজ দেখলে মুগ্ধ হয়ে যাই। আপনার তৈরি করা DIY প্রজেক্ট গুলো দেখে আমি অনুপ্রেরণা পাই রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার জন্য। অনেক সুন্দর ভাবে আপনি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই চমৎকার কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। ওয়ালমেট তৈরি করার ধাপগুলো আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন।

 2 years ago 

দারুন পদ্ধতি কাগজগুলো কে ভাজ করে কায়দামতো কাটতে পারলে সেখানে ফুলের মত হয়ে যায়। আপনি খুব সহজভাবে ধাপগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধাপ গুলো দেখে যে কেউ বুঝে নিতে পারবেন এটি তৈরি করার প্রক্রিয়া। অনায়াসেই ঘরের দেয়ালের শোভা বৃদ্ধি করতে পারে এটি।

 2 years ago 

ঠিক তাই, এই ধরনের কাগজের ছোটখাট জিনিস গুলো দিয়ে খুব সুন্দর ভাবে ঘর সাজানো যায়।

 2 years ago 

ভাইয়া রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যিই অনেক অনেক সুন্দর হয়ে থাকে। আজ আপনি কাগজ দিয়ে যে ওয়ালমেট তৈরি করেছেন তা দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। তার চেয়েও বেশি সুন্দর হয়েছে আপনার উপস্থাপনার ধাপগুলো। ভাইয়া উপস্থাপনার ধাপ গুলো এত সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন, খুব সহজেই যে কেউ এরকম ওয়ালমেট তৈরি করতে সক্ষম হবে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। নীল রঙের ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। নীল রঙের মাঝখানে হলুদ রং এর কাগজ দেওয়ার কারণে খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

খুব সুন্দর শিল্প কাজ @moh.arif

 2 years ago 

বাসা ফাকা পেয়ে একা একা বসে থেকে এগুলো তৈরি করছেন তাই না ভাইয়া। যাই হোক আপনি খুব সুন্দর একটি অলমেট তৈরি করেছেন আমার কাছে আপনার ওয়ালমেট খুব সুন্দর হয়েছে ।এই ওয়ালমেট দেয়ালে অনেক সুন্দর মানাবে। এত সুন্দর একটি ওয়ালমেট ধাপে ধাপে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে ফুলের সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই। দারুন হয়েছে। এটা আমার টেবিল এর পাশের দেওয়ালে লাগিয়ে রাখলে খুবই সুন্দর দেখাবে। ভাবতেছি একটা বানিয়ে লাগাবো।

 2 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই সুন্দর হয়। সিম্পল হলেও দেখতে চমৎকার লাগে। ঠিক আজকেও আপনি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এই ওয়ালমেটটি ঘরের দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে।রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68625.09
ETH 3746.53
USDT 1.00
SBD 3.76