নতুন বছরকে বরণ পুরাতন বছরকে বিদায়।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৭ই পৌষ ১৪২৮ , বঙ্গাব্দ |শনিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




happy-new-year-g8ed695b2e_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

নতুন বছরের শুভেচ্ছা সকলকে। ২১ পেরিয়ে আজ ২২শে পদার্পণ। নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে শুরু হোক আমাদের নতুন বছরের পথচলা। দেখতে দেখতে কিভাবে যেন বছরটি পার হয়ে গেল। গতবছর ও ঠিক এমন একটি সময়ে শুরু হয়েছিল নতুন একটি বছর। কিন্তু এখন সেই বছরটি প্রাক্তন বছরে পরিণত হয়েছে। জানি কোনো এক সময়ে এই নতুন বছরটি ও পুরাতন একটি বছরে পরিণত হবে। তবে বর্তমান সময়ের জন্য এটি এখনো নতুন। জীবনে আনন্দ দুঃখ-কষ্টের মাধ্যমে শেষ করা হয়েছে আরোএকটি বছর। কেউ জানে না কার নতুন বছর কিভাবে কাটবে তবে জীবনে সকল দুঃখ বাদ দিয়ে নতুন বছরটি হোক শুধু আনন্দময় এমনটাই কামনা সকলের জন্য।

আমার কাছে নতুন বছর মানে নতুন ক্যালেন্ডার, নতুন করে স্বপ্ন দেখা আশা জাগ্রত করা মনের মধ্যে । নতুন কিছুর করার টার্গেট প্রতিস্থাপন করা নিজের মধ্যে। পুরনো বছরের ফেলে আসা দুঃখগুলোকে নতুন বছরে প্রাধান্য না দেওয়া। পুরাতন বছরের করা ভুল সিদ্ধান্ত গুলোকে শুধরে নেওয়া। পুরাতন বছরের অভিজ্ঞতা গুলোকে নতুন করে কাজে লাগানো।


sylvester-gc6d6135ae_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আসলে ওই সব দিনের কথা খুবই মনে পড়ছে যখন বিভিন্ন আনন্দ-উল্লাসের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতাম। কিন্তু গত কয়েক বছর ধরে পৃথিবীর এমন অসুস্থ হয়ে পড়েছিল যে নতুন বছর বরণ করে নেওয়ার কোন মনোভাব আমাদের মধ্যে ছিল না। কি অপেক্ষা করছে নতুন বছরে আমাদের জন্য? এমন ভাবনায় থাকতে হতো আমাদের। নতুন বছ্র আসলে মনের মধ্যে ভয় এবং আশা কাজ করত । ভয় হতো পৃথিবী আরো অসুস্থ হয়ে পড়বে কিনা। আবার মনের কোনে আসা যাকতো নতুন বছরের নতুন করে সবকিছু ঠিক হয়ে যাবে। এমন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমরা পার করেছি কয়েকটি বছর। যাইহোক পৃথিবী এখন অনেকটাই সুস্থ। আশা করা যায় নতুন বছরে পৃথিবীর পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।


wine-gfefd8af87_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

এবার আসি নতুন বছরের সেলিব্রেশনের আলোচনা নিয়ে -

আমাদের পরিবারে মোটামুটি প্রত্যেক বছরই ছোটখাটো ভাবে হলেও নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। শুধুমাত্র মাঝে দুই এক বছর ভাইরাসের এর সময় নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়নি। এ ভাইরাসের কারণে কত মানুষের প্রাণ গেছে, মানুষজন স্বজনহারা হয়েছে, অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় এমন অনেক মানুষ ছিল যাদের খেয়ে-পরে বেঁচে থাকার মত সামর্থ ও ছিলনা। আর ওই সকল মানুষদের কথা চিন্তা করে আমরা কিভাবে একা একা আনন্দ উল্লাস করতে পারি বলুন। শুধুমাত্র আনন্দ উল্লাসে ওই সময় টাকা অপচয় না করে অভাবগ্রস্ত দেওয়াই শ্রেয়। যেসব কারণে আমাদের কয়েক বছর নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়নি। কিন্তু এবছর নিউ ইয়ার সেলিব্রেশন করার অনেক ইচ্ছা ছিল কিন্তু এবার ও সেটি হয়নি।

কিছু মাস আগে আমরা বাসা পরিবর্তন করেছি। আমরা আগে যে বাসাটাতে ছিলাম ঐ বাসায় অনেক কয়েক বছর ধরে ছিলাম। তাই বিল্ডিং এর সব মানুষদের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আর থার্টি ফার্স্ট নাইট এ বিল্ডিংয়ের সকলে মিলে ছাদে বারবিকিউ পার্টি, বাজি ফাটানো, ফানুস উড়ানো, কেক কাটা থেকে শুরু করে সবকিছু করতাম। আর আমাদের ওখানে এলাকার বিল্ডিং গুলোর মধ্যে কম্পিটিশন চলতো। কোন বিল্ডিং এ কত সুন্দর এবং বেশি বাজি ফোটাতে পারে। আর এই কম্পিটিশনে আমাদের বিল্ডি ই সবসময় ফার্স্ট হতাম। আর খুব সুন্দর ভাবে আনন্দ-উল্লাসের সাথে সকলে মিলে মধ্যরাত পর্যন্ত নিউ ইয়ার পার্টি করতাম। কিন্তু এখন নতুন বাসা আর নতুন পরিবেশের মানুষজনদের সাথে এখনো মিশে হয়ে ওঠা হয়নি। আর এই বিল্ডিং এর ছাদে কেউ নিউ ইয়ার সেলিব্রেশন করে না। তাই আমরাও করিনি। তবে আমি মনে করি এবার আমার নিউ ইয়ার সেলেব্রেশন করার প্রয়োজন আছে বলে কেননা গতকাল ভার্চুয়ালি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের সাথে বেশ ভালোভাবেই নিউ ইয়ার সেলিব্রেশন করেছি। আর গতকাল এই নিউ ইয়ারসেলিব্রেশনটি ছিল আমার জীবনের ভিন্ন একটি সেলিব্রেশন।


sylvester-gad4d9dafc_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

তো আজ এ পর্যন্তই, এখানে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। যার আগে সকলকে আবার ও জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সকলের ভালো কাটুক সকালে সুস্থ থাকুক এবং পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট কে বাদ দিয়ে আনন্দের সাথে নতুন বছরের পথ চলা শুরু হোক এমনটাই কামনা সকলের জন্য।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি নতুন বছর সবার ভালো কাটবে। আরো বেশী গতিশীল হবে আমাদের সকলের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ আমাদের পরিবার। আমাদের এই পরিবারের সকল সদস্যদের এক সাথে কাজ করতে হবে। সবাই সবার পাশে থাকবো এটাই আমার লক্ষ্য।
ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 💕

 3 years ago 

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিবেন দাদা । নতুন বছরটা যাতে আপনার অনেক ভালো কাটে । বাসা পরিবর্তন করেছেন বলে এবার আর অন্য বারের মতো বিল্ডিঙের ছাদে গিয়ে পার্টি করতে পারেননি। এটা একটু দুঃখজনক বটে তবে ভার্চুয়ালি বর্ষবরণ করেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে সেটা একটা নতুন অভিজ্ঞতা । আর পুরনো বছরের সব দুঃখ দুর্দশা কেটে যায়। নতুন বছরে যাতে ওগুলোর পুনরাবৃত্তি না হয়। আবারো নতুন বছরের শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ দাদা।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

আরিফ ভাই আশা করি আপনি আবারো নিউ ইয়ার সেলিব্রেশন করতে পারবেন মনের মত করে। মহামারীর এই ভয়াল থাবা দূর হয়ে যাবে আমাদের জীবন থেকে। এই প্রত্যাশা আমাদের সকলের। নতুন বছরের শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

নতুন বছরের শুভেচ্ছা। আশা করি গত বছরের খারাপ সময় যেন নতুন বছর না আছে।মুছে যাক দুঃখ এবং হতাশ।এই পত্যাশা করি।ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া নতুন বছরের শুভেচ্ছা রইল। অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। গতবছরের দুঃখ-কষ্ট ও হতাশা ভুলে গিয়ে নতুন বছরের আপনার দিনগুলো ভালো কাটুক এই প্রার্থনাই করি। আপনার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

 3 years ago 

দেখতে দেখতে বছর চলে গেল,উদয় হলো নতুন বছরের সূর্য,,নতুন বছরের শুভেচ্ছা।
আপনার পরিবার এবং বন্ধুদের সাথে নিরাপদ এবং সুস্থ থাকুন।

 3 years ago 

প্রথমে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।
মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যে নতুন বছরের সবকিছুই হোক শুভ।

 3 years ago 

আমার কাছে নতুন বছর মানে নতুন ক্যালেন্ডার, নতুন করে স্বপ্ন দেখা আশা জাগ্রত করা মনের মধ্যে ।

ভাইয়া আপনাকে প্রথমে জানাতে চাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। নতুন বছরে নতুন উদ্যমে, নতুন লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমাদের। আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে চাই নতুন বছরের মতো নতুন করে সবকিছু সুন্দর করে শুরু করা উচিত। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া নতুন বছর মানে নতুন নতুন আশা এবং নতুন স্বপ্নে বুক বাধা। নতুন স্বপ্নে বুক বাঁধলেই আমরা ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবো। নিজের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে নতুন ভাবে সবকিছু শুরু করাই উত্তম। পুরনো স্মৃতির সাথে সাথে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সবচেয়ে বড় চাওয়া যেখানেই যে যেভাবেই থাকি আমরা সবাই যেনো খুব সুস্থ থাকি,ভালো থাকি।
দোয়া করি,আপনিও যেনো ভালো থাকেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60003.48
ETH 2309.22
USDT 1.00
SBD 2.49