স্মার্টফোন বর্তমানে বাচ্চাদের জন্য এক অভিশাপ স্বরূপ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম আমি মোহাম্মদ আরিফ, আমি আজকে "আমার বাংলা ব্লগ" মেম্বারদের সাথে বর্তমান সময়ের একটি সমস্যার কথা তুলে ধরলাম।

IMG_20190123_101401.jpg

ছবিঃ আমার ৩ খালাতো ভাই-বোন মোবাইলের দিকে তাকিয়ে আছে।

বর্তমান যুগে বিজ্ঞানের একটি অভিনব আবিষ্কার হচ্ছে স্মার্টফোন।
এছাড়া এই করোনাকালে স্মার্টফোন হয়ে উঠেছে প্রত্যাহিক জীবনের একটা অংশ।অনলাইন ক্লাস, করোনাকালীন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস থেকে শুরু করে বিভিন্নকিছুই আমরা স্মার্টফোনের মাধ্যমে পেয়ে থাকে।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যদিও স্মার্টফোন বাধ্য হয়ে অনেকে প্রয়োজনে কাজে ব্যবহার করে।কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি বেশিরভাগ সময় বিনোদনের কাজে ব্যবহার হয়। স্মার্টফোনের অত্যাধিক ব্যবহারের ফলে শিশুদের মানসিক ও শারীরিকভাবে অনেক ক্ষতি সাধিত হয়।
এছাড়াও শিশুদের অন্যান্যদের সমস্যা গুলো হয় তার মধ্যে অন্যতম হলোঃ

  • দৃষ্টিশক্তি হ্রাস পায়।
  • স্নায়ুর সমস্যা দেখা দেয়।
  • মানসিক চাপ বৃদ্ধি।
  • সহজে কারো সাথে মিশতে না পারা।
  • খেলাধুলা করতে বাইরে যেতে চাই না।
  • মেজাজ খিটখিটে হয়ে যায়।
  • স্মৃতিশক্তি হ্রাস পায়।
  • সৃজনশীলতা বিকাশে ব্যাঘাত ঘটে।

  • “ঢাকা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার পপি বলেন, "মোবাইলের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতা নষ্ট করছে। ফলে তৈরি হয় শিশুদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। এ ছাড়া প্রযুক্তির এ আসক্তি শিশুদের জীবনে বড় ধরনের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব-ও ফেলছে। দীর্ঘসময় মোবাইল স্ক্রিনে চোখ রাখার ফলে শিশুর চোখের সমস্যা তৈরি হচ্ছে। আবার দীর্ঘ সময় বসে থাকতে শিশুর স্থূলতাও বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে শিশুর কল্পনাশক্তিও।”

    ― সূত্রঃ দৈনিক দেশ রূপান্তর

    তাই আমাদের সকল অভিভাবকদের উচিত প্রয়োজন ব্যাতিত যতটা সম্ভব শিশুদেরকে স্মার্টফোনকে থেকে দূরে রাখা।

    ধন্যবাদ সবাইকে।




    Sort:  

    ইচ্ছা থাকলেই উপায় বের করা যায়। আমার বাচ্চাকে আমরা কখনোই মোবাইল দেইনা।কখনোই না মানে, কখনোই না। ছোট থেকে না দিলেই এই অভ্যাসটা তৈরি হয় না।

    ওরা এখনো ছোট চাইলেই। ওদের বাবা মা রা এখন থেকেই সিদ্ধান্ত নিতে পারে না দেয়ার। কিছুদিন হয়তো ঝামেলা করবে । কিন্তু তার পরে ঠিক হয়ে যাবে । ওদেরকে অনেক বেশি বেশি সময় দিতে হবে, ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখতে হবে। তাহলে আর মোবাইল নিতে চাইবে না।

     3 years ago 

    আপনার পোস্টটি অনেকটা তথ্যবহুল এবং আপনার কথাগুলোতে অনেকটা যুক্তি আছে। ধন্যবাদ কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

    Coin Marketplace

    STEEM 0.15
    TRX 0.12
    JST 0.026
    BTC 56095.11
    ETH 2533.38
    USDT 1.00
    SBD 2.23