আপেল দিয়ে কাঁকড়া বানানো।
আজ- ২৯ই পৌষ | ১৪২৮ , বঙ্গাব্দ | | হেমন্ত-কাল | বৃহস্পতিবার |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি। আসলে আমি সবসময় চায় ভিন্ন কিছ করতে। আমি মনে করি ভিন্ন কিছু আমাদের মধ্যে থাকা একঘেয়েমি দূর হয়। এবং নতুন কিছু করার আগ্রহ বাড়ে।
আমার এমম অনেক পরিচিত লোক আছে যারা কিনা আপেল খেতে পছন্দ করে না। তবে আমার কেন জানি আপেল খেতে খুব ভালো লাগে। প্রতিদিন সকালে কম্পিউটারে কাজ করার সময় অর্থাৎ বারোটা সাড়ে এগারোটার দিকে আমি একটি করে আপেল খাই। আমার কেনজানি কাজ করতে করতে আপেল খেতে ভালো লাগে। যাইহোক গতকাল আপেল খাওয়ার সময় হঠাৎ মনে পড়লো আপেল দিয়ে কিছু তৈরি করার। যে ভাবনা সেই কাজ আপেল কেটে কুটে যায় মনে আসলো তাই বানিয়ে নিলাম। যদিও প্রথমবারের মতো এমন কিছু বানিয়েছে। তবে এটি বানানটি খুব সহজ ছিল যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে।
আপেল দিয়ে আমার এই কাঁকড়া বানানো টা কেমন লাগলো আপনাদের কাছে তা জানাবেন কিন্তু।
প্রয়োজনীয় উপকরণঃ
- আপেল একটি।
- ছুরি।
- কাটিং বোর্ড।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে আপেলটিকে ভালোভাবে ধুয়ে নিব।
ধাপ-২ঃ
- এরপর আপেলটির মাঝবরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিব ঠিক নিচের ছবির মত করে।
ধাপ-৩ঃ
- এরপর আপেলের মাঝের অংশটিকে কেটে নেব।
ধাপ-৪ঃ
- একবার ও অংশ দুটিকে নিচের ছবির মত করে কেটে নেব।
ধাপ-৫ঃ
- এবার আপেলের সামনের অংশটি কে নিব।
ধাপ-৬ঃ
- এবার অংশটিতে ছবির মত করে দুইটি লবঙ্গ বসিয়ে দিব। যাতে দেখতে দুটি চোখের মত লাগে। আপনারা চাইলে এখানে আপেলের বিচি ও ব্যবহার করতে পারেন।
ধাপ-৭ঃ
- এবারের আপেলের প্রত্যেকটা অংশকে দিয়ে নিচের ছবির মত করে সাজিয়ে একটি কাঁকড়া তৈরি করে নিব।
ধাপ-৮ঃ
- ব্যাস এভাবে তৈরি হয়ে গেল আপেল দিয়ে কাঁকড়া তৈরি।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনার আইডিয়া দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আপেল দিয়ে কাঁকড়া বিষয় টা ভাবতেই কেমন যাদি অন্য রকম একটি অনুভূতি হইতেছে, এমন কাঁকড়া যদি পুকুরে পাওয়া যেতো বেশ মজা হইতো, আইডিয়া টা অনেক সুন্দর ছিলো ভাইয়া।
আপেল দিয়ে কাঁকড়া বানানো অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার চিন্তাধারার প্রশংসা করতেই হয়। আপেল খেতে আমিও খুবই পছন্দ করি। তবে এভাবে ডেকোরেশন করলে দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগবে। বিশেষ করে সুন্দরভাবে পরিবেশন করার জন্য আপনি খুব সুন্দর একটি ডেকোরেশন আইডিয়া তৈরি করেছেন। আপেল দিয়ে তৈরি কাঁকড়াটি দেখতে একদম সত্যিকারের কাঁকড়ার মত লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার আইডিয়া। দারুন একটি কার্ভিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনি ও আমার মত আপেল খেতে পছন্দ করেন জেনে খুব ভাল লাগছে।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি মতামতের জন্য।
আরিফ ভাই, আপনার কাঁকড়া দেখে মনে হচ্ছে এখনই হেটে চলে যাবে। অনেক সুন্দর হয়েছে আপনার কাকড়া। তবে এ ধরনের কাঁকড়া বানানোর জন্য মনে হয় অনেক ধারালো ব্লেড এর দরকার হয়। ডেকোরেশন এর দারুন একটি পদ্ধতি শিখলাম আজ আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ধারালো ব্লেড দিয়ে কাটিং করলে আরো সুন্দর হয় তবে আমার টি সাধারণ ছুরি দিয়ে কাটিং করেছি।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
আমিও আপেল খেতে পছন্দ করি ভাইয়া। প্রতিদিন একটি করে আপেল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপেল আমাদের শরীরের বিভিন্ন পুষ্টি যোগায়। ভাইয়া আপনি অনেক সুন্দর করে আপেল সাজিয়েছেন। আপেল দিয়ে কাঁকড়া তৈরি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি আপনার দক্ষতায় আপেল সুন্দর করে সাজিয়েছেন। আপেল সুন্দর করে পরিবেশন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।
বাহ ভাইয়া আপনি সম্পূর্ণ একটা নতুন টেকনিক আমাদের সামনে শেয়ার করলেন। দেখে খুবেই সুন্দর লাগতেছে। তাছাড়া আপনার দেখে আমিও আজকে চেষ্টা করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া,, ❤️❤️
খুবই ইউনিক এবং মজার একটি বিষয়। কিন্তু একটি বিষয় হলো এই কাকড়া টি যে কোন সময় কাঁচা গিলে খাওয়া যাবে। আর আপনি পুরো প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
শেষ পর্যন্ত কি আপেল খেলেন নাকি কাঁকড়া!??🤭
আইডিয়াটা অত্যন্ত ইউনিক ছিল দাদা। অনেক চমৎকারভাবে কাকড়াটা বানিয়েছেন। আমার কাছে অনেক ভালো লাগছে কাকড়া টা। ধন্যবাদ দাদা এত এত সুন্দর একটা কাঁকড়া বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি কি কাঁকড়া বানানো আইডিয়া দেখে আমি মুগ্ধ হয়েছি। সুন্দর একটি আইডিয়া আপনি আপেলের মাধ্যমে প্রয়োগ করেছেন যা সত্যিই প্রশংসার দাবিদার। আপেল দিয়ে কাঁকড়া অনেক সুন্দর হয়েছে। নিখুঁতভাবে আপনি কাঁকড়া তৈরি করেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সৃজনশীলতা দেখে সত্যিই আমি বিমহিত ভাইয়া।
অসাধারণ একটি আইডিয়া শেয়ার করেছেন ভাইয়া। আসলে আপেল দিয়ে আপনি খুব সুন্দর একটি কাঁকড়া তৈরি করছেন দেখে মনে হচ্ছে যে আসলেই একটি কাঁকড়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আইডি আমাদের মাঝে শেয়ার করার জন্য।