সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। - বিষয়ে ব্যাক্তিগত মতামত।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১লা কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎ সঙ্গ সর্বনাশ, এই শিরোনামে আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করব।




sunset-g151645b03_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আশা করছি সকলেই ভাল আছেন।আমি মনে করি আজকে ভালো থাকার মূল আকর্ষণ হচ্ছে কিন্তু আজকের ওয়েদারটি। একদম মন ভাল করার মত একটা ওয়েদার। এককথায় বিশ্লেষণ করতে গেলে ওয়াও একটা ওয়েদার। কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে। এরপর এরকম একটি ওয়েদারে দরকার ছিল খুব। বেশ ঠাণ্ডা ঠাণ্ডা একটি ভাব। আমি চাই এরকম ওয়েদার আরো দুই-তিন দিন থাকুক। আজ সারা দিনটা আমার আলসেমি তে কেটেছে। বিকালের দিকে বেশ জব্বর একটি ঘুম দিয়েছি। খুব ফ্রেশ লাগছে এখন। যাইহোক আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে মুল টপিক দিকে ফিরে আসি।

আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৎসঙ্গ আর অসৎ সঙ্গ। তো চলুন এ বিষয়টি নিয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি।

আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত অনেক মানুষের সাথে পরিচিত হয় ,উঠা বসা হয়, মেলামেশা হয়। এসব মানুষগুলো চলাচরিত্র, অভ্যাস এগুলো কিছুটা হলেও আমাদেরকে প্রভাবিত করে। আমরা যেসব মানুষগুলোর সাথে মেলামেশা করব তাদের কিছু আচার আচরণ বা ভাষা ব্যবহার আমাদের মধ্যে পরিলক্ষিত হবে। আর আমাদের মধ্যে থাকা কিছু বিষয় ও তাদের মাঝে পরিলক্ষিত হয়। এখন কথা হচ্ছে আমরা যেসব মানুষদের সাথে চলাফেরা করি তাদের কিছু অভ্যাস আমাদের মধ্যে প্রভাব ফেলবে ঠিক আছে কিন্তু সেসব অভ্যাসগুলো যদি খারাপ হয় তবে আমরা মধ্যে খারাপ অভ্যাস গড়ে উঠবে আর এইসব অভ্যাস গুলো যদি ভালো হয় তবে আমাদের মধ্যে ভালো একটি অভ্যাস গড়ে উঠবে।

ভালো মানুষদের সাথে চলাফেরা করলে আমাদের মধ্যে ভালো অভ্যাস গুলো গড়ে উঠবে আর মন্দ মানুষদের সাথে চলাফেরা করলে মন্দ অভ্যাস গুলো আমাদের মাঝে পরিলক্ষিত হবে। আমাদের সৎসঙ্গের প্রয়োজন কেননা সৎসঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। আমি মনে করি ভালো সঙ্গ নির্বাচন খুবই জরুরী। ভালো সঙ্গ মানে ভালো কিছু শেখা আর মন্দ সঙ্গ মানে নিজেদের মধ্যে খারাপ কিছুর বিস্তার করা।

আরেকটি বিষয় সত্য যে অন্যের চলাফেরা বা অভ্যাসগুলো আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি পরিলক্ষিত হয় বা ওই সকল জিনিস গুলো আমাদের ব্রেন খুবই সহজে ক্যাপচার করে নেই। আর সৎ সঙ্গে , অসৎ সঙ্গ এই বিষয়টি নিয়ে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মানুষগুলোর প্রতি অর্থাৎ শিশু বা টিনেজার দের প্রতি সচেতন থাকবো। কেননা তারা এখনো ওই ব্যাপারটি ভালোভাবে বুঝে উঠতে পারবে না।একজন বাচ্চা ঐসকল কাজগুলো করবে যে কাজগুলো তার সহপাঠীরা বা তার বন্ধুরা করছে। এখন সে যদি ভালো বন্ধুদের সাথে মেলামেশা করে তবে সে ভালো কিছু শিখবে আর সে যদি খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে তাহলে সে খারাপ কিছু শিখবে। তাই আমি মনে করি এখানে অভিভাবকদের সচেতন থাকতে হবে যে, তার বাচ্চাটি কোন ধরনের সহপাঠীদের সাথে মেলামেশা করছে।

আর অন্যদিকে টিনেজারদের কথা যদি বলি তবে তারা যেন সবকিছু বুঝেও অবুঝ। আর শতকরা 80 ভাগ টিনেজাররা মন্দ কাজে লিপ্ত হয়েছে শুধুমাত্র খারাপ সঙ্গের কারনে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে বেশির ভাগই শিশু কিশোর কিশোরী অপরাধমূলক কর্মকাণ্ড করেছে শুধুমাত্র খারাপ সঙ্গে লিপ্ত হয়ে।

তো আজ এ পর্যন্তই সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গ নির্বাচনে সচেতন থাকবেন। কেননা আবারও বলছি সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। অন্য কোনদিন অন্য টপিক নিয়ে আলোচনা হবে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

অসৎ সঙ্গ যে কত ভয়ানক হতে পারে সেটা আমার এক বন্ধুর অবস্থা দেখে আমি আঁতকে উঠি। ছোট্ট বেলা থেকে আমরা একসাথে মানুষ, লেখাপড়ায় সে ছিল তুখোড় কিন্তু এস এস সির পর সবকিছু কেমন যেন বদলাতে শুরু করে। সে হয়ে যায় নেশা গ্রস্থ। একটা সময় তাকে হাজতে পর্যন্ত পাঠায় পিতা মাতা কিন্তু তারপরও সে সুধরালো না। অবশেষে একদিন জানতে পারলাম সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। সত্যিই খুব কষ্টদায়ক ছিল সবকিছু।

 3 years ago 

সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।‌ চিরন্তন সত্য কথা।

আমি মনে করি ভালো সঙ্গ নির্বাচন খুবই জরুরী। ভালো সঙ্গ মানে ভালো কিছু শেখা আর মন্দ সঙ্গ মানে নিজেদের মধ্যে খারাপ কিছুর বিস্তার করা।

আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ভাই, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।‌ আপনার পোস্টটি পরে আসলেই আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ভালো মানুষদের সাথে চলাফেরা করলে আমাদের মধ্যে ভালো অভ্যাস গুলো গড়ে উঠবে আর মন্দ মানুষদের সাথে চলাফেরা করলে মন্দ অভ্যাস গুলো আমাদের মাঝে পরিলক্ষিত হবে।

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া। আমি যখন স্কুলে পড়তাম তখন আম্মু বারবার একটা কথা আওড়াতেন তা হচ্ছে ভালো স্টুডেন্টদের সাথে বসবা,ভালো মেয়েদের পাশে বসবা। এসব বলতো খুব। এখন বুঝি এসব কেন বলতো। কারণ আসলেই সৎ সঙ্গে সর্গবাস।

 3 years ago (edited)

প্রবাদ বাক্য আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।‌ ভাইয়া আপনার পোস্টটি পরে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এমন সুন্দর পোস্ট করার জন্য। শুভ কামনা রইলো ভাইয়া আপনার জন্য।

সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ- এটা হানডেট পারসেন সঠিক। সৎ ও অসৎ মিলিয়ে অনেক সুন্দর বর্ণনা করেছেন ভাইয়া। মনে করেন আমি যদি ভালোর সঙ্গে ঘুরি ভালো হব, খারাপের সাথে ঘুরলে খারাপ হব। এটা চিরন্তন সত্য কথা।

জীবনে সৎ সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অনেক সুন্দর লিখেছেন ভাই অনুপ্রাণিত হইলাম। শুভেচ্ছা অবিরাম ভাই।

 3 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ।আসলে আমাদের সবার উচিত সৎ লোকদের সঙ্গে থাকা এবং অসৎ লোকদের থেকে দূরে থাকা।এতে করে ভালো গুণগুলো আমাদের মধ্যে আসবে এবং খারাপ কোনগুলো থেকে আমরা পরিত্রান পাব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

আসলে আমাদের সবার উচিত সৎ লোকদের সঙ্গে থাকা এবং অসৎ লোকদের থেকে দূরে থাকা।ভাইয়া আপনার পোস্টটি পরে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এমন সুন্দর পোস্ট করার। জন্য শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।♥️

 3 years ago 

জীবনে চলার পথে ভালো ও মন্দ উভয় মানুষের দেখা মেলে।তবে আমাদের সঠিক সময়ে ভালো বন্ধুদের সঙ্গ দিতে হবে তবেই ভালো কিছু হওয়া যাবে।জীবনের সিদ্ধান্তে ভুল হলে তা সারাজীবন খারাপ প্রভাব পড়বে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আজকে ভালো থাকার মাধ্যম ছিল ওয়েদার।অনেক ভাল ছিল। বন্ধু নির্বাচন করা অনেকটা কঠিন। বন্ধুর মাধ্যমে কিন্তু জীবন বিফলে যেতে পারে আবার ভালো বন্ধু হলেও জীবনে অনেক সম্পর্ক গড়ে ওঠে জীবন খুব আনন্দময় হয়ে ওঠে। এজন্য অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত। হ্যাঁ অনেক ভাল কথা বলছেন অধিকাংশ কিশোররা খারাপ কাজে লিপ্ত। এখন কিশোর গ্যাং তৈরি হচ্ছে শহর অঞ্চলে। সঙ্গ দোষে খারাপ হয়ে যাচ্ছে খুবই খারাপ একটা অবস্থা।তাই আমাদের অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 59541.64
ETH 2637.04
USDT 1.00
SBD 2.45