প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৩০ই, মাঘ ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1644724008459.jpg

আপনাদের মনে আছে দাদার পরিচালিত সেই কন্টেস্টের কথা। দাদার কনটেস্টের বিষয়বস্তু ছিল শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করা। আর সে কনটেস্টে মোটামুটি অনেকেই অংশগ্রহণ করেছে। তবে এই কনটেস্টে অংশগ্রহণ করাটা অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে ছিল। কেননা সকলের পক্ষে শীতকালের আসল প্রাকৃতিক সুন্দর্যটিকে তুলে ধরা সম্ভাব্য নয়। বিশেষ করে যারা নগরে বসবাস করে তাদের জন্য। কেননা নগরে বসবাস করা মানুষরা সবসময় বিশুদ্ধ প্রকৃতি থেকে অনেক দূরে থাকে। যাইহোক দাদারে এই কনটেস্টে সকলের অংশগ্রহণ দেখে আমারও খুব ইচ্ছে জাগলো যে আমি ও অংশগ্রহণ করব। যেমন কথা তেমন কাজ। অনেক খোঁজার পর একটি জায়গা পেলাম যেখানে কিছুটা সবুজের ছোঁয়া আছে।

ওই জায়গাটা দেখলে বোঝাই যাবে না যে এটি শহরের ভিতরে অবস্থিত। কাঁচা রাস্তা, খোলা মাঠ, ছোটখাটো পরিসরে বিভিন্ন শাক সবজির ক্ষেত, সারি সারি নারকেল গাছ, খুবই সুন্দর জায়গা। এবং কিছুটা গ্রাম্যময় পরিবেশ।

ঐদিনের কনটেস্টের জন্য কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আরো কিছু ফটোগ্রাফি রয়েছে আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথে ফটোগ্রাফি সেগুলো শেয়ার করি।


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • বড় খোলা মাঠের চারপাশে নারকেল গাছ দিয়ে ঘেরাও করা। পরিবেশটি খুবই সুন্দর এবং কোলাহলমুক্ত নিরঝুম।

IMG_20220202_171254.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • ছোট পরিসরে পালং শাকের ক্ষেত। ছোট ছোট সবুজ সবুজ শাক দেখতে খুব সুন্দর লাগছিল।

IMG_20220202_170922-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • বিভিন্ন শাক সবজির ক্ষেত একসাথে। মাঝের সারিতে লালশাক গুলো রক্তের মত লাল হয়ে আছে। দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20220202_170948-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • নারকেল গাছের পাতার ফাঁকে লুকিয়ে আছে লাল সূর্য। খেয়াল করলে আপনারা দেখতে পাবেন খুব দূরের একজন লোক মাঠে কাজ করছে।

IMG_20220202_170210.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • বেটে নারকেল গাছ। এই গাছটি এতই ছোট যে হাত দিয়ে নারকেল ধরা যায়।

IMG_20220202_165813.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • গ্রামের রাস্তা গুলোর মত কাঁচা রাস্তা তার একপাশে ক্ষেত অন্যপাশে নর্দমা। রাস্তার একপাশে যেমন মনমুগ্ধকর পরিবেশ অন্যপাশে ঠিক তেমনি দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ।

IMG_20220202_170302.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • সরু কাঁচা রাস্তা একটু সামনে এগিয়ে এলেই রাস্তার শেষ। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি সাইকেল রয়েছে। মূলত ওখানের বেশিরভাগ মানুষই সাইকেল ব্যবহার করে।

IMG_20220202_170440.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • একপাশে তাজা শাক সবজির ক্ষেত আর অন্য পাশে বড় দালান তৈরীর কাজ চলছে। কোন এক সময় হয়তো এই সবজির ক্ষেত আর থাকবে না এখানে তৈরি হবে বড় বড় দালান কোঠা।

IMG_20220202_171027.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • বিকেলে সূর্যাস্তের সময় তোলা হয়েছে এই ছবি।

IMG_20220202_170254.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • খোলা মাঠে পরিষ্কার নীল আকাশ।

IMG_20220202_170221.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location: https://what3words.com/fights.attention.slick

  • বেঁকে যাওয়া নারকেল গাছ। হয়তো বাতাসের গতির কারণে এই নারকেল গাছটি এমন বাঁকা হয়ে গিয়েছে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

প্রাকৃতিক ছবি দেখতে কার না ভালো লাগে। গ্রামীণ পরিবেশ পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আপনার প্রতিটি ছবি দেখলাম আর মুগ্ধ হলাম। আপনি অসাধারণ ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। নারিকেল গাছের সারির ছবি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

দারুন সব ফটোগ্রাফি উপভোগ করলাম আপনার পোষ্টের মাধ্যমে। সত্যিই আপনার ফটোগ্রাফির তারিফ করতে হয়। বিশেষ করে ফটোগ্রাফি গুলো সম্পর্কে দারুন উপস্থাপনা করেছেন ।যেটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য 🌹🌹

 2 years ago 

সারি সারি নারকেল গাছগুলো দেখতে কি যে ভালো লাগতেছে ভাইয়া।আমার কাছে এরকম জায়গাগুলো দেখলে ইচ্ছে করে ঘুরে আসি।আর আপনার এই ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলো দেখে বোঝার কোন উপায় নেই যে এগুলো শহরের ভেতর থেকে তোলা। আপনার ফটোগ্রাফিগুলো অনেক ভাল লেগেছে ভাইয়া। এতো সুন্দর গ্রামীণ পরিবেশ শহরের ভিতরে থাকতে পারে এটা দেখে খুবই ভাল লেগেছে আমার। একদম গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে এই ক্ষেত গুলো। ভাইয়া আপনার ফটোগ্রাফির দক্ষতা খুবই ভালো লেগেছে আমার।ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্যের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে আজকের শেয়ার করেছেন ভাইয়া আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফির গুলো থেকে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য গুলো খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। গ্রামবাংলায় বিভিন্ন ধরনের সৌন্দর্য রয়েছে যা আপনার এই ছবির মাধ্যমেই আমরা দেখতে পারি।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি গুলো। আর বিশেষ করে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি গুলো এমনিতেই সুন্দর হয়। কেননা অনেকটা দৃশ্য জুড়ে একই ফ্রেমে আবদ্ধ থাকে, যাতে করে সব কম্বিনেশনে ফটোগ্রাফি দেখতে ভালো লাগে।

 2 years ago 

বাংলার প্রকৃতি মানেই চারিদিকে সবুজে সমারোহ, আপনি অনেক
সুন্দর ফটোগ্রাফি করছেন। দাদার সে শীতকালীন কনটেস্ট এ অংশগ্রহণ করলে আমি হয় প্রাইজটা পেতাম না কেননা আমি ছিলাম অষ্টম স্থানে।আপনার এই ফটোগ্রাফি প্রাইজ পাওয়ার মতো ছিল।আপনি অনেক ভালো ফটোগ্রাফি করছেন

 2 years ago 

দাদা শীতকালের যে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর এই প্রতিযোগিতা না হলে বুঝতেই পারতাম না। আমাদের কলকাতা শহরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাই যায়না। আমার খুব ভালো লেগেছে আপনার তোলা প্রত্যেকটি ছবি। যখন প্রতিযোগিতা হয়েছিল তখনও সবার ফটোগ্রাফি গুলো আমার দেখতে খুবই ভালো লাগতো। সূর্যাস্তের সময়টা আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার এই ফটোগ্রাফিগুলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফির দক্ষতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। আপনি এত সুন্দর ভাবে সবজি এবং বিভিন্ন প্রকারের শাকের ক্ষেতের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের এমনিতে কোন তুলনা হয় না। যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে তো অনেক কিছুই সুন্দরভাবে ফুটিয়ে তোলেন ভাইয়া। পালং শাকের ক্ষেতগুলো দেখতে কি অসাধারণ দেখাচ্ছে।আবার নারিকেল গাছের ফটোগ্রাফি ও দুর্দান্ত হয়েছে। এরকম সুন্দর একটা পরিবেশ উপভোগ করার মজাটাই আলাদা। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে 🤗🤗

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57886.34
ETH 3104.72
USDT 1.00
SBD 2.54