প্রকৃত শিক্ষা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ - ২৬শে ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




books-2596809_640.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কয়েকদিন ধরে একই সমস্যাটা বারবার পোহাতে হচ্ছে । জানিনা আপনাদেরও এই একই সমস্যাটা হচ্ছে কিনা। তবে আমার কয়েকদিন ধরেই মোবাইল থেকে পোস্ট পাবলিস্ট করতে পারছি না। তবে হ্যাঁ এটি ঠিক যে অতিরিক্ত মার্ক ডাউন ব্যবহার করলে পোস্ট করার ক্ষেত্রে সমস্যাটা হয় তবে আমার পোস্টে তেমন বেশি মার্কন ব্যবহার না করা সত্বেও এই সমস্যাটা হচ্ছে। তাই সম্পন্ন পোস্ট মোবাইলে করার পরে গিয়ে ল্যাপটপ থেকে পোস্ট দিতে হচ্ছে। এ বিষয়টা নিয়ে আসলে আমার খুবই বিরক্তিকর লাগছে। কারণ একবার মোবাইলে পোস্ট রেডি কর এরপর ল্যাপটপে সেটি ট্রান্সফার করে এরপর তা ল্যাপটপ থেকে পোস্ট করা আসলেই ঝামেলার ব্যাপার। যাইহোক কিছুই করার নেই। তবে আশা করছি কিছুদিনের মধ্যেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে।

যাইহোক আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ভাবছি সে বিষয়টি হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা কতটুকু উন্নত কিংবা আমাদের দেশের এই শিক্ষাব্যবস্থা থেকে আমরা কতটুকু শিক্ষিত হচ্ছি তা আর নতুন করে তো কিছু বলার নেই। প্রতিটা পদে পদে প্রতিটা কর্মক্ষেত্রে তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি।

এখন ঘরে ঘরে মানুষ শিক্ষিত। শিক্ষিত মানুষের সংখ্যা সমাজের অভাব নেই। কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হওয়া সব থেকে বেশি প্রয়োজন সেই শিক্ষিত মানুষের সংখ্যা সমাজের নেই বললেই চলে। আমরা শুধু একাডেমিকাল পড়াশোনায় বিশ্বাসী। কিন্তু পারিবারিক কিংবা চরিত্র গতভাবে ও যে একটি শিক্ষা রয়েছে সে শিক্ষাটাতে আমরা আসলে খুব কম মানুষের শিক্ষিত।

আমরা এখন শিক্ষা বলতে শুধুমাত্র কয়েকটি সার্টিফিকেট কে বুঝি। তবে প্রকৃত শিক্ষা কিন্তু কয়েকটি সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। শিক্ষা শুধুমাত্র পড়াশুনাতে সীমাবদ্ধ নয় শিক্ষা মানুষের চরিত্রের গঠন, নম্রতা, ভদ্রতা এবং অনেক কিছুর উপরে নির্ভর করে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আজকের এই শিশুটাকে আমরা কি শিক্ষায় শিক্ষিতা করছি সেদিকে আমাদের কোন ধারনা নেই। আমরা শুধু নামিদামি স্কুলে ভর্তি করানো কিংবা ভালো রেজাল্ট এসব দিয়েই সন্তুষ্ট। কিন্তু এসবের বাহিরেও অনেক কিছুই শেখার আছে, অনেক কিছু শিখানোর আছে সে জিনিসটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই আমাদের শিশুদের প্রতি।

শিক্ষা জাতির উন্নয়ন, শিক্ষা জাতির মেরুদন্ড কিন্তু এমন শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না যে, শিক্ষা মানুষকে মনুষত্ববোধ থেকে দূরে রাখে, যে শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতা দিয়ে সীমাবদ্ধ, ব্যবহারে কিংবা কর্মকান্ডে শিক্ষার কোন প্রতিফলনই নেই । আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত সেই ব্যক্তি যে ব্যক্তি সমাজের মানুষের পাশে দাঁড়ায় মানুষের বিপদের সাহায্য করে এবং অন্যায়ের প্রতিরোধ করে।

দিনশেষে আসলে আমরা প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে এসে শুধুমাত্র সার্টিফিকেট মূল্যায়ন করে থাকি। দেখুন না বড় বড় কোন প্রতিষ্ঠান কিংবা চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা এই সার্টিফিকেট, ভালো রেজাল্টটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি অথচ সার্টিফিকেটের আড়ালে মানুষটা কেমন কিংবা তার যোগ্যতা কতটুকু সে বিষয় নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা থাকে না। এই হচ্ছে আসলে আমাদের বর্তমান শিক্ষার অবস্থা। তাই দিনশেষে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয়ে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্যই পিছে ছুটছি।

Sort:  
 11 months ago 

বর্তমানে একাডেমিক সার্টিফিকেট দিয়েই অনেকে বিচার করে কে জ্ঞানী। প্রকৃত শিক্ষা কিন্তু একাডেমিক সার্টিফিকেট এর মধ্যে নিহিত নয়। প্রকৃত শিক্ষার অনেকগুলো ধরন রয়েছে। যেমন ফ্যামিলির পক্ষ থেকে, ভালো পরিবেশ থেকে, ভালো একটি সংঘ বা সার্কেল থেকে। এগুলো থেকে যারা যারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে। তারাই প্রকৃত শিক্ষিত এবং সমাজের ভালো লোক। অন্যথায় সার্টিফিকেট দারি যত জ্ঞানী হোক এবং তার মধ্যে যদি মনুষত্ব এবং প্রকৃত জ্ঞান না থাকে, সে মূলত শিক্ষিত নয়। ধন্যবাদ বাস্তবিক একটি বিষয় তুলে ধরার জন্য।

 11 months ago 

বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার বেড়েই চলেছে। আরে শিক্ষার হার বাড়ার কারণে বেকারত্ব বেড়ে গেছে। তাতে কি বাংলাদেশের কোন কিছুতে লাভ হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। সার্টিফিকেট অর্জনের জন্য যেসব শিক্ষা লাভ করে থাকছে এসব শিক্ষা মানুষের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। কিন্তু বাস্তবিক পক্ষে যেসব প্রকৃত শিক্ষা দিছে এই শিক্ষাগুলো যারা লাভ করছে তারা দেশের জন্য দশের জন্য সমাজের জন্য তারা মঙ্গল বয়ে নিয়ে আসছে। আর তাই বলতেই পারে দিনশেষে প্রকৃত শিক্ষা হলো বড় শিক্ষা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ভাই আমি মোবাইলের মাধ্যমে স্টিমপ্রো অ্যাপ দিয়ে ঠিক মতোই পোস্ট করতে পারছি। যাইহোক অন্যান্য দেশে শিক্ষার মান দিনদিন বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের দেশের শিক্ষার মান দিনদিন হ্রাস পাচ্ছে। বর্তমানে শিক্ষিত মানুষ বেশি পাওয়া গেলেও, সুশিক্ষিত মানুষ পাওয়া খুব মুশকিল। সবাই শুধু সার্টিফিকেট অর্জন করার আশায় পড়াশোনা করে। তাই শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জি ভাইয়া, আমারো গত দুই দিন ধরে স্টিম প্রো এপ্স দিয়েও পোস্ট করতে অসুবিধা হচ্ছিলো। মানে পোস্ট হচ্ছিলো না।
আর আপনি ঠিক কথাই বলেছেন। কাগজে কলমে শিক্ষিত মানুষ অনেক হচ্ছে তবে প্রকৃতভাবে মানবিক শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা হ্রাস পেতে পেতে প্রায় শূন্যেরই কাছাকাছি বর্তমানে। শুধু সার্টিফিকেট লাভের আশায়ই সবাই প্রতিযোগিতায় নেমেছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45