উপস্থিত বুদ্ধি। (10% beneficiary to shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৭ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে উপস্থিত বুদ্ধি বিষয়ক কিছু আলোচনা শেয়ার করব।




pixel-cells-3976295_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

প্রতিবারের মত আমি আজও ভিন্ন একটি টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ অন্যবারের মতো কিন্তু কোন উপদেশ মূলক বাক্য নিয়ে আসিনি। আজ কিছুটা ভিন্ন ধর্মী অথচ সাধারন যেটি আমাদের জীবনের জন্য উপকারী একটি বিষয় তা নিয়ে আলোচনা করছি। আমার যে কোন টপিক নিয়ে আলোচনার জন্য টপিকটি আমার অনেক আগে থেকেই নির্ধারণ করা থাকে। কিন্তু আজকের এই টপিকটি পূর্ব থেকে নির্ধারণ করা কোন টপিক নয় বরং হঠাৎ করে আজ আমার মাথায় চলে এসেছে টপিকটি। যা যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু বা টপিকটি হচ্ছে উপস্থিত বুদ্ধি। তো আর কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করি।


প্রথমেই জেনে নিই উপস্থিত বুদ্ধি কি? এটিকে যদি আমি আমার মন মত করে বিশ্লেষণ করি তবে, উপস্থিত বুদ্ধি হচ্ছে খুব অল্প সময়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি উপায় বা বুদ্ধি বের করা। এছাড়াও মাথায় হঠাৎ করে কোন আইডিয়া বা বুদ্ধি চলে আসা ও ধরনের উপস্থিত বুদ্ধি।


মাঝে মাঝে আমরা এমন সব পরিস্থিতির শিকার হয় যেখানে ভাবার সময় টুকু পর্যন্ত থাকে না। আর এইসব বিব্রতকর পরিস্থিতির সমস্যা সমাধান অথবা মোকাবেলা করতে হলে অবশ্যই উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। উপস্থিত বুদ্ধির মাধ্যমে যে কোনো বিব্রতকর পরিস্থিতি থেকে পাশ কাটিয়ে আসতে পারা যাই। এখানে উপস্থিত বুদ্ধি আমাদের জীবনে যে শুধুমাত্র বিব্রতকর পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করে তা নই। বরং এই উপস্থিত বুদ্ধির মাধ্যমে জীবনে অনেক বড় বড় সুযোগ তৈরি হয়। কেননা জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে অনেক সুযোগ তৈরি হয়। উপস্থিত বুদ্ধিটাও আমাদের জন্য ওরকম অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।


question-2519654_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।


আমরা সাধারণত যে কোন কাজের জন্য অনেক সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করি অর্থাৎ কাজটি কিভাবে সহজ করা যায়, কিভাবে কাজটিতে সফল হওয়া যায়, এর পর একটি সিদ্ধান্ত গ্রহণ করি। আর এর ফলে যদিও কাজটিতে সফল হওয়া যায়। কিন্তু বেশিরভাগ কাজগুলোতে এত ভাবনা-চিন্তা সময় বা সুযোগ পাওয়া যায় না। আর ওই সময়টাতে এ উপস্থিত বুদ্ধি অনেক কাজে আসে। উপস্থিত বুদ্ধির মাধ্যমে অনেক সময় খুব জটিল পরিস্থিতি সুন্দর করে ম্যানেজ করা যায়। আমি নিজেও অনেক সময় এই সব বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আর এই সব পরিস্থিতির থেকে পার পেয়েছি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে। উপস্থিত বুদ্ধির মাধ্যমে আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারি। কেননা আমাদের জীবনের সব সময় সুযোগ থাকেনা। আর যে সুযোগ আছে সেটিকে ঠিকমতো কাজে লাগাতে না পারলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই বলছি উপস্থিত বুদ্ধির মাধ্যমে সুযোগের সদ্ব্যবহার করা যায়।


আপনি বাজারে গেলেন ৫০০ টাকা নিয়ে কিন্তু আপনি দেখলেন আপনার সব প্রয়োজনীয় জিনিস কিনতে ৬০০ টাকার মত লাগবে। এখন আপনি আপনার সব প্রয়োজনীয় জিনিস কিভাবে ৫০০ টাকার মধ্যে ক্রয় করবেন। সেটিকে করার জন্য আপনাকে অবশ্যই উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। আর এই ভাবে কোন সময় যে কোন পরিস্থিতির সমুখে হতে হবে তা কেউ বলতে পারবে না। আর এই সব পরিস্থিতির থেকে নিস্তার পেতে এই উপস্থিত বুদ্ধি কাজ করবে।


#### তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি তো দিন দিন আমাদের টিচার হয়ে যাচ্ছেন।😜
কারণ প্রতিদিন এতো দারুণ দারুণ ব্যাপার নিয়ে লেখালেখি করছেন যা পড়ে খুব ভালো লাগছে কারণ এসব টপিক সম্পর্কে আমাদের সবার ই একটু লেখাপড়া তো করাই উচিত।
আচ্ছা ভাইয়া এখন কি ভাইয়া ডাকবো নাকি স্যার?😜
একটু মজা করলাম, আশা করি রাগ করবেন না।
আসলেই উপস্থিত বুদ্ধি আমাদের সবারই থাকা উচিত না হলে খুব বিপদে পড়তে হয়।

 3 years ago 

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপস্থিত বুদ্ধি থাকা খুবই গুরুত্বপূর্ণ।কিন্তু উপস্থিত বুদ্ধির জন্য যদি ও আমাদের হাতে সময় খুবই স্বল্প থাকে তবু ও একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।কারণ উপস্থিত বুদ্ধি দ্বারা ভালোর পাশাপাশি কোনো কোনো সময় সমস্যার মুখে ও পড়তে হয়।বিষয়টি নিয়ে অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন।ধন্যবাদ ভাইয়া।

উপস্তিত বুদ্ধিমান লোকজন সবসময় অসাধারণ প্রতিভার অধিকারি হয়ে থাকে। তাদের চিন্তা চেতনাই ভিন্নধর্মী হয়ে থাকে। আপনার গল্প লিখা অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

উপস্থিত বুদ্ধির মাধ্যমে অনেক সময় খুব জটিল পরিস্থিতি সুন্দর করে ম্যানেজ করা যায়। আমি নিজেও অনেক সময় এই সব বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আর এই সব পরিস্থিতির থেকে পার পেয়েছি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে।

একদম খাটি কথা। কিন্তু মাথা সবসময় ভালভাবে কাজ করে না অনেক পরিস্থিতিতে। তবে অনেক সময় আমরা খুব ভাল উপস্থিত বুদ্ধির কারনে অনেক সুফল পাই।

 3 years ago 

ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে সব সময় নতুন কিছু সম্পর্কে শিক্ষা অর্জন করি। জীবনকে সহজ ভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সব সময়ই ধৈর্য ধারণ করে উপস্থিত বুদ্ধি নিয়ে চলা উচিত। জীবনে উপস্থিত বুদ্ধিকে কাজে না লাগালে বিভিন্ন পদক্ষেপ বিপদের সম্মুখীন হতে হয়। আর আমাদের দৈনন্দিন সমস্যা গুলোকে সহজেই সমাধান করার জন্য সব সময় উপস্থিত বুদ্ধি কাজে লাগানো উচিত।

 3 years ago 

খুবই সুন্দর কিছু কথা আজ আমাদের সাথে শেয়ার করছেন। উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো সময় আমাদের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।

 3 years ago 

আসলেই উপস্থিত বুদ্ধি একটি বড় গুণের অধিকারী হওয়া এই বুদ্ধি থাকলে আমরা যেকোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি
যেকোন সমস্যার সমাধান করা যায়।সাময়িক ভাবে হলেও♥চমৎকার একটি টপিক নিয়ে এসেছেন আমাদের মাঝে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি প্রসঙ্গ আলোচনা করেছেন ভাইজান, অনেক ভালো লাগলো পোস্টটি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43