আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমষ্কার।
কেমন আছেন সবাই।আসাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।
আমার আজকের ব্লগটি হল লক্ষী পূজা নিয়ে।
তো শুরু করা যাক।
লক্ষী পূজা হল বাঙ্গালীর অন্যতম একটি উৎসব।এই পূজা প্রতিটি ঘরেই হয়ে থাকে।দূর্গা পূজার ঠিক সাতদিন পর লক্ষী পূজা হয়। এই পূজা কোজাগরী লক্ষী পূজা নামে ক্ষেত।কোজাগরী কথার অর্থ হল কে জাগরে অর্থাৎ এই পূজার দিন রাত জাগতে হয়।পূর্ণিমা আরাম্ভ হলে এই পূজার সূচনা হয়।
20221009_204542.jpg
অনেকেই ব্রাম্মণ দিয়ে পূজা করান। আবার অনেকে নিজেই পূজা করেন। আমিও বাড়িতে এই পূজার আয়োজন করেছি।ব্রাম্মণ আনিনি নিজেই পাঁচালী পরে এই পূজা সম্পূর্ণ করেছি।আমার ঘরের লক্ষী প্রতিমাটি পিতলের।তাকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়েছি।তারপর ঘট পেতে তাতে আমের পল্লব, পান,কলা,ফুল দিয়েছি।তারপর পাঁচ রকম ফল,মিস্টি,খই,মুড়কি খেজুর দিয়েছি।একটি থালায় পাঁচটি নৈবিদ্য দিয়েছি।
20221009_204614.jpg
নাড়ু,খিচুড়িভোগ দিয়েছি।সুন্দর করে আলপনা দিয়েছি।ধূপ,প্রদীপ জালিয়ে আরতি করেছি।
সর্বশেষে প্রসাদ বিতরন করে পূজা সম্পন্ন করেছি।সবার পূজো ভালো কাটুক।
Screenshot_20221009-174846_YouTube.jpg

IMG-20221017-WA0004.jpg

Sort:  
 2 years ago 

দিদি আপনার করা প্রতিটি পোস্টে বেনেফিশিয়ারি দিতে হবে, বেনিফিশিয়ারি দেয়া ছাড়া কোন পোস্ট কিউরেশনে যাবে না। abb-school কে ৫% এবং shy- fox কে ১০% বেনেফিশিয়ারি দিতে হবে।
কিভাবে বেনেফিশিয়ারি দিবেন নিচের লিংক ফলো করুন। 👇

https://steemit.com/hive-129948/@hafizullah/or-or-how-to-add-beneficiary-or-or-amarbanglablog-tutorial

 2 years ago 

দিদি আপনারা আলপনা আঁকা খুব সুন্দর হয়েছে। আমি অনেকদিন পর এ ধরনের আলপনা আঁকা দেখছি। গ্রামে থাকতে দেখেছি দিলা, মামি ও আদরের মামাতো ছোট বোন আলপনা দেতো।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 64781.14
ETH 3119.00
USDT 1.00
SBD 2.53