রূই মাছ দিয়ে লাউ, আলু ও টমেটো মিশ্রিত সবজি রান্না বাই @moarif 10% beneficial shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

20220405_220731.jpg

হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি।

20220405_220327.jpg

তো বরাবরের মত আজকেও আমি আপনাদের মাঝে একটি অতি অসাধারণ বা অপরিচিত এবং খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করার চেষ্টা করবো আর সেটা হচ্ছে মিষ্টি কুঁমড়ার সাথে আলু ও টমেটো মিশ্রিত রূই মাছ দিয়ে রান্না করে খাওয়ার রেসিপি।

মাছ ও সবজি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটাই মুশকিল।তো আমরা সকলেই কম বেশি বিভিন্ন ধরণের সবজি খেয়ে থাকি।সাধারণত আমরা যে কোন সবজিকে মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি।আজ আমি আপনাদের মাঝে অন্যরকম একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করবো।মূল কথা হচ্ছে যে যেভাবে খেতে পছন্দ করে তো আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের সবজি রান্নার রেসিপি শেয়ার করবো।আর সেটি হচ্ছে লাউর সাথে আলু ও টমেটো রূই মাছ দিয়ে ভিন্ন ধরণের সবজি রান্নার রেসিপি।

তো আমার আজকের এই ভিন্ন ধরণের সবজি রান্না করতে গিয়ে যেসব উপাদান ও মসলাজাতীয় জিনিসপত্রাদির প্রয়োজন হয়েছিল তা নিম্মে তুলে ধরা হল:

20220405_224150.jpg

20220405_195017.jpg

20220405_195342.jpg

উপকরণপরিমাণ
লাউ১ টা
রূই মাছ৯ রুকরো
টমেটো৩ টা
রসুন কুঁচি৩টা
পেঁয়াজ কুচি৮টা
জিরা গুড়া মসলাপরিমাণমত
ধনিয়াপাতাপরিমাণমত
কাঁচা মরিচ৬টা
হলুদের গুড়াপরিমাণত
এলাচ৫টা
সোয়াবিন তেল১৫০ গ্রাম
মরিচের গুড়াপরিমাণমত ও
লবণপরিমাণমত

উপরিউক্ত উপাদানগুলো নিশ্চিত করে আমি লাউর সাথে আলু,টমেটো ও লেয়ার রূই মাছ দিয়ে সবজি রেসিপি রান্নার দিকে এগুতে লাগলাম।

20220405_195111.jpg

প্রথমত, আমি একটা পাতিলে লাউকে কেঁটে নিলাম ।তাঁরপর এই লাউকে কেঁটে টুকরো টুকরো করে একটা বোল এর ভিতরে রাখলাম।সাথে করে আলু ও কেঁটে একটা পাতিলে রাখলাম।আর আরেকটা পেলেটে টমেটো ও কেঁটে রাখলাম।তারপর এই সবগুলারে ভালো করে ধুঁয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম।

20220405_195415.jpg

দ্বিতীয়ত: এরপর একটি বাটিতে রূই মাছ কেঁটে ও ধুঁয়ো একটা বাটিতে রাখলাম।

20220405_195439.jpg

20220405_223932.jpg

20220405_223906.jpg

20220405_223854.jpg

20220405_223833.jpg

20220405_223818.jpg

20220405_223818.jpg

20220405_223801.jpg

20220405_223746.jpg

20220405_223731.jpg

তৃতীয়ত: চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম সাথে করে এই কড়াইতে আগুনের দিয়ে তাপ দিতে লাগলাম।কিছুক্ষণ কড়াইকে তাপ দিয়ে শুকানোর পর কড়াইর ভিতরে তেল ঢেলে দিলাম।তেল দেয়ার পর যখন দেখলাম তেল গরম হয়ে গেছে তখন এর মাঝে ধীরে ধীরে পেঁয়াজের কুঁচি, রসুনের কুঁচি, কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিলাম।তাঁরপর এইগুলারে তেলের ভিতরে ভালো করে নাড়াচড়া করে নিলাম।আর যখন দেখলাম এই উপাদানগুলো বা মসলাজাতীয় উপাদানগুলো লালচে দেখাচ্ছিলো তখন এর মাঝে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে কসাই করে নিলাম।

20220405_223539.jpg

20220405_223700.jpg

20220405_223645.jpg

চতুর্থ: মাছগুলারে কসানোর পর কড়াই থেকে তুলো নিয়ে আবার একটা বাটিতে নিয়ে রাখলাম।তাঁরপরে আস্তে আস্তে আলুর ও টুকরোগুলো দিয়ে দিলাম।তাঁরপরে কড়াইর ভিতরে সবগুলারে ভালো করে মসলার ভিতরে নাড়াচড়া করে নিলাম যাতে করে সব মসলাজাতীয় উপাদান সবগুলাতে মিশে যায়।

20220405_223630.jpg

20220405_223606.jpg

20220405_220703.jpg

20220405_220627.jpg

20220405_223459.jpg

পঞ্চম: যখন দেখলাম আলু গুলা একটু নরম হয়ে এলো তখন লাউর টুকরোগুলো কাড়াই তে আস্তে আস্তে দিয়ে দিলাম।তাঁরপরে সবগুলারে ভালো করে নাড়াচড়া করার পর এইবার একটু ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য।

20220405_220611.jpg

20220405_220555.jpg

20220405_220506.jpg

ষষ্ঠতম: আবার একটু নাড়াচড়া করে নিলাম।নাড়াচড়া করার পর এইবার একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য তাপ দিতে লাগলাম।সর্বশেষ ঢাকনা খুলে দেখি পুরোপুরিভাবে হয়ে গেছে আমার লাউর সাথে আলু ও টমেটোর সাথে রূই মাছ দিয়ে দিয়ে ভিন্ন ধরণের সবজি রান্নার রেসিপি।

20220405_220520.jpg

20220405_220415.jpg

সপ্তম: যখন দেখলাম মোটামুটি আমার লাউর সাথে আলু ও টমেটো হয়ে আসলো তখন রূই মাছের টুকরোগুলো এইবার সবজির ভিতরে দিয়ে দিলাম।

ধনিয়াপাতার কুঁচি দিয়ে রান্নার ইতি টানলাম।

20220405_220731.jpg

ব্যাচ এইভাবে হয়ে গেল এভাবে আমার লাউর, আলু ও টমেটোর সাথে রূই মাছ মিশ্রিত ভিন্ন সবজির রেসিপি।

@moarif

Sort:  
 2 years ago 

এই প্রথম আমি এমন একটি রূই মাছ দিয়ে লাউ, আলু ও টমেটো মিশ্রিত সবজির রেসিপি দেখলাম দেখে জিভে জল এসে গেল আমার আর তাই আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রুই মাছ দিয়ে লাউ রান্না করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেকদিন হলো রুই মাছ খাওয়া হয় না। আমি রুই মাছ থেকে কাতল মাছ বেশি পছন্দ করি। তবে আপনার রান্নাটা দেখে মনে হচ্ছে খেতে খুবই ভাল হয়েছে। আপনার রান্না দেখে এখন রুই মাছ খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে রূই মাছটা একেবারেই জীবত ক্রয় করে এনেছিলাম কারওয়ান বাজার থেকে।আজ লাউ দিয়ে রান্না করবো বলে।তবে আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

রুই মাছ হলো আমার পছন্দের একটা মাছ। অন্যদিকে লাউ আমার অনেক পছন্দের। তবে লাউ ও রুই মাছ কখনো একসাথে রান্না করে খাই নি। এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যেন দেখে খেতে ইচ্ছে করতেছে। অনেক লোভনীয় দেখাচ্ছে আপনার রেসিপিটি। আর উপস্থাপনা অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

ভালোই সুস্বাদু হয়েছিলো, তাছাড়া আমি গরম ভাত দিয়ে খেয়েছিলাম মোটামুটি ভালো ভাতই ভোজন করতে পেরেছি।

 2 years ago 

আপনি খুব চমৎকার করে রুই মাছ দিয়ে লাউ আলু ও টমেটো সবজি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো আর রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। তাছাড়া আপনি রেসিপির সবগুলো ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পোষ্টের পিছনে আপনার গুরূত্বপূর্ণ সময় ব্যয় করে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপি টি অনেক ভালো লাগলো। রেসিপি তৈরি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

কৃতঙ্গতা ঙ্গাপন করছি।

 2 years ago 

রুই মাছের সাথে সাধের লাউ বেশ চমৎকার। যদিও কখনো খাওয়া হয়নি তবে মনে হচ্ছে এতে বেশ মজাই হবে। আর আপনার উপস্থাপনা সত্যিই চমৎকার ছিল। শুভেচ্ছা রইলো এগিয়ে যেতে।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্য রাখার জন্য।

 2 years ago 

লাউ আলু ও টমেটো দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন ।যেটা খেতে অনেক লোভনীয় হবে' এই ধরনের রেসিপি খেতে আমি খুবই পছন্দ করি। আমার কাছে অনেক ভালো লাগলো আজকের রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চির কৃতঙ্গতা প্রকাশ করছি।

 2 years ago 

ভাই খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। কালারটা দুর্দান্ত হয়েছে ভাই দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চির কৃতঙ্গ আপনার প্রতি।

 2 years ago 

মাছের মধ্যে রুই মাছ খুবই মজার মাছ। আমার কাছে আগে থেকেই রুই মাছ অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে অনেক আকর্ষনীয় লাগছে। লাউ দিয়ে রুই মাছ আসলেই অনেক মজা।

 2 years ago 

জ্বি অনেক সুস্বাদ হয়েছিলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59466.22
ETH 2616.54
USDT 1.00
SBD 2.44