ফুটবল খেলার মাঠ তৈরির পূর্ব প্রস্তুতি বাই @moarif 10% beneficial shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

20220502_111924.jpg

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আপনাদের দোয়া আমি ও ভালো আছি।তো আগামিকাল আমাদের পবিত্র ঈদ-উল ফিতর, তাই একটু কাজ নিয়ে ব্যস্ত আছি।বিশেষ করে পারিবারিক কাজগুলো ঘোচাচ্ছি।ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ঈদ মানে একজনের সাথে অন্যজনের সাথে খোশআমদেদ।

তো আজকে ও আমি আপনাদের জন্য ব্যতিক্রম কিছু নিয়ে আসার চেষ্টা করেছি।সেটি হচ্ছে ফুটবল খেলার মাঠ তৈরি করার প্রস্তুতি।

তো প্রত্যেক বছর ঈদের দিন আমরা আমাদের নিজ সমাজের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।সেই হিসাবে আমরা আজকে খেলার মাঠ তৈরি করতেছি।

20220502_115555.jpg

খেলার আয়োজনকে লক্ষ্য করে আমরা আমাদের সমাজের প্রত্যেক বৃত্তশালী লোকদের কাছ থেকে আর্থিক কিছু সহযোগিতা নিয়ে থাকি।আর আমাদের বিশেষ অতিথিদের কিছু পুরষ্কার দিয়ে থাকি।এবং সাথে করে কিছু খাওয়া দাওয়ার ও আয়োজন করে থাকি।সেই হিসাবে একটু টাকা বেশি কালেকশন করে থাকি।

20220502_115117.jpg

20220502_111814.jpg

এইদিকে ছেলেরা গোলকিপারের বক্স তৈরি করতেছে।তাঁরা সঠিক মাফ নিয়ে গোলকিপার বানাচ্ছে।

20220502_111810.jpg

এইদিকের ছেলেরা পুরো মাঠকে ফিতা দিয়ে সমান করছে

20220502_111832.jpg

এইদিকে মাঠের কোণায় মাফ দেয়া হচ্ছে।

20220502_111814.jpg

এইদিকে দুইজনে মাফ দড়ি টেনে দরছে আর অন্য একজনে মাটি কেঁটে দাগ দিচ্ছে।

20220502_112249.jpg

DeviceLocationPhotographer
Samsung Galaxy M20Senbagh, NoakhaliMyself

@moarif

Sort:  
 2 years ago 

মনে পড়ে গেল শিশু বাগানের সেই ফুটবল খেলার কথা গুলো। আসলেই ফুটবল খেলাটা খুবই জনপ্রিয় আমাদের দেশে। আমরা ছোট থেকেই খেলে আসছি। যখন জানতাম দাগ কেটে খেলতে হয় তখন থেকে দাগ কাটা শুরু করছি। আর যখন জানতাম না তখন তো ফাঁকা মাঠে গুটিয়ে নিয়ে বেড়াতাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার অতীত শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমে আপনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

আমি বিভিন্ন জায়গায় দেখেছি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় তার মধ্যে ফুটবল খেলাটি অধিক আয়োজন করা হয়। খেলা স্বল্পসময়ের হাওয়াই অধিক আনন্দদায়ক। আশা করছি আগামী ঈদের দিন আপনারা দারুন একটি সময় উপভোগ করবেন। খেলার মাঠ প্রস্তুতির বিষয়গুলি আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক কৃতঙ্গতা প্রকাশ করছি আপনার প্রতি।

 2 years ago 

প্রথমে আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। প্রিয়জনদের সাথে খুব সুন্দর ঈদ আনন্দ উপভোগ করুন এই আশাবাদ ব্যক্ত করছি।

আপনার ফুটবল খেলার মাঠ তৈরির প্রস্তুতি দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলেই এই খেলার আয়োজন হচ্ছে আমাদের সকলের একতা শক্ত বা দূঢ় করার জন্য।

 2 years ago 

গ্রামে এরকম খেলাধুলার আয়োজন করলে অনেক মজা হয়। ফুটবল মানেই মজার একটা খেলা। আর বিশেষ করে যখন এটা গ্রামে আয়োজন করা হয় তার আনন্দ একটু বেশি হয়। ভালো লাগলো ভাই খুব আপনি সুন্দর করে ফুটবল মাঠের আয়োজন করেছেন। আর এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনার এই পোস্ট দেখে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ছে যদিও এখন তেমন একটা খেলাধুলা করি না কিন্তু যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন সকলে মিলে একত্রে মাঠ প্রস্তুত করতাম। সকলে মিলে একত্রে মাঠ প্রস্তুত করার মজাই আলাদা সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করা যায় সকলের সঙ্গে। মাঠ প্রস্তুতের সেই মাঠে একই দিনে খেলার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে অতীত মনে করিয়ে দেওয়ার জন্য

 2 years ago 

আমি স্বার্থকতা খুঁজে পেলাম আপনার সোনালি অতীতকে স্মরণ করিয়ে।

 2 years ago 

খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন ভাই। আসলে আমাদের খেলাধুলায় সময় দেওয়া উচিত। কারণ খেলাধুলা মন শরীর দুটোকেই ভালো রাখে। আপনার সাফল্য কামনা করছি ভাইজান।

 2 years ago 

আপনার জন্য ও রইল শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30