বসন্তের রৌদ্রতেজের মধ্যে থেকে প্রকৃতির নেয়া ফটোগ্রাফি [বাই @moari]

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো, আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের পরিবারের সকল সদস্যবৃন্দ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।

আজকে ও আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি নিয়ে আসলাম প্রাকৃতিক পরিবেশের

IMG-20220219-WA0015.jpg

IMG-20220219-WA0003.jpg

IMG-20220219-WA0014.jpg

আজ বসন্তের ঋতুর ৬ দিন চলমান।বাহিরে প্রচন্ড রৌদ্রতেজ তাতে কি প্রকৃতি তাঁর সৌন্দর্যরূপ ঢেলে দিয়েছে অপরূপভাবে, আর বসন্তেরকোকিল ঠিক শিমুল গাছের উপর থেকে মিষ্টি সুরে ডাকছে আর অন্য দিকে কৃষক তাঁর জমিতে রোপনকৃত ধানের চাষাবাদ নিয়ে ব্যস্ত এমন প্রখরদিনে প্রকৃতির দৃশ্যপট যে কারও চোখে পড়ার মত তাই রাস্তার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার পাশ্ববর্তী ইউনিয়নে, হেঁটে যাওয়ার পথে এই দৃশ্যবলী চোখে ধরা পড়ল তাই ক্যামরা বন্দি করতে ভুলি নাই।

IMG-20220219-WA0010.jpg

IMG-20220219-WA0006.jpg

প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল।যে কেউ প্রাকৃতিক পরিবেশের ভিতরে নিজেকে আলিঙ্গন করে নিতে দ্বিধাবোধ করে না।বিশেষ করে যাঁরা প্রকৃতি প্রেমী মানুষ ঠিক আমি যেমনটি করে থাকি।আমি নিজেও প্রকৃতি প্রেমী মানুষ তাই নিজেকে প্রকৃতির ভিতরে হারিয়ে যেতে কুণ্ঠাবোধ করিনা।তাই আজ প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির।

IMG-20220219-WA0016.jpg

ডিভাইস: স্যামসাং এম টুয়ান্টি
লোকেশন: নোয়াখালী, সেনবাগ ২নং কেশারপাড় ইউনিয়ন

Sort:  
 2 years ago 

গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য গুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার প্রত্যেকটি ছবি। এত অসাধারন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনাদের।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বাহ ভাইয়া আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি অনেক দক্ষতার সহকারে ফটোগ্রাফি গুলোকে আপনার মুঠোফোনের মাধ্যমে আবদ্ধ করেছেন । সুন্দর ফটোগ্রাফি করার পাশাপাশি বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনার ছবি গুলো অসাধারন হয়েছে ভাই। আমার কাছে প্রতিটি ছবি অনেক অনেক ভালো লেগেছে। খুব পাকা হাতে ছবি গুলো তুলেছেন বুঝাই যাচ্ছে। গ্রামে না থাকায় এই রকম ছবি গুলো আর দেখিনা এখন। অবশ্য গ্রামে গেলেও যে দেখা যায় এমনটাও না। দাদা বাড়ি এখন শহরে হওয়ায় আর এসব দেখা হয়না।

 2 years ago 

জ্বি আপনি একদম ঠিক বলছেন এখন প্রায় গ্রামই শহরে পরিণিত হয়ে গেছে তাই এখন আর খুজে পাওয়া যায় না

 2 years ago 

কথায় আছে ঋতুরাজ বসন্ত এই ঋতুতে প্রকৃতির রূপ সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। আপনার ফটোগ্রাফিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের সবুজ শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফিতে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি যথাযর্থ'ই বলেছেন অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার ফটোগ্রাফি করার মুহূর্তের সময় রুদ্র দেখছি খুবই কঠোর ছিল অর্থাৎ চারিদিকে শুধু রোদ দেখা যাচ্ছে তার সাথে রয়েছে প্রকৃতির অদম্য সৌন্দর্য যার মধ্যে যে কেউ হারিয়ে যেতে ইচ্ছুক। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুবই চমৎকার ছিল বিশেষ করে প্রত্যেকটা ফটোগ্রাফি স্পষ্ট হয়েছে ।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার তোলা গ্রাম বাংলার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। কৃষক মাঠে ফসল ফলাচ্ছে তা দেখতে অনেক ভালো লাগতেছে। যদি আপনি ছবির পাশে ক্যামেরার নাম ও লোকেশন দিতেন তাহলে সেগুলো দেখতে আর ভাল লাগত। যাইহোক আপনার সাথে ছবি তুলেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

বসন্তের প্রকৃতি আপনার ছবিগুলোতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তবে ছবি গুলো ভিন্ন-ভিন্ন জায়গার হলে আরও বেশি ভালো লাগতো। ছবি গুলোর বিবরণও আরেকটু বড় করা লাগতো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের দারুন কিছু ছবি তুলেছেন আপনি। সেইসঙ্গে বর্ণনাও ছিল চমৎকার। বসন্ত এমনিতেই সকলের প্রিয় ঋতু। গাছে গাছে যেমন থাকে ফুলের সমারোহ তেমনি না থাকে গরম না শীত। তবে আপনার পোস্টের সাইজ মনে হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে।! শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44