পুরো ইউনিয়নব্যাপী একসাথে ইফতার পার্টি বাই @moarif 10% beneficial shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

20220430_180801.jpg

হ্যালো আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? সবার সুস্থতা কামনা করছি এবং সাথে করে সবাই যেন সুস্থ থাকে সেটার আর্শীবাদ করছি।আমরা রমযানের শেষ পর্যায়ে আছি।দুই একদিন পর মুসলিম উম্মাহ তাঁদের শ্রেষ্ঠ উৎসব পালন করবে পবিএ ঈদ-উল ফিতর।

তো যেহেতু রমযান মাস শেষ পর্যায়ে এসে গেছে সেহেতু আমরা আমাদের পুরো ইউনিয়নব্যাপি আজকে ইফতারি পার্টি আয়োজন করিয়াছি।তো আজ আমি আপনাদের সবাইকে আমার ইউনিয়নব্যাপী ইফতারি যে পার্টি আয়োজন করিয়াছি সেই সম্পর্কে কিছু বলার শেষ্ঠা করবো।

এটি হচ্ছে আমার শৈশবকালের হাই স্কুল এখানে আমি আমার মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট পাশ করিয়াছি।তো আজ আমাদের ইফতারি ও আজ সেখানে যেখানে আমার শৈশবকালে স্মৃতিজড়িত স্কুলে।

তো আমরা প্রায় দুই হাজার মানুষের জন্য ইফতারি আয়োজন করেছি।আমরা সুন্দর করে প্যান্ডেল করে মানুষদেরকে বসার স্থান করে দিয়েছি।

বয়স্ক, সাবালক ও ছোটছোট ছেলে মেয়েদেরকে ও আমার স্টেজ এ বসার স্থান করে দিয়েছি।

এইদিকে স্টেজ সাজানোর কাজ চলিতেছে।

20220430_162939.jpg

20220430_162806.jpg

20220430_162733.jpg

20220430_162715.jpg

এইদিকে গাজল ও কোরআন তিলাওয়াতে সাউন্ড বক্সে বাজানো হচ্ছে।

20220430_162828.jpg

এইদিকে সবাই ইফতারি প্যাকেট করছে।ইফতারিতে আইটেম ছিলো একটা আপেল, দুইটা খেজুর, দুইটা আলুর চপ ও দুইটা পিঁয়াজু।

20220430_165002.jpg

এইদিকের মানুষগুলা বিরিয়ানি প্যাকেট করছেন।এরা হচ্ছে বলেনটিয়ার কর্মী।আর বিরিয়ানি তৈরি করা হয়েছে মহিষের মাংস দিয়ে।

20220430_165726.jpg

20220430_165157.jpg

20220430_164926.jpg

এখানে এক নজরে পুরো রান্না বান্নার স্টেজ এর দৃশ্যবলীর চিত্র্যপট।

20220430_165845.jpg

20220430_165037.jpg

যখন ইফতারি ও বিরিয়ানি প্যাকেট করা শেষ হয়ে গেছে।তখন ভ্যানগাড়ি করে এইগুলো প্যান্ডেল এর ভিতরে নেয়া হচ্ছে।

20220430_170414.jpg

20220430_170320.jpg

ওনারা হচ্ছেন আমাদের ইফতার পার্টির বিশেষ আমন্ত্রিত মেহমান।এক একজন উপজেলার বড় দায়িত্বে কর্মরত আছেন।

20220430_182242.jpg

20220430_180835.jpg

20220430_180813.jpg

অবশেষে আমরা সবার মাঝে ইফতারি বিতরণ করি আর সবাইকে ইফতারির প্যাকেট ও বিরিয়ানির প্যাকেট সাথে ৫০০ গ্রাম একটা পানির বোতল দিয়ে দেই।যতক্ষণ না পর্যন্ত আযান দিচ্ছে সবাই অপেক্ষা করছিলেন আজান হলে ইফতারি শুরূ করবে।

20220430_180801.jpg

20220430_180753.jpg

20220430_180743.jpg

অবশেষে আমি আমার বিশেষ মেহমানদের সাথে কিছু ছবিতে আবদ্ধ হয়।পরে নামায আদায় করে আমরা অনুষ্ঠানের ইতি টানি।

20220430_182603.jpg

20220430_182242.jpg

20220430_180832.jpg

20220430_180813.jpg

20220430_180653.jpg

@moarif

Sort:  
 2 years ago 

অনেক বড় করে ইফতারের আয়োজন সম্পন্ন করেছেন ভাই।আমাদের এলাকায় অবশ্য এত বড় ইফতার মাহফিল হয় না।নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম।শুভেচ্ছা রইল ভাই।

 2 years ago 

অনেক অনেক কৃতঙ্গতা প্রকাশ করছি আপনার প্রতি।

 2 years ago 

ভাই আমিও কখনো এতো বড় ইফতার পার্টির আয়োজন দেখিনি। একটা ইউনিয়নের সমস্ত লোক একসাথে ইফতার পার্টি করে এরকম আয়োজন শুধুমাত্র আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। খুবই ভালো লাগলো এরকম একটি আয়োজন দেখতে পেয়ে। সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়েছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে এত সুন্দর একটি আয়োজন তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এত বড় ইফতারি পার্টি আমি আমার জীবনে কখনো দেখেনি বা শুনিনি ভাই, ভাগ্য ভালো আপনি আজকে আমার বাংলা ব্লগের একজন সদস্য ছিলেন ভাই । নাই তো আমার আজকে জানা হতোনা। খুবই ভালো লাগলো এত সুন্দর ইফতারি পার্টি দেখে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,
আমাদেরকে দুই বিত্তশালী ডোনেট করেছিলেন দুই লাখ টাকা।

 2 years ago 

এতো বিশাল একটা আয়োজন পুরো ইউনিয়ন ব্যাপী এরকম ইফতারের আয়োজন করা অনেক কঠিন কাজ। একসঙ্গে দুই হাজার লোকের ইফতারের আয়োজন করা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। যেহেতু ইফতার একটা নির্দিষ্ট সময়ে করা হয় তাই এতগুলো লোকের ভিড়ে সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সব আয়োজন করা এত সহজ হয় না। আপনারা অনেক পরিকল্পিতভাবে ইফতারের আয়োজনটি সম্পন্ন করতে পেরেছেন দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার যথাযথ ভালো মূল্যায়নকে জানাই সাধুবাদ।

 2 years ago 

অনেক বড় করে ইফতার পার্টির আয়োজন করেছেন দেখছি ভাইয়া। এইরকম ইফতার মাহফিলে সকলে একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। খুবই ভালোভাবে আয়োজন শেষ করেছেন মনে হচ্ছে। আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কৃতঙ্গতা প্রকাশ করছি।

 2 years ago 

ভাই আজকে তো আপনি খুবই চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন। ইউনিয়ন ব্যাপী ইফতার মাহফিল বাহ অনেক মানুষের জমজমাট মনে হচ্ছে।
এত মানুষ একসাথে বসে ইফতার করার অন্যরকম একটা মজা আছে যেটা আপনি বুঝতে পেরেছেন। এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই রকম ইফতার পার্টিতে অনেক বেশি মজা হয় দুই দিন আগে আমাদের এই দিকে বি এন পির ইফতার পার্টি ছিলো খুবই জমজমাট পরিবেশ ছিলোম যদিও আমি সেখানে যাই নাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66197.45
ETH 3522.75
USDT 1.00
SBD 3.14