জবা ফুল নিয়ে মাইক্রো ফটোগ্রাফি সাই-ফক্স ১০% বেনিফেসিয়াল।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20220517-WA0004.jpg

হ্যালো,

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দগণ আপনারা সবাই কেমন আছেন।আশা করছি ভালো আছেন,আর আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দ ভালো থাকুক সেটাই আমি একান্ত কাম্য করি।আপনাদের পাশাপাশি আমি ও ভালো আছি।সবার দোয়া ও আর্শীবাদে খুবই ভালো দিনকাল অতিক্রম করতেছি।

20220517_133341.jpg

আজ আপনাদের মাঝে জবা ফুলের কয়েকটা মাইক্রো ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।

IMG-20220517-WA0005.jpg

ফুল নিয়ে কিছু কথা:

তো আমরা সকলেই জানি ফুল হলো একটা পবিত্র জিনিস।এর পাশাপাশি ফুল হচ্ছে ভালেবাসার প্রতীক।ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল।আমরা সকলেই ফুলকে ভালোবেসে থাকি।তাইতো আমার সকল প্রকার অনুষ্ঠানের কাজে ফুলের সমাহার।বিয়ে বলি কোন সভা-সমাবেশ বলি বা কোন প্রকার অনুষ্ঠান যাহাই বলে থাকি ফুল ছাড়া তাহা যেন জমে উঠে না।আর সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা দিবস আসলে বুঝা যায় ফুলের মূল্য কতটুকু তখন ফুল না হলে আমাদের সবকিছুই যেন বৃথা মনে হয়।

20220517_133250.jpg

তো আজকাল আমার ক্লাইন্ট হচ্ছে সাভারে ঢাকাতে প্রায় ২০ কিলোমিটার দূরে।সেখানে আমরা একটা ডিজাব্যেলিটি পারসনস্ প্রতিষ্ঠানের কাজ আসছি বর্তমানে।তো দুপুরবেলার খাবারের জন্য আমাদেরকে অন্য অরেকটি জায়গায় যেতে হয় খাওয়ার জন্য।সাধারণত সেখানে তাঁদের ব্রেইলীর প্রশিক্ষণ সেন্টার এবং এর পাশাপাশি টিএলসির ব্যবস্থা আছে অর্থাৎ ওই জায়গায় লোকজনদেরকে খাবারের জন্য বিশাল ব্যবস্থা হয়ে থাকে।তো আমর। প্রত্যেকদিন সেখানে গিয়ে প্রতিদিন দুপুরবেলার খাওয়া খেয়ে আসি।

20220517_133400.jpg

দুপুরবেলার খাবার খেতে গিয়ে চোখে ধরা পড়ল জবা ফুল।আর এই জবা ফুল খুবই সুন্দরভাবে ফোটে আছে।আহ্!! দেখতে কি যে সুন্দর দেখাচ্ছে মন মানছে তাই জবা ফুল গাছের একটু কাছাকাছি গিয়ে কয়েকটা ফুলের ছবি তুলে নিলাম।

এই ফুলটা দেখেন তা কিভাবে ফুটো আছে একেবারে লালে লাল হয়ে টুকটুকে।আমার কাছে মনে হচ্ছে রক্ত জবা।

20220517_133830.jpg

             from@moarif
         camra📷smartphone

এটার ও একই অবস্থা এই ফুলটা একটু উঁচু তাঁরপরে ও এর বেশ ভালো একটা ছবি ধারণ করেছি।

20220517_133347.jpg

          from@moarif
        camra📷smartphone

এই ফুলটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি বাঁয়ে হাত দিয়ে দরে ডান হাত দিয়ে ছবি ধারণ করেছিলাম।

20220517_133044.jpg

          from@moarif
        camra📷smartphone

20220517_133007.jpg

20220517_133020.jpg

         from@moarif
        camra📷smartphone

20220517_132955.jpg

সর্বশেষ পুরো গাছের একটা ছবি নিয়ে জবা ফুল নিয়ে মাইক্রো ফটোগ্রাফির ইতি টানলাম।

20220517_133410.jpg

20220517_133029.jpg

DeviceLocationPhotographer
Samsung M20Savar, GendaMyself & Keya
Sort:  
 2 years ago 

জবা ফুল আমাদের সকল নিকট বেশ পরিচিত ।আপনি খুব সুন্দর ভাবে জবাফুল ফটোগ্রাফী করেছেন। এবং ফুল সম্পর্কে সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। সত্যি আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে ও জানাই অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাইয়া জবাফুলের মাইক্রো ফটোগ্রাফি টা আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে মাইক্রো ফটোগ্রাফি করা একটা কষ্টসাধ্য বিষয় তবুও আপনি এতো সুন্দর করে নিখুঁত ভাবে এগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমি খুবই আনন্দিত আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago (edited)

আপনার মন্তব্য পড়ে মনটা বড় হয়ে গেল।

 2 years ago 

ফুল আসলেই পবিত্র। আর ফুলের মত এমন সুন্দর জিনিস প্রকৃতিতে খুব বেশি নেই। বিশেষ করে জবা ফুল হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফুল। কারণ বিভিন্ন পূজা-অর্চনায় এই ফুল ব্যবহার হয়ে থাকে। দারুন কিছু ফটোগ্রাফির জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

ফুল সবারই প্রিয়। ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। জবা ফুলের মাইক্রো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। জবা ফুলের মাইক্রো ফটোগ্রাফি এর আগে কখনো এতো সুন্দর ভাবে কে উপস্থাপন করতে পারেনি। সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগায় আমাকে উৎসাহিত করে থাকে।

 2 years ago 

ফুলের আবার ম্যাক্রো ফটোগ্রাফি হয় এটা তো আজকেই জানলাম ভাই।তবে বলতে হয় ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।ভালো ক্যাপচার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুলের মাঝে অনেক গুনাগুন বিদ্যমান। তবে যাইহোক আমরা একে ফুল হিসেবেই বেশি চিনি। জবা ফুলের ছবিগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আপনার জন্য ও ভালোবাসায় অবিরাম।

 2 years ago 

জবা ফুল নিয়ে খুব সুন্দর করে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। জবা ফুল আমার কাছে বেশি ভালো লাগে।আপনার ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগছে ভাই। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু জবা ফুলের ম্যাক্রোফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক কৃতঙ্গতা আপনার প্রতি।

 2 years ago 

জবা ফুল আমার কাছে অনেক ভালোই লাগে আর জবা ফুলের সৌন্দর্য খুব কাছ থেকে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন যেটা খুবই মনে ধরেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই ম্যাক্রো ফোটোগ্রাফি আরো কাছ থেকে করতে হবে।আপনার সব কিছুই ঠিক ছিল আরো কাছ থেকে তুললে ভালো হতো ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ পরার্মশ দিয়ে সসহযোগিতা করার জন্য।

 2 years ago 

জবা ফুলের সৌন্দর্য নিয়ে আমরা অনেকেই বেশি মাথা ঘামাই না। জবা ফুল আমাদের অনেকের বাড়িতেই আছে অবহেলিত অবস্থায় হয়তো বাড়ির এক কোনে। জবা ফুলের সৌন্দর্য এত বেশি হতে পারে আপনার ফটোগ্রাফি না দেখলে বুঝতে পারতাম না। আমরা বিভিন্ন জায়গায় এই ফুল দেখি কিন্তু ভালো করে লক্ষ্য করি না। আপনি খুব চমৎকার করে জবা ফুলের ফটোগ্রাফী গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্!! আপনি বেশ ভালোই মন্তব্য করেছন তো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57483.55
ETH 3066.62
USDT 1.00
SBD 2.29