রূই মাছ দিয়ে মিষ্টিকুমড়া রান্নার রেসিপি[ বাই @moarif 10% beneficial shy-fox ]

in আমার বাংলা ব্লগ2 years ago

20220403_190654.jpg

হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি।

20220403_153835.jpg

তো বরাবরের মত আজকেও আমি আপনাদের মাঝে একটি অতি সাধারণ বা পরিচিত ও খুবই জনপ্রিয় রেসিপি শেয়ার করার চেষ্টা করবো আর সেটা হচ্ছে মিষ্টি কুঁমড়ার সাথে টমেটো মিশ্রিত রূই মাছ দিয়ে সবজি রান্না করে খাওয়ার রেসিপি।

তো সবজি খায় বা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটাই মুশকিল।তো আমরা সকলেই কম বেশি বাসায় বিভিন্ন ধরণের সবজি রান্না করে খেয়ে থাকি সেটা বিভিন্ন রকমের সবজি হতে পারে মূল কথা হচ্ছে যে যেভাবে খেতে পছন্দ করে তো আজকে আমার সবজি হচ্ছে ভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারি রান্নার রেসিপি।আর সেটি হচ্ছে মিষ্টি কুঁমড়ার সাথে টমেটো ও রূই মাছ দিয়ে ভিন্ন ধরণের সবজি রান্নার রেসিপি।

তো আমার আজকের এই ভিন্ন ধরণের সবজি রান্না করতে গিয়ে যেসব উপাদান ও মসলাজাতীয় জিনিসপত্রাদির প্রয়োজন হয়েছিল তা নিম্মে তুলে ধরা হল:

20220403_191556.jpg

20220403_191537.jpg

উপকরণপরিমাণ
মিষ্টি কুঁমড়া১ কেজি
রূই মাছ৭ টুকরো
টমেটো৩ টা
রসুন কুঁচি৩টা
পেঁয়াজ কুচি৮টা
জিরা গুড়া মসলাপরিমাণমত
ধনিয়াপাতাপরিমাণমত
কাঁচা মরিচ-৬টা
হলুদের গুড়াপরিমাণত
এলাচ৫টা
সোয়াবিন তেল১৫০ গ্রাম
মরিচের গুড়াপরিমাণমত
লবণপরিমাণমত

20220320_194530.jpg

উপরিউক্ত উপাদানগুলো নিশ্চিত করে আমি মিষ্টি কুঁমড়ার সাথে টমেটো ও রূই মাছ দিয়ে সবজি রেসিপি রান্নার দিকে এগুতে লাগলাম।

                ধাপ-১

20220403_191525.jpg

শরূতে আমি একটা পেলেটে মিষ্টি কুঁমড়া, ও টমেটো নিয়ে রাখলাম।তারপর এইগুলারে ভালো করে ধুঁয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম।

              ধাপ-২

20220403_191501.jpg

এরপর অন্য আরেকটি পেলেটে সাত টুকরো মাছ কেঁটে ও ধুঁয়ো রাখলাম।

              ধাপ-৩

20220403_191446.jpg

20220403_191431.jpg

20220320_194944.jpg

20220403_191416.jpg

20220320_195121.jpg

20220320_195143.jpg

20220403_191347.jpg

20220403_191329.jpg

চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম সাথে করে এই কড়াইতে আগুনের দিয়ে তাপ দিতে লাগলাম।কিছুক্ষণ কড়াইকে তাপ দিয়ে শুকানোর পর কড়াইর ভিতরে তেল ঢেলে দিলাম।তেল দেয়ার পর যখন দেখলাম তেল গরম হয়ে গেছে তখন এর মাঝে ধীরে ধীরে পেঁয়াজের কুঁচি, রসুনের কুঁচি, কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিলাম।তাঁরপর এইগুলারে তেলের ভিতরে ভালো করে নাড়াচড়া করে নিলাম।আর যখন দেখলাম এই উপাদানগুলো বা মসলাজাতীয় উপাদানগুলো লালচে দেখাচ্ছিলো তখন এর মাঝে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে বেজে নিলাম।

               ধাপ-৪

20220403_191259.jpg

20220403_191149.jpg

মাছ ভাজার পর একটু পানি দিয়ে দিলাম কড়াইর ভিতরে। তাঁরপরে মাছের ভাজা টুকরোগুলো নিয়ে নিলাম একটা পেলেটের ভিতরে।

              ধাপ-৫

20220403_191247.jpg

20220403_191216.jpg

20220403_191053.jpg

মাছগুলারে তুলে নেয়ার পর এই কড়াইতে আস্তে আস্তে মিষ্টিকুমড়ার টুকরোগুলো দিয়ে দিলাম।তাঁরপরে কড়াইর ভিতরে সবগুলারে ভালো করে মসলার ভিতরে নাড়াচড়া করে নিলাম যাতে করে সব মসলাজাতীয় উপাদান সবগুলাতে মিশে যায়।

              ধাপ-৬

20220403_191121.jpg

সবগুলারে ভালো করে নাড়াচড়া করার পর এইবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য।

              ধাপ-৭

20220403_190942.jpg

20220403_190859.jpg

20220403_190915.jpg

20220403_190838.jpg

আবার একটু নাড়াচড়া করে নিলাম।এবং মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। নাড়াচড়া করার পরে টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে দুই চার মিনিটের জন্য তাপ দিতে লাগলাম।সর্বশেষ ঢাকনা খুলে দেখি পুরোপুরিভাবে হয়ে গেছে আমার মিষ্টিকুমড়ার সাথে টমেটো ও রূই মাছ দিয়ে ভিন্ন ধরণের সবজি রান্নার রেসিপি।

20220403_153141.jpg

ধনিয়াপাতার কুঁচি দিয়ে রান্নার ইতি টানলাম।

20220403_153316.jpg

ব্যাচ এইভাবে হয়ে গেল এভাবে আমার মিষ্টিকুমড়ার সাথে টমেটো ও রূই মাসের দ্বারা সবজি রান্নার রেসিপি।

@moarif

Sort:  
 2 years ago 

রুইমাছ আমার খুবই পছন্দের একটি মাছ। মিষ্টি কুমড়া দিয়ে আপনি রুই মাছের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি টা কিছুদিন আগে খেয়েছি। আপনার রান্না করা রেসিপি টা দেখে মনে হচ্ছে খেতে ভালই হবে। রান্না করার পদ্ধতি গুলো ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কৃতঙ্গতা প্রকাশ করছি আপনার প্রতি।

 2 years ago 

রূই মাছ দিয়ে মিষ্টিকুমড়া রান্নার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আমার পোষ্টটি মূল্যায়নের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর হবে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি তৈরি করেছেন । সুন্দর হবে তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগার মধ্যে দিয়ে আমি আর ও উৎসাহিত হই।

 2 years ago 

মিষ্টি কুমড়া দিয়ে যে কোন মাছ রান্না করে খেতে খুবই সুস্বাদু হয় । আর সেখানে যদি কয়েকটা টমেটো দেয়া হয় তাহলে তো কথাই নেই রেসিপির স্বাদ জানো আরো অনেক গুণে বেড়ে যায়।
তেমন আপনার রান্না করার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার হয়েছে।
আপনার উপস্থাপনাও বেশ দারুন হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাইয়া মিষ্টি কুমড়া রুই মাছের খুব লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন তো আমিও আজকে একই রেসিপি প্রস্তুত করে খেয়েছি আসলে মিষ্টি কুমড়া আমার খুব ই ফেভারিট মিষ্টি কুমড়া দিয়ে রেসিপি প্রস্তুত করি না কেন খুবই সুস্বাদু হয়ে থাকে ধন্যবাদ সুন্দর রেসিপি তুলে ধরার জন্য

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আবার আপনি টমেটো দিয়েছেন টমেটো দিলে যে কোন তরকারি আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন ।যেটি আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

রূই মাছ দিয়ে মিষ্টিকুমড়া রান্নার রেসিপি শেয়ার করেছেন। যাক অসাধারণ ছিল ভাইয়া। দেখে সত্যি খেতে ইচ্ছে করছে আপনার এই রান্না। 😋😋
আপনার উপস্থাপন ভলো ছিল এবং আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

 2 years ago 

আপনার মন্তব্যটা পড়ে খুবই ভালো লাগল।

 2 years ago 

রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে রুই মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে। ভালো লাগলো আপনার রেসিপি তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কৃতঙ্গতা প্রকাশ করছি আপনার প্রতি।

 2 years ago 

মিষ্টি কুমড়া আমার অনেক ভালো লাগে। আর এর সাথে রুই মাছ হলে কথাই নাই। আপনার মিষ্টি লাউ এর সাথে রুই মাছের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রুই মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30