রেনডম ফটোগ্রাফি চট্টগ্রাম বটতলী রেলওয়ে ষ্টেশন থেকে বাই @moarif

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আসসালামু সবাই কেমন আছে? সপ্তাহের ছুটির দিন হিসাবে আজ আমরা সবাই ফ্রি।সবাইকে শুভেচ্ছা ছুটির দিনের।

20220311_145145.jpg

20220311_144356.jpg

তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু রেনডম ফটোগ্রাফি যা হচ্ছে চট্টগ্রামের বটতলা রেলওয়ে ষ্টেশন থেকে। আজ শুক্রবার হিসাবে সবাই নানান জায়গা বেড়াতে যায়। কিন্তু আমার বেলায় তা হয় নাই। দুপুরবেলার খাবার শেষ করে দেখি রেলওয়ে ষ্টেশন তখন মনে মনে ভাবলাম যাই একটু ঘুরে আসি মনটা হালকায় করে আসি।

20220311_145149.jpg

এরপর চলে গেলাম ভিতরের উদ্দেশ্যে, এইটি হচ্ছে বটতলার রেল ষ্টেশনের প্রবেশ পথ এইটা দিয়ে মানুষ ষ্টেশনে প্রবেশ করে তাঁর টিকে কাটা বা ট্রেনে উঠার জন্য।

20220311_145037.jpg

20220311_145035.jpg

20220311_145023.jpg

এরপরে একটু ভিতরে ঢুকলে যাএীদের বসার স্থান বা টিকেট সংগ্রহের জন্য সারি লাইন বা বুথ রয়েছে। যেখান থেকে যাএীরা তাঁর কাঙ্ক্ষিত টিকেট সংগ্রহ করে থাকে।

20220311_144931.jpg

20220311_144928.jpg

এরপরেই একটি মাএ পথ রয়েছে যেটি হয়ে যাএীরা বের হয়ে তাঁর ট্রেনের সিটা আসন দখল করতে বের হয়। এবং সেখানে সারি বদ্ধ ভাবে অনেক গুলা ট্রেন দাঁড়ানে আছে যে যেখানে যাবে সেই তাঁর ট্রেন এ গিয়ে উঠবে।

20220311_144318.jpg

20220311_144322.jpg

আর আমি যখন ষ্টেশনের ভিতের ঢুকলাম তখন দেখলাম অনেক মানুষ তাড়াহুড়া করে যাচ্ছিলো কারণ গৌধূলি নামে একটা ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ আর সময় ও ছিল খুবই সন্নিকটে তাই কেউ হেঁটে কেউবা একটু দৌঁড়ানো করে তাঁর কাঙ্ক্ষিত ট্রেনটি ধরতে মরিয়া কি জানি বিকাল তিনটা আবার বেজে গেল না কি।

20220311_144343.jpg

20220311_144309.jpg

20220311_144302.jpg

20220311_143916.jpg

20220311_143921.jpg

আবার কোন কোন যাএীকে দেখলাম তাঁরা বসে একটু প্রকৃতির বাতাসের মধ্যে নিজেকে মেলে দরছে আমি ওই লোকজনের কাতারে সামিল হলাম এইদিকে যাএীদের কর্মকাণ্ড দেখতাছি আর অন্যদিকে মানুযের যাএার বা গন্তব্যস্থলের যাওয়া নিয়ে তাড়াহুড়া দেখতাছি।

20220311_183722.jpg

সর্বশেষ কয়েকটা রেনডম ফটোগ্রাফি করে আমার উপভোগ্যময় সময়টা ও সংক্ষিপ্ত করলাম।

@moarif

locationaddressdevice
চট্টগ্রামবটতলা রেলওয়ে ষ্টেশনস্যামসাং গেলাস্কী এম টুয়ান্টি
Sort:  
 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ট্রেন ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে কিন্তু আমাদের জেলাতে ট্রেন লাইন না থাকার কারণে খুব একটা বেশি ট্রেন ভ্রমণ করা হয় না। তবুও যখনই সুযোগ পাই ট্রেন ভ্রমণ করার জন্য সুযোগ হাতছাড়া করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন থেকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে প্রতিটি ফটোগ্রাফি অনেক ভাল লাগল এবং কিছু কড়া নিরাপত্তার' পিকচার দেখতে পেলাম। সর্বোপরি সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন এবং আপনার ছবি শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফটোগুলো প্রত্যেকটা পরিষ্কার, আরে স্থানটি খুব সুন্দর। যার জন্য ছবির ফোকাস খুব ভালো হয়েছে, বিশেষ করে রেল-স্টেশন রেল-লাইনের ফটোগুলো নজর কাড়ানো,তার সাথে ছোট ছোট বর্ণনাগুলো পড়তে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাই চট্টগ্রাম বটতলীর বেশ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, আমি তো দেখে প্রথমে চিনে ফেললাম যেহেতু এখানে আমার অনেক পদচারণা রয়েছে। যখন চট্টগ্রামে থাকতাম তখন বেশিরভাগ সময় ট্রেনে চলাফেরা করতাম আর সেজন্যই বটতলী স্টেশনে যেতে হতো আপনার বড়তলী স্টেশন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার মোবাইল ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে সুন্দর উপস্থাপনাটা শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বহু বার গেছিলাম সেখানে। তবে শেষ বার গিয়েছিলাম ২০১৮ সালের শেষের দিকে সম্ভবত। আপনার তোলা প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে । আমার কাছে অসাধারন লেগেছে ছবি গুলো। আসলে খুব সুন্দর করে ছবি উঠাইতে পারেন আপনি। প্রতিটি ছবির খুব সুন্দর করে বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি কালার গুলো দারুন ভাবে ফুটে উঠেছে। আপনার করা সবগুলো ফটোগ্রাফি অনেক মানসম্মত হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফির স্পষ্ট ঝকঝকে। ধন্যবাদ আপনাকে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করয়েছেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

ভাই ছবিগুলো সুন্দর দিয়েছেন এবং বিবরণ সুন্দর ছিল। তবে যদি রাগ না করেন, আমি বলব এখানে রেনডম ফটোগ্রাফি না লিখে যদি জাস্ট এখানে ঘোড়ার কিছু মুহূর্ত দিতেন তাহলে ঠিক ছিল। আসলে ফটোগ্রাফি লেখাটাই একটা উচ্চ লেভেলের লেখা। কারণ ফটোগ্রাফি গুলো সাধারণ ছবির চাইতে একটু ভিন্ন থাকে এটা আমরা সবাই জানি। যদি কিছু মনে করেন তাহলে আমার কথা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আপনার পোষ্ট অনেক সুন্দর ছিল।

 2 years ago 

ধন্যবদ সুন্দর পরার্মশের জন্য।

 2 years ago 

আপনার তোলা চট্টগ্রাম বটতলী রেলওয়ে ষ্টেশন এর ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 53375.38
ETH 2393.56
USDT 1.00
SBD 2.15