💓💓💓ধনী🙂 গরীব হলেও আমরা সবাই😊 মানুষ💕

আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আর পরিবেশটা তখনই চাঞ্চল্যকর মন মুগ্ধ হয়ে ওঠে যখন ওই পরিবেশে একে অপরের মধ্যে ভাতৃত্ববোধ বজায় রাখে এবং সবাই সবাইকে সম্মান করে। কেউ কাউকে ছোট চোখে দেখেনা। আমাদের সমাজের মধ্যে ধনী গরীব অসহায় লাঞ্চিত মানুষ বিদ্যমান রয়েছে। তো এরই মধ্যে যাদের অবস্থা একটু ভালো প্রভাবশালী তারা সমাজের মধ্যে অন্যরকম দাপটে মধ্যে থাকে কিন্তু যাদের অবস্থা একটু নিম্ন পর্যায়ের মানুষ হয় তারা খুব দুঃখ কষ্টে তাদের দিন অতিবাহিত করে থাকে। আবার সমাজের মধ্যে মানুষের বিভিন্ন শ্রেণীবিভাগ কালের পরিক্রমায় বিভক্ত হয়েছে।আবার এই সমাজের মানুষের মধ্যেই দূরত্ব ব্যাপকভাবে মানুষের মধ্যে বিরাজ করছে। যেমন আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন তখন সমাজের সবাই আপনাকে শুভেচছা দিবে আবার ওই কাজটাই যখন একটু খারাপ হবে বা নিচুমানের হবে তখন সমাজের মানুষ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মানুষের এই কুরুচিপূর্ণ মনোভাব মানুষকে সমাজের একেবারে অর্থাৎ হীনমন্যতার সর্বোচ্চ লেভেলে পৌঁছে দিয়েছে। আবার আমরা যখন কাউকে বা কোন ধনী ব্যক্তি কে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাই তখন আমরা তাকে নিয়েই ব্যস্ত থাকি এটাকে যত পারি আপ্যায়ন করার চেষ্টা করি কিন্তু ওই কাজটাই যখন কোন গরীব, অসহায় বা লাঞ্ছিত নিপীড়িত ব্যক্তিকে আমরা নিজের বাড়িতে আমন্ত্রণ জানাই তখন তাকে আমরা অন্যরকম দশজনের মতো আপ্যায়ন করি না। এই যে আমাদের মধ্যেই বিভাজন তৈরী হয়ে গেছে এই বিভেদ একদিনে তৈরি হয়নি কালের পরিক্রমায় সমাজের মানুষের মধ্যে আস্তে আস্তে তৈরি হয়ে গেছে।এই বিভেদ হওয়ার কারণে মানুষের বিবেক বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে এবং হীনমন্যতা সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাচ্ছে। এই সমস্যাটা আমাদের মধ্যে থেকে পরিহার করা উচিত।পরিহার করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজের জায়গা থেকে সচেতন হতে হবে এবং নিজেদের সমাজের মধ্যে যত মানুষ আছে তাদেরকে এই সকল বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে।

#People🥰🥰🥰🥰 are for people😍😍😍🥰🥰

Sort:  
 3 years ago 

লেখার বিষয় এবং কথাগুলো ভালো ছিলো, কিন্তু উপস্থাপনায় অনেক দুর্বলতা রয়েগেছে। অন্যদের লেখাগুলো ভিজিট করুন অনেক আইডিয়া পাবেন।

কারন আপনার লেখাগুলো যদি মার্কডাউন কিংবা কিছু প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করা যেত, যদি সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি থাকতো, বেশ সুন্দর হতো। আপনার প্রয়োজনে আমাদের ডিসকর্ডে যোগাযোগ করতে পারেন, সকল ধরনের পরামর্শ পাবেন সেখানে।

হাফিজুল্লাহ ভাই❤️❤️আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আপনাদের ডিসকড এ কিভাবে এড হব যদি একটু হেল্প করতেন🥰

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.57
ETH 2439.22
USDT 1.00
SBD 2.34