CP স্টাইলের চিকেন বল এর রেসিপি||১০%বেনিফিসিয়ারিshy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো।সেটি হচ্ছে CP স্টাইলে চিকেন বল এর রেসিপি।

IMG_20220118_190206.jpg

উপকরণ:-
১. মুরগির মাংস ১কাপ।
২.পাউরুটি ।
৩.আদা বাঁটা।
৪.রসুন বাঁটা।
৫.ধোঁনিয়া পাতা।
৬.কাঁচা মরিচ।
৭.লবণ।
৮.টমেটো সস্
৯.সয়া সস্

IMG_20220115_110430.jpg

প্রস্তুত প্রণালী:-

ধাপ:-১

প্রথমে মাংস এবং কাঁচা মরিচ বিলেন্ডা করে চিকেন কিমার বানিয়ে নিতে হবে।

IMG_20220115_192800.jpg

ধাপ:-২

এরপর বিলেন্ড করার পর চিকেন কিমার মধ্যে আদা বাঁটা, রসুন বাঁটা,সয়া সস্ দিতে হবে।

IMG_20220115_193140.jpg

ধাপ:-৩

এবার টমেটো সস্ , পরিমাণ মতো লবণ, এবং পাউরুটি পানিতে ভিজিয়ে দিয়ে দিতে হবে।

IMG_20220115_193425.jpg

ধাপ:-৪

এবার ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।
IMG_20220115_193923.jpg

ধাপ:-৫

এখন ধোনিয়া পাতা দিয়ে আবার মাখিয়ে নিতে হবে।
IMG_20220115_194413.jpg

ধাপ:-৬

এবার ছোট ছোট বল বানিয়ে নিতে হবে।
IMG_20220115_195238.jpg

ধাপ:-৭

এবার বল গুলোকে সীদ্ধো করতে হবে।
IMG_20220115_221859.jpg

ধাপ:-৮

সীদ্ধো করা হয়ে গেলে একটি কড়ইতে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেল বল গুলোকে ভেঁজে নিতে হবে।
IMG_20220118_190236.jpg

ধাপ:-৯

এভাবে হয়ে যাবেcpস্টাইলে চিকেন বল।

IMG_20220118_190206.jpg

আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে।@‌‌mithila19

Sort:  
 3 years ago 

দেখেই জিভে জল চলে আসলো প্রথমে। লোভ সামলানো বড়ই কষ্টকর।

নিজেরা যদি বাসায় এভাবে তৈরী করি তাহলে বাহিরে অস্বাস্থ্যকর খাবার খেতে হবে না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপির পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

এটি আমার কাছে একদম ইউনিক লাগল।আপনি সিপি স্টাইলে চিকেন বল তৈরি করেছেন।অনেক ভালোলাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং অনেক ভাল ছিল


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মাধ্যমে অসম্ভব সুন্দর একটি চিকেন বল রেসিপি দেখতে পেলাম। আমার কাছে পুরো রেসিপি বেশ ইউনিক লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে পুরো প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

  • দেখেই তো বোন খেতে ইচ্ছে করতেছে। সস দিয়ে এটি খেতে খুবই মজা হবে। খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। খুব সুন্দর করে ধাপে ধাপে বর্ণনাও করেছেন। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এ ধরনের রেসিপি সব সময় দেখতে চাই আপু।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আসলে বাহিরে খাওয়া হইছে সব সময় চিকেন বল। তবে বাসায় চিকেন বল রান্না করা হয় নাই।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সিপি স্টাইলে চিকেন বল সত্যিই দারুণ দেখাচ্ছে। জিভে জল পড়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদের পরিমাণটা কত। আর আপনি সিপি চিকেন বল তৈরীর উপকরণ গুলো খুব সুন্দর করে দিয়েছেন এবং অনেক সুন্দর করে ব্রান্ডার দিয়ে আপনার চিকেন বল এর উপকরণ গুলো তৈরি করে নিয়েছেন। প্রতিটি ধাপ আমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিকেন বল রেসিপি তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চিকেন বল গুলো দেখে খেতে ইচ্ছে করলো। এরকম চিকেন বল খেতে অনেক ভালো লাগে। আমিও একবার এরকম করে চিকেন বল তৈরি করেছিলাম। আপনি রেসিপিটি খুব সুন্দর ভাবে তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার চিকেন বল দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 3 years ago (edited)

হুম খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দেখে তো ভালই সুস্বাদু লাগছে। নিশ্চয়ই খেতেও মজা হবে। আমার আগে জানা ছিল না এতো সহজে চিকেন বল তৈরি করা যায়। ধন্যবাদ আপু এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই রেসিপির মাধ্যমে আমরা বাসায় চিকেন বল তৈরি করতে পারব। আপনার জন্য শুভকামনা থাকলো।

 3 years ago 

জি ভাইয়া অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64