চতুর্ভুজের নকশা আর্ট।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন পোস্ট শেয়ার করবো সেটি হচ্ছে চতুর্ভুজের নকশা আর্ট। নকশাটি দেখে মনে হয় আর্ট করা খুবই কঠিন। আমি আগে কখনো এ ধরনের পোস্ট করিনি আজকে প্রথম। প্রথমে ভেবেছিলাম নকশাটি খুবই কঠিন। আঁকতে গিয়ে বুঝলাম খুব একটা কঠিন না। একটু ধৈর্য এবং সময় দিলে খুব সহজেই এ ধরনের নকশা আঁকা যায়।
কাগজ
স্কেল
পেন্সিল
কালো রং
প্রথমে একটি চতুর্ভুজ এঁকে নিতে হবে। চতুর্ভুজের মাঝে আরেকটি চতুর্ভুজ এঁকে দিতে হবে।
এবার চারপাশে চারটি বক্স করে দিতে হবে। এবং চারটি বক্সে ক্রস এঁকে নিতে হবে।
এবার ক্রসের উপরে চারটি বৃও এঁকে নিতে হবে। এবার চতুর্ভুজের মাঝে দুইটি বৃত্ত এঁকে নিতে হবে।
এবার বৃত্তের মাঝে একটি ফুল এঁকে নিতে হবে। এবার সম্পূর্ণ আঁকা হয়ে গেলে আস্তে আস্তে রঙ করে নিতে হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে চতুর্ভুজের নকশা আর্ট।
আশা করি চতুর্ভুজের নকশা আর্ট। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে চতুর্ভুজের নকশা আর্ট তৈরি করেছেন । এবং আমাদের মাঝে চমৎকারভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এই আঁচিলগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
নকশা করার মধ্যে একটা নেশা কাজ করে।অর্থাৎ শুরু করলে অনেকগুলো করতে ইচ্ছে করে আমার।আপনার নকশাটিও ভালো হয়েছে।তবে আর্ট পোস্টের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো "অবশ্যই আপনি আঁকছেন এমন অবস্থার একটি ছবি দিবেন।"
ধন্যবাদ আপু আমার পোস্টটি তে কমেন্ট করার জন্য। জী আপু আমি পরবর্তী পোস্ট থেকে নিয়ম গুলো অনেক গুরুত্বের সাথে পালন করব। ধন্যবাদ আপনাকে আপু আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আর এমন ভুল হবে না।
বেশ ভালো ছবিটা একেছেন আপু। ফিনিশিং টা অনেক সুন্দর হয়েছে। তবে ছবিগুলোর ধাপ এত ছোট করে না দেখিয়ে একটু বড় করে যদি দেখাতেন তাহলে হয়তো আরও স্পষ্ট বোঝা যেত। যাইহোক শুভেচ্ছা রইল। আশা করি সামনে আরো অনেক ভালো কিছু কাজ আপনার কাছ থেকে আমরা উপহার পাব।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। জি ভাইয়া পরবর্তীতে চেষ্টা করব ছবিগুলো একটু বড় করে দেওয়ার। শুভকামনা রইল আপনার জন্য।