রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ।আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ডাই নিয়ে এসেছি। ডাইটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানানো। প্রজাপতি ছোট বড় সবারই অনেক ভালো লাগে। আমার কাছে প্রজাপতি অনেক ভালো লাগে। ছোটবেলায় কত ছুটেছি প্রজাপতির পিছে। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে খুবই সুন্দর হয়। আমি আগে তেমন কিছু বানাতে পারতাম না। এখন কিছু বানানোর চেষ্টা করছি। আগের কিছু পোস্টে আপনাদের ভালো কমেন্ট পেয়ে কাজ করা উৎসাহ আরও বেড়ে গেছে।
কলাম১ |
---|
রঙিন কাগজ |
আঠা |
পেন্সিল ✏️ |
স্কেল |
কাঁচি ✂️ |
প্রথমে স্কেল দিয়ে একটি রঙিন কাগজের উপরে দাগ টেনে নিয়েছি। দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এবার কাগজটি দুটো ভাগ করে নিয়েছি। দুইটি অংশের মধ্যে যেকোনো একটি অংশ নিতে হবে।
এবার মাঝ বরাবর থেকে একটি ভাঁজ করে নিতে হবে। এবার তুই সাইট থেকে ভাঁজ করে নিতে হবে।
এবার দুই সাইট থেকে ভাঁজ করে নিতে হবে। আর একপাশ থেকে ভাজ করে নিতে হবে।
এভাবে দুই সাইডেই ভাঁজ করে নিতে হবে। বিপরীত দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে।
কাগজটি উল্টো করে নিতে হবে। এবং দুই সাইট থেকে দুটি ভাঁজ দিয়ে নিতে হবে।
ভাঁজ করা হয়ে গেলে কাগজ দিয়ে আবার উল্টিয়ে নিতে হবে। এবার মাঝখান থেকে ভাঁজ করে নিতে হবে। ঠিক এমন ভাবে।
এবার দ্বিতীয় অংশের কাজ প্রথমে কাগজটি নিয়ে এক ভাঁজ নিতে হবে।
এবার দ্বিতীয় ভাঁজ দিতে হবে। এবার সম্পূর্ণ কাগজটি খুলতে হবে।
এবার কুঁচি দেয়ার মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে। মাঝখান থেকে ভাঁজ করে ছোট একটি পাখা বাড়াতে হবে।
এবার আগের থেকে বানিয়ে রাখা অংশ এবং এখন বানানো অংশ আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
এবার মাঝখানে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। ব্যাস এভাবেই হয়ে যাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি।
আশা করি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনার মতো ছোটবেলায় আমি অনেক প্রজাপতির পেছনে ঘুরেছি। প্রজাপতি ধরতে খুব ভালো লাগতো। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর দেখিয়েছেন।নিখুঁতভাবে তৈরি করার কারণে দেখতে ভালো লাগছে। ধন্যবাদ।
জেনে ভালো লাগলো যে আপনিও প্রজাপতির পিছে ছুটেছেন। আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি বাহ্ চমৎকার ফুটিয়ে তুলেছেন। আসলে আমার কাছে রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ আনন্দ উপভোগ করি। আপনার ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।
রঙিন কাগজ দিয়ে জিনিস গুলো আমারও ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
আসলেই তাই আপু, ছোটবেলার রঙিন প্রজাপতির পিছনে কত ঘুরেছি। রঙিন প্রজাপতির পেছনে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে ব্যথাও পেতাম। তখন আবার আম্মু দিত মাইর 😜। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। বিভিন্ন রঙের এরকম আরো কয়েকটি প্রজাপতি থাকলে দেখতে আরো সুন্দর লাগতো। সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য । এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি হলুদ রঙের হওয়াতে খুব সুন্দর লাগছে। দেখে যতটা কঠিন মনে হচ্ছে আপনি খুব সহজভাবেই বানিয়ে রেখেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু দেখে কঠিন মনে হলেও বানানো খুবই সহজ। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ করার জন্য।
ওয়াও! খুব দারুণ একটি প্রজাপতি তৈরি করেছেন তো রঙ্গিন কাগজ দিয়ে দেখতে তো খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে না যেন এটি একটি কাগজের তৈরি। আর হ্যাঁ ছোটবেলায় আমরা সবাই কমবেশি প্রজাপতির পেছনে দৌড়য়েছি। প্রজাপতিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি প্রজাপতি আমাকে শেয়ার করার জন্য।
আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতির ডাই প্রজেক্টটি খুবই সুন্দর হয়েছে আপু। আমারো খুব ইচ্ছা এই ধরনের ডাই প্রজেক্ট তৈরি করার। কিন্তু জিনিশ পত্র গুল কেনা হয়না । তবে আপনি আজকে এই প্রজাপতি খুবই দারুণ ভাবে সম্পন্ন করেছেন। যা দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
কাগজ দিয়ে তৈরি করা রঙ্গিন প্রজাপতিটি দেখতে বেশ সুন্দর হয়েছে। ধাপগুলো সহজ ও সুন্দর করে উপস্থাপনের জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য আপু
আসলে প্রজাপতি আমাদের ছোট বড় সকলের কাছে অনেক প্রিয়।ছোট বেলায় অনেক ছুটেছি প্রজাপতির পেছনে।কিন্তু এখন প্রজাপতি চোখেও দেখিনা।তাই আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে তৈরি প্রতিদিন এমন সুন্দর সুন্দর আইটেম দেখতে অনেক ভালো লাগে।তার মধ্যে প্রজাপতি আমার খুব ভালো লাগে।তাই আপনার ডাই পোষ্টের প্রজাপতি দেখে অনেক আনন্দ পেয়েছি।খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ তৈরি করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু প্রজাপতি আমাদের ছোট বড় সকলেরই অনেক পছন্দের। আপনার সাথে আমিও একমত অনেকদিন হলো প্রজাপতি দেখা হয় না। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজের তৈরি প্রজাপতিটি খুব সুন্দর দেখাচ্ছে আপু। প্রথমে দেখে ভাবছিলাম এটা বোধহয় তৈরি করা খুবই কঠিন। তবে আপনি এত সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন যে,এখন মনে হচ্ছে যে এটি সহজে তৈরি করে নিতে পারব। ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক সুন্দর প্রজাপতি তৈরি করার আইডিয়া পেলাম। আমি ভাবছি এমনই কালারফুল কাগজ ব্যবহার করে প্রজাপতি তৈরি করব এবং নিজের রুমকে খুব সুন্দর করে ডেকোরেশন করব।
ঠিক বলেছেন আপু এটি খুব সহজেই তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু,আমি নিজেও ছোটবেলায় অনেক প্রজাপতির পিছে পিছে ছুটেছি।আমার কাছেও প্রজাপতি বেশ ভালো লাগে।এর আগেও অনেকে এই রকম প্রজাপতি ড্রাই দিয়েছিলো।যাই হোক রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে প্রজাপতি বানিয়ে দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ
জেনে ভালো লাগলো যে আপনি প্রজাপতির পিছে অনেক ছুটেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।