আলু দিয়ে নুডুলস রান্নার রেসিপি||১০%বেনিফিসিয়ারিshy-foxএর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে আলু দিয়ে নুডুলস রান্নার রেসিপি।

IMG_20220130_175336.jpg

উপকরণ:-

১|নুডুলস।
২|আলু।
৩|পেঁয়াজ।
৪|কাঁচা মরিচ।
৫|টমেটো সস।
৬|তেল।
৭|ডিম।

প্রস্তুত প্রণালী:-

ধাপ:-১

প্রথমে একটি কড়ই তে নুডুলস সিদ্ধ করে নিতে হবে।
IMG_20220130_173439.jpg

ধাপ:-২

এরপর একটি কড়ই তে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে।
IMG_20220130_173751.jpg

ধাপ:-৩

তেল গরম হয়ে গেলে, আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে।
IMG_20220130_173826.jpg

ধাপ:-৪

আলু বাদামি রঙের হয়ে গেলে আলুর মধ্যে পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি দিয়ে দিতে হবে।
IMG_20220130_174055.jpg

ধাপ:-৫

পেঁয়াজ কুঁচি মরিচ কুঁচি বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে একটি ডিম দিয়ে দিতে হবে।
IMG_20220130_174332.jpg

ধাপ:-৬

ডিম মিশিয়ে নিতে হবে। এবং নুডুলসের মসলা দিয়ে দিতে হবে।
IMG_20220130_174637.jpg

ধাপ:-৭

এবং কিছু সময় পর সিদ্ধ করা নুডুলস দিয়ে দিতে হবে।
IMG_20220130_174733.jpg

ধাপ:-৮

এবার মসলার সাথে নুডুলস ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
IMG_20220130_175015.jpg

ধাপ:-৯

এভাবে কিছু সময় রান্না করার পর টমেটো সস দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
IMG_20220130_175101.jpg

ধাপ:-১০

এভাবেই হয়ে যাবে আলু দিয়ে নুডুলস রান্না।
IMG_20220130_175338.jpg

আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে।@mithila19

Sort:  
 2 years ago 

ডিম দিয়ে নুডুলস খেয়েছি সবজি দিয়ে খেয়েছি কিন্তু আলো দিয়ে কখনই খেয়ে দেখা হয়নি। আজকে প্রথম শুনলাম। তবে দেখে যতদূর মনে হচ্ছে সুস্বাদুই হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনি একটি রেসিপি তৈরি করেছেন যা দেখতে খুব সুস্বাদু এবং সুন্দর, এবং আপনি এটি তৈরি করার সময় ভালভাবে ব্যাখ্যা করেছেন, আপনাকে শুভকামনা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকে স্বাগতম

বাহ অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আপনি। আলু দিয়ে নুডুলস তৈরির রেসিপি। তবে নুডুলস কখনো খাওয়া হয় না আবার। কেন জানি খেতে পারিনা। প্রত্যেকটা ধাপ অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু দিয়ে এভাবে নুডুলস রান্না করে খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর আপনার নুডুলস দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। আবার ওপর দিয়ে টমেটো সচ দিয়ে খুব সুন্দর ভাবে রান্না করেছেন এতে টেস্ট আরো বেড়ে গিয়েছে। মনে হচ্ছে বস্তি ধরে নিয়ে এসে বসে বসে খাই ।মজার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে আলু দিয়ে নুডুলস রান্নার রেসিপিটা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে জিভে জল এসে গেল আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

নুডুলস আমার প্রিয় খাবার গুলোর মধ্যে একটি এটা যে ভাবে রান্না করুক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপি দেখে আমার ক্ষুধা লেগে গেল। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। আপনি আমাদের মাঝে আপনার রান্না পদ্ধতি সুন্দর ভাবে থাকে তা উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনার তৈরি করা নুডুলস রান্নার রেসিপি টা দেখতে সত্যিই অনেক লোভনীয় লাগছে। দেখে অনেক খেতে ইচ্ছে করছে আপনি আলু দিয়ে খুবই চমৎকার ভাবে নুডুস রান্না রেসিপি টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি নুডুলস রান্নার রেসিপি খেতে খুবই ভালোবাসি এটি মাঝেমধ্যেই আমি তৈরি করে খাই এটি খেতে খুবই মজাদার। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি তো খুব তাড়াতাড়ি রান্না করে ফেললেন।একটি মন্তব্য করতেই হচ্ছে।রান্নাটি আরো গুছিয়ে উপস্থাপন করলে সুন্দর হতো

 2 years ago 

সাধারণত বিকেলের নাস্তায় নুডুলস পেলে তো আর কিছুই লাগে না। অসাধারণ একটি নুডুলস রেসিপি তৈরি করেছেন। আপনার নুডুলস রেসিপি দেখে আমারও খেতে ইচ্ছে করছিল। আজকে বিকেলেই নুডুলস বানিয়ে ফেলবো। আপনার মত নিশ্চয়ই খেতে খুবই ভালো হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আলু দিয়ে নুডুলস রান্নার অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই নুডুলস রান্নার রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। নুডুলস বরাবরই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আমি মাঝে মাঝেই রাস্তার পাশের দোকান থেকে এই ধরনের নুডুলস খেয়ে থাকি। আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল আসে কান্না। এত মজাদার একটি নুডুলস এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23