পেন্সিল এর সাহায্যে চাঁদ এর দূশ্য আর্ট।🖌️✍️✏️
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। আমার বাংলা ব্লগে প্রতিদিন পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যে চেষ্টা করি বিভিন্ন জিনিস আর্ট করতে। আজকে আমি এঁকেছি পেন্সিল এর সাহায্যে চাঁদ এর দূশ্য আর্ট।বারান্দা থেকে চাঁদ দেখার দূশ্য দেখতে আমার অনেক ভালো লাগে।চাঁদ সবাই অনেক পছন্দের। রমজান মাসে সবাই চাঁদ দেখার উপর নির্ভর করে।এই চাঁদ কে বলা হয় সাওম মাসের চাঁদ। যেহেতু ঈদের আর মাত্র একদিন আছে । এইজন্য ভাবলাম আজকে চাঁদ নিয়ে কিছু আর্ট করি।
🖌️✍️✏️ প্রয়োজনীয় উপকরণ🖌️✍️✏️
কলাম১ |
---|
আর্ট পেপার |
কম্পাস |
পেন্সিল✏️ |
স্কেল |
রাবার |
🖌️✍️✏️ প্রস্তুত প্রণালী ✏️✍️🖌️
একটি আর্ট পেপার নিয়েছি এবং কম্পাস দিয়ে বড় একটি বৃত্ত এঁকে নিয়েছি।
বৃত্তের মাঝে স্কেল দিয়ে দুইটি রেখা এঁকে নিয়েছি।
এবার রেখা থেকে নিচের দিকে লম্বা চারটি দাগ কেঁটে নিতে হবে। ঠিক এই ভাবে নিতে হবে। এবার একটি গাছের ডাল ও চাঁদ এঁকে নিতে হবে।
এবার আগে থেকে আঁকা রেখা পেন্সিলের সাহায্য ভরাট করে নিতে হবে।
এভাবে পেন্সিলের সাহায্য সব গুলো এঁকে নিতে হবে।
আমি এভাবে সব গুলো এঁকে নিয়েছি।
ব্যাস এভাবেই হয়ে যাবে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পেন্সিল এর সাহায্যে চাঁদ এর দৃশ্য আর্ট তৈরি করে। আপনার তৈরি দৃশ্য দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। গতকালকে ঈদ যেহেতু আপনি আজকে আমাদের মাঝে চাঁদের দৃশ্য তৈরি করে শেয়ার করেছেন দেখতেও বেশ ভালো লাগছে আপু। ধন্যবাদ এত সুন্দর দৃশ্য তৈরি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।