অমর একুশে বইমেলা ঘুরাঘুরি এবং ফটোগ্রাফি||১০%বেনিফিসিয়ারি @shy-foxএর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অমর একুশে বইমেলা এর ঘোরাঘুরি শেয়ার করব।

IMG_20220226_191749.jpg
চলছে ভাষার মাস এবছর ভাষা আন্দোলনের ৭০বছর
পার হচ্ছে। বাঙালিরাই পৃথিবীর একমাত্র জাতি যারা নিজের মায়ের ভাষার জন্য প্রাণ দিয়ে ছিলো। এই জন্য ২১এ ফেব্রুয়ারি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই আন্তর্জাতিক মাতৃভাষা সরণিয় করে রাখতে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একুশে বইমেলার আয়োজন করা হয় ।

IMG_20220226_191534.jpg
বইমেলার ভেতরে ঢুকার আগে দেখলাম অনেক ফুলের দোকান। বিভিন্ন ধরনের ফুল বিক্রি করছে।

IMG_20220226_193151.jpg

IMG_20220226_193114.jpg
আমরা অনেক গুলো বই এর দোকানে ঘুরলাম এবং বই দেখলাম অনেক ভালো লেগেছে।
IMG_20220226_192934.jpg

IMG_20220226_192811.jpg

প্রতিদিন মেলায় ইচ্ছে নতুন নতুন বই।

IMG_20220226_192655.jpg

IMG_20220226_192639.jpg

IMG_20220226_192617.jpg

IMG_20220226_195452.jpg

IMG_20220226_195641.jpg

এবছর মেলায় নিয়েছে প্রায় সাড়ে চারশো স্টল।

GridArt_20220228_115631417.jpg

এবারের মেলায় বেশ কিছু খাবার এর দোকান রয়েছে। ফুচকা, হালিম, চানাচুর মাখানো এবং নানা ধরনের খাবার।
IMG_20220226_201147.jpg

এবছর বই মেলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি তে।
এটি একটি স্পষ্ট ৩ শব্দের ঠিকানা যেটি ৩ এলোমেলো শব্দগুলো দিয়ে তৈরি হয়েছে। বিশ্বের প্রতিটি ৩ মিটারের বর্গক্ষেত্রের একটি অনন্য ৩ শব্দের ঠিকানা রয়েছে।
Here is a precise what3words address, made of 3 random words. Every 3 metre square in the world has its own unique what3words address.

///learning.exist.corrects
https://w3w.co/learning.exist.corrects
আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে।
@mithila19

Sort:  
 2 years ago 

সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি তে আমি আজও কখনো যায়নি তবে বইমেলা আমার অনেক পছন্দের একটা মেলা কেননা এই মেলাতে মানুষের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। আমি গল্পের বই গুলো পড়তে বেশ পছন্দ করি। যাই হোক আপনি বইমেলাতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অনেক রক্তের অর্জিত এই ভাষা। একুশে বইমেলা ভাষা দিবসকে স্মরণ রাখার জন্য এই আয়োজন করা হয়েছে। এবং প্রতি বছর এই বইমেলা অনুষ্ঠিত হয়। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন এবং সেইসাথে বিস্তারিত লিখেছেন। আর আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।

অমর একুশে বইমেলায় অনেক সুন্দর সময় পার করেছেন দেখছি। বই মেলায় ঘুরতে অনেক মজাই লাগে কেননা সুন্দর সুন্দর বই পাওয়া যায়। বইমেলায় ফুচকা এই ধরনের খাবার বেশি পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর আনন্দময় অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 2 years ago 

বইমেলার ভিতরের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি কখনো বই মেলায় যাইরে। কিন্তু আপনার ছবিগুলো দেখে যেতে খুব ইচ্ছে করতেছে। বইমেলা দিয়ে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44