সরিষা ইলিশ রান্নার রেসিপি||১০% বেনিফিশিয়ারিshy-foxএর জন্য।৫% বেনিফিশিয়ারিabb-school এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনার সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি।

IMG_20220329_101644.jpg

উপকরণ:-

১|ইলিশ মাছ।
২|সরিষা গুঁড়া।
৩|পেঁয়াজ কুচি।
৪|কাঁচা মরিচ।
৫|হলুদের গুঁড়া।
৬|মরিচের গুঁড়া।
৭|ধনিয়া গুড়া।
৮|তেল।
৯| লবণ।
১০|আদা বাঁটা।
১১|রসুন বাঁটা।

GridArt_20220330_211602814.jpg

প্রস্তুত প্রণালী:-

ধাপ:-১

IMG_20220329_092709.jpg

প্রথমে একটি কড়াইতে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।

ধাপ:-২

IMG_20220329_092752.jpg

তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে।

ধাপ:-৩

IMG_20220329_093018.jpg

পেঁয়াজ বাদামী রঙের হয়ে গেলে এর মধ্যে আদা বাটা,রসুন বাটা, দিয়ে দিতে হবে।

ধাপ:-৪

IMG_20220329_093151.jpg

এবারের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমান মত লবণ দিয়ে দিতে হবে।

ধাপ:-৫

IMG_20220329_093303.jpg

কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ সরিষা বেঁটে গুঁড়া করে দিয়ে দিতে হবে এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে।

ধাপ:-৬

IMG_20220329_093332.jpg

এভাবে 5 মিনিট রেখে দিতে হবে ।

ধাপ:-৭

IMG_20220329_093939.jpg

এবার পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

ধাপ:-৮

IMG_20220329_094058.jpg

আগের থেকে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে।

ধাপ:-৯

IMG_20220329_101644.jpg

এরপরে 20 মিনিট রান্না করলেই হয়ে যাবে। সুস্বাদু সরিষা ইলিশ রান্না।

আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
@mithila19

Sort:  
 2 years ago 

বাহ আপনি অনেক চমৎকার করে সরিষা ইলিশ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরি করা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনার রেসিপির ৯ নম্বর ধাপের ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু সবার নিচে রেসিপি সাথে আপনার একটা ছবি দিলে আরো ভালো হতো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা রেসিপিটি দেখে কোনভাবেই লোভ সামলাতে পারছিনা। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে সরষে ইলিশ রান্নার পদ্ধতি শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা বেশি সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

জি ভাইয়া অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ্ কী চমৎকার হয়েছে। সরিষা ইলিশ রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে।এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে গেল। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।❤️

 2 years ago 

সরিষা ইলিশ আমার খুব পছন্দের একটি খাবার। আপনি অনেক চমৎকার করে আমাদের মাঝে সরিষা ইলিশ শেয়ার করেছেন। আপনার সরিষা ইলিশ রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো। সরিষা ইলিশ রেসিপির প্রত্যেকটি ধাপ অনেক চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সরিষা ইলিশ আমার ও খুব পছন্দের । ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।❤️

 2 years ago 

আপনার বানানো সরিষা ইলিশ রান্নার এই রেসিপিটি খুব ভালো লেগেছে আমার কাছে। অসাধারন উপস্থাপনার সাথে পোস্ট টি করেছেন। তাই খুব ভালো লেগেছে। ধাপে ধাপে যত্ন করে রেসিপিটি বানিয়েছেন। সব দিক থেকেই বেস্ট ছিলো। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।❤️

 2 years ago 

সরিষা ইলিশ দেখলে কেন জানি আমার নিজের লোভ সামলাতে পারিনা। আপনি খুবই লোভনীয় রেসিপি তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।❤️

 2 years ago 

সরষে ইলিশ রান্না এই রান্না কার না ভালো লাগে এত সুন্দর একটি গ্রান এবং খেতেও মজা। ইলিশ আমাদের জাতীয় মাছ এই মাছ সকলেরই পছন্দ আপনি অসাধারণ সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

জি ভাইয়া ইলিশ মাছ সবার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।❤️

 2 years ago 

কি বলবো আপু দেখে তো জিভে জল চলে এলো। আপনি একা একা খাবেন‌ না । যদি একটু দাওয়াত পেতাম তাহলে অনেক ভালো হতো। সরষে ইলিশ তৈরি রেসিপি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

জি অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago (edited)

ওরে আপু এতো রাতে এটা কি রেসিপি দেখালেন। আমার খিদা লেগে গেছে আপনার মজাদার আর সুস্বাদু সরিষা ইলিশ রান্না দেখে।কালার টা দারুণ হয়েছে খেতে মনে হয় অনেক মজাদার হয়েছে আপু। ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।❤️

 2 years ago 

অনেক রকমের ইলিশ রেসিপি খেয়েছি কিন্তু ষরিষা ইলিশ এখনো খাওয়া হয়নি মনে হচ্ছে খুব লোভনীয় একটি রেসিপি ধন্যবাদ এবং শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।❤️

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63924.41
ETH 3120.23
USDT 1.00
SBD 3.88