প্যান কেক বানানোর রেসিপি||১০%বেনিফিসিয়ারিshy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে প্যান কেক বানানোর রেসিপি।

GridArt_20220210_225804644.jpg

*** উপকরণ***

১|ময়দা এক কাপ।
২|বেকিং পাউডার হাপ চামচ।
৩|তেল হাপ কাপ।
৪|ডিম একটি।
৫|দুধ এক কাপ।
৬|চিনি এক কাপ।
৭|ভ্যানেলা এসান্স এক চামচ।

GridArt_20220210_225931472.jpg

প্রস্তুত প্রণালী

*ধাপ:-১

প্রথমে একটি ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়ে মিশিয়ে দিতে হবে।

GridArt_20220210_230950315.jpg

*ধাপ:-২

এবং হাপ কাপ তেল দিয়ে দিতে হবে।

GridArt_20220210_231018978.jpg

*ধাপ:-৩

এক কাপ দুধ দিয়ে দিতে হবে।

GridArt_20220210_231051259.jpg

*ধাপ:-৪

এবং এক কাপ ময়দা এবং বেকিং পাউডার দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

GridArt_20220210_231109817.jpg

*ধাপ:-৫

মেশানো হয়ে গেলে ভ্যনেলা এসান্স দিয়ে আবার ও মিশিয়ে নিতে হবে।

GridArt_20220210_231139473.jpg

*ধাপ:৬

এবার একটা ফ্রাইপ্যান চুলায় দিয়ে গরম করে নিতে হবে।

GridArt_20220210_231204394.jpg

*ধাপ:-৭

এবার বানিয়ে রাখা বেটার ফ্রায়প্যান এ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

GridArt_20220210_231230950.jpg

*ধাপ:৮

এরপর ৩\৪মিনিট পর নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার প্যান কেক।

GridArt_20220210_225804644.jpg
এভাবে খুব সহজেই তৈরি হয়ে যাবে মজাদার প্যান কেক।আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে। @mithila19

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার প্যান কেক বানানোর রেসিপিটি অসাধারণ ছিলো। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি স্টেপ শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা অনেক অনেক ভালো ছিলো। আশা করি সামনে আরো এমন রেসিপি দেখতে পারবো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে প্যান কেক বানানোর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই প্যানকেক টি দেখে মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এর আগে কোনদিন এই খাবারটি খাবার সৌভাগ্য হয়নি। কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি এটি তৈরি করে একদিন খেয়ে দেখতে হবে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

কেক খেতে আমার খুবই ভালো লাগে
আমরা প্রায়ই শহরে যেয়ে কেক খাযই। কিন্তু বাসায় কখনো কেক বানিয়ে খাওয়া হয়নি। তবে আপনার কেকের রেসিপি টা দেখে অনেক কিছু শিখতে পারলাম ।এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

বাসায় ঝটপট কেক তৈরির মধ্যে প্যান কেকের জুরি নেই। কীভাবে কেক তৈরি করতে হয় সেই ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

এইভাবে কেক কখনো বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি। সবসময় বাজার থেকে কেক কিনে খাওয়া হয়। তবে বাড়িতে বানালে মে কি রকম স্বাদ হবে তা আমারো জানা। আপনি অনেক সুন্দর ভাবে কেক বানিয়েছেন আপু। আশা করি খুব তাড়াতাড়ি তৈরি করে খাওয়ার চেষ্টা করব।

 2 years ago 

জি ভাইয়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

কেক দেখে তো খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে একটি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি দেখতে। খেতে খুবই সুস্বাদু হয়েছে মনে হয়। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 

হ্যা ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপু আপনার প্যানকেক টি দেখে খুবই লোভনীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে যে খুবই মজাদার হয়েছে।তাছাড়া আপনি রান্নার পদ্ধতি ও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে প্যানকেক বানানোর রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। রেসিপিটি খুব সুন্দর হয়েছে। রেসিপি বানানোর ধরণ আমার বেশ ভাল লেগেছে। এত সুন্দর একটি কেক আমাদের মাঝে নিখুঁত ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

প্যান কেক বানানোর রেসিপি এই প্রথম দেখলাম। আগে এই ধরনের রেসিপি সাথে পরিচিত নই দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আগে কখনো এই ধরনের রেসিপি খাওয়া হয়নি ।খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্যানকেক কিভাবে বানাতে হয় আমি জানতাম না। আপনার মাধ্যমে শিখতে পারলাম। সত্যিই অনেক ভালো লাগছে এবং প্রয়োজনীয় উপকরণগুলা সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44