ঘুড়িও ফানুস উৎসবে দ্বিতীয় পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রথমেই জানিয়ে দেয় নতুন বছরের শুভেচ্ছা‌। এটি আমার এই বছরের প্রথম পোস্ট। বাংলা ব্লগের সাথে দিনটি শুরু করে আমার অনেক ভালো লাগছে।আজকে আমি আপনাদের সাথে ঘুড়িও ফানুস উৎসবে দ্বিতীয় পর্ব শেয়ার করবো। আগের পোস্টটিতে আমি আপনাদের সাথে ঘুড়ি ও ফানুস উৎসবের প্রথম পর্ব শেয়ার করেছি। ঘুড়ি ও ফানুস উৎসবে গিয়ে আমরা অনেক মজা করছিলাম। একটি ঘুড়ি কিনে আমরা ঘুড়ি উড়া ছিলাম। কিছুক্ষণ ঘুড়ি উড়ানোর পর আমি আমার আন্টি ও আম্মুকে আর খুঁজে পাচ্ছি না। এত মানুষের ভিড়ে কিছু বোঝাও যাচ্ছে না। আম্মুকে ফোন দিচ্ছিলাম কিন্তু আম্মুর ফোন যাচ্ছিল না। কারণ পদ্মার পাড়ে নেটওয়ার্ক খুবই কম ছিল। কিছু সময় খোঁজার পরে তো টেনশনে পড়ে গেলাম

IMG-20221231-WA0005.jpg

অনেকক্ষণ খোঁজাখুঁজি এরপর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে চারপাশে দেখার চেষ্টা করছি। প্রায় ৪০ মিনিট পরে আম্মুদের খুঁজে পেলাম। আম্মু বলল আম্মু আমাকে অনেক খুঁজেছে। আম্মুকে পেয়ে আবার খুশি হয়ে গেলাম। এত ভিড়ের মধ্যে আমি তো টেনশনের প্রায় শেষ।সব ঝামেলায় শেষ করে এবার আমরা গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকার দোকান অনেক ভিড় ছিল। অনেক কষ্টে আমরা চেয়ার পেলাম। কিছুটা সন্ধ্যা হওয়া শুরু হয়ে গেছে চারিদিকে ফানুস উড়ানো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ফুচকা এসে হাজির। তাড়াহুড়া করে আমরা ফুচকা শেষ করেছি। এই জন্য আর ফুচকার ছবিটা নিতে পারিনি। ফুচকার টেস্ট অনেক ভালো ছিল।

IMG-20221231-WA0029.jpg

আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে রংবেরঙের ফানুস। যে যার মত মানুষ উড়িয়ে দিচ্ছে। আমরাও তিনটি মানুষ কিনেছিলাম । এখানে সব কিছু দাম যেন ডাবল হয়ে গেছে। এমনি দোকানে ফানুস ৪০ টাকা পিস। এখানে ৬০ টাকা পিস নিচ্ছে। আগের থেকে জানলে বাইরের থেকে নিয়ে আসতাম। ছিলাম এখানে তো আছেই এর জন্য আর আনিনি।

IMG-20221231-WA0002.jpg

আমাদের আশপাশ দিয়ে অনেক ফানুস উঠছিল । অনেক মানুষ মানুষের সাথে ছবি তুলছিল। একসাথে এত ফানুস দেখে আমার অনেক ভালো লাগছিল। ছবিতে খুব একটা বোঝা যাচ্ছে না বাস্তবে আরো সুন্দর । এমন সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে আমার খুবই ভালো লাগছে।

IMG-20221231-WA0024.jpg

যত উপরে যাচ্ছে মনে হচ্ছে আকাশের রঙিন তারা উঠেছে। অনেকক্ষণ ফানুস উড়ানো দেখে আমাদের আর আসতে ইচ্ছে করছিল না‌। কি আর করার বাসায় তো আসতেই হবে। ভেবেছিলাম সবাই বেরিয়ে যাওয়ার আগে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই। তাহলে তো রাস্তায় অনেক জ্যাম হবে। যখন আমরা বের হতে গেলাম তখন তো ভোগান্তির শেষ নেই। আমাদের মত সবাইও বোধ হয় এমন প্ল্যান করেছিল😆। রাস্তায় এমন ভিড় হল পা রাখার জায়গা নেই। রিকশা তো দূরে থাক হেঁটে আসার ও উপায় নেই।

IMG-20221231-WA0003.jpg

এই জন্য ভাবলাম আর একটু পরে বের হই। এবার আমরা চার পাশে ফুল দিয়ে সাজানো দেখছিলাম। ফুল দিয়ে ও লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখে মনে হয় চোখ জুড়িয়ে যায়। অনেকক্ষণ দেখার পরে আমরা আবার বেরোনোর চেষ্টা করলাম। কিন্তু ভিড়ের কোন শেষ নেই। কি আর করার ওভাবে বেরিয়ে যেতে হবে।

IMG-20221231-WA0004.jpg

ভিড়ের মধ্যে রাস্তার উপরে উঠে একটি ছবি তুলে নিলাম। এখান থেকে যেন পুরোটা দেখা যাচ্ছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে দেখছি এই জন্য আরো ভিড়। আমরা আর দেরি না করে চলে এলাম। এই ভিড়ের মধ্যে কোন গাড়ি না পাওয়ার কারণে খালামনির বাসা পর্যন্ত হেঁটে এলাম। আনন্দের সাথে সাথে কিছুটা কষ্ট হয়েছে। বছরের শুরুতে আনন্দ মনে রেখে দুঃখটাকে ভুলে যাতে হবে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসGalaxy M31

০১/০১/২০২৩

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

আসলে এরকম মুহূর্ত কাটানোর মজাটাই আলাদা। মনে হচ্ছে খুবই ভালো একটি সময় অতিবাহিত করেছেন। মনে হচ্ছে যখনই ফানুস উড়ানো দেখেছিলেন সামনাসামনি একটু ভালই লেগেছিল আপনার। এরকম ফানুস সামনাসামনি দেখতেই ভীষণ ভালো লাগে। আপনি যখন আপনার আম্মুকে খুঁজে পাচ্ছিলেন না ওটা শুনে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি শেষের দিকে আপনার আম্মুকে খুঁজে পেয়েছেন এটা জেনে অনেক ভালো লেগেছে। আপনার কাটানো এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেখছি খুবই ভালো একটি সময় কাটিয়েছেন। আসলে নতুন বছরকে স্বাগতম জানাতে সবাই কালকে রাতে ফানুস উড়িয়েছে। ফানুস আমার খুবই পছন্দের। ছোটবেলায় বন্ধুদের সাথে এভাবে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য সবাই মিলে ফানুস উড়াতাম। খুবই ভালো একটি সময় কাটতো তখন। আপনার পুরো পোস্ট করে কিন্তু বেশি ভালো লেগেছে। আমি তো আপনার মায়ের জন্য টেনশনে পড়ে গিয়েছিলাম। অবশেষে আপনার মাকে পেলেন আমার টেনশন ও মুক্ত হলো। এত ভালো সময় কাটানোর পরে একটু কষ্ট করলে কিছু হয়। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঘুড়ি ও ফানুস উৎসবে খুব আনন্দ করেছেন দেখছি। এতগুলো ফানুস একসাথে দেখলে হয়তো আমারও আসতে ইচ্ছা করত না। আমি তো ফটোগ্রাফি তে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আমাদের বাসার ছাদ থেকে ফানুস প্রায় প্রত্যেক বছরই ওড়ানো হয়। তবে এই বছর হয়নি। যাইহোক আপু আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39