অনেকদিন পর ঘুরাঘুরিও খাওয়া দাওয়া।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও আমার অনেক ভালো লাগে। আজকে আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বিভিন্ন কাজের জন্য মাঝেমধ্যে বসুন্ধরায় যাওয়া হয়। কিন্তু কাজ শেষ করে বাসায় চলে আসা হয় কখনো খাওয়া হয় না। বেশ অনেকদিন আগে বসুন্ধরার খাবার ট্রাই করেছিলাম বেশ ভালো লেগেছিল। তাই ভাবলাম আজ যখন এসেছি বসুন্ধরার খাবার খেয়ে যাই। আমরা এসেছিলাম মোট চারজন। এই জন্য ভাবলাম আমরা চার রকম খাবার অর্ডার করবো। আমরা যেন চার রকম খাবারের টেস্ট বুঝতে পারি এর জন্য এভাবে অর্ডার করলাম।
এখানে যেহেতু পেমেন্ট আগে করতে হয় এজন্য আমরা আগে পেমেন্ট করে নিলাম। পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। খাবারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছিল।
এই খাবারটা আমার ভালো লেগেছে। বিশেষ করে চিকেন ফ্রাইটা খুবই মচমচে ছিল। চিকেন কারি ও আমার কাছে খুবই ভালো লেগেছে।
কিন্তু রাইসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই।
আমরা যেহেতু দোসা অর্ডার করেছিলাম এর জন্য দোসা দিতে দেরি হচ্ছিল। এরপরে চলে এলো আমাদের দোসা। দোসা খুবই ক্রিসপি ছিল। দোসার সাথে তিন রকমের তরকারি দিয়েছিল। এবং সাথে ছিল টক দই।টক দই সাথে সবজি ছিল।টক দই দিয়ে দোসা খেতে আমার অনেক ভালো লেগেছে।
খাওয়া-দাওয়া করার পর আমরা কিছু সময় গল্প করলাম। আমাদের মত আরও অনেকেই এসেছিল খাবার খাওয়ার জন্য।এখানে অনেকগুলো ফুড কোড রয়েছে । আমার মনে হয় আর প্রত্যেকটা দোকানের খাবার অনেক টেস্টি।
খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে এলাম নিচে।আজকে ঘুরাঘুরি আমার কাছে খুবই ভালো লাগলো।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
দেখার মত একটি রেস্টুরেন্টে আপনারা উপস্থিত হয়েছিলেন। বেশ ভালো লাগলো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। তবে সেখানে ভাত আপনার ভালো লাগেনি জেনে খারাপ লাগলো। যাইহোক তারপরও সুন্দর একটা মুহূর্ত পার করেছেন এবং সেই মুহূর্তে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক কিছু জানতে পারলাম।
মাঝে মধ্যে এভাবে ঘুরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। আর ঘুরাঘুরি করার পাশাপাশি খাওয়া-দাওয়া করতে তো আরো বেশি ভালো লাগে। আপনারা তো দেখছি ভীষণ মজার মজার খাবার খেয়েছেন। ঘুরাঘুরি করার পাশাপাশি খাওয়া দাওয়া করেছেন, মুহূর্তটা অনেক ভালো কেটেছিল বুঝতেই পারছি। মুহূর্তটা সুন্দর করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।