প্যান কেক তৈরির রেসিপি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে প্যান কেক তৈরির রেসিপি। প্যান কেক খেতে আমার অনেক ভালো লাগে। মাঝেমধ্যে সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তা প্যান কেক তৈরি করে খাওয়া হয়। এটি খুব সহজে বানানো যায়।প্যান কেক বাচ্চা খেতেও খুবই পছন্দ করে।
কলাম১ |
---|
ময়দা এক কাপ। |
বেকিং পাউডার হাপ চামচ। |
তেল হাপ কাপ। |
ডিম একটি। |
দুধ এক কাপ। |
চিনি এক কাপ। |
ভ্যানেলা এসান্স এক চামচ। |
প্রথমে একটি ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়ে মিশিয়ে দিতে হবে।
চিনি ভালোভাবে গোলে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে।
এবার পরিমাণ মতো ময়দা দিয়ে দিতে হবে। এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবার ব্রেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স ও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে।
এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে প্যান কেক তৈরি।
আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
ফটোগ্রাফার 📷 | @mithila19 |
---|---|
ডিভাইস | Galaxy M31 |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
ঠিক বলেছেন ভাইয়া বাচ্চাদের পাশাপাশি বড়দের কাছে ও এই রেসিপিটি পছন্দের হবে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
বাহ দারুণ লাগছে তো!খেতেও নিশ্চয়ই ভালোই হয়েছিল।প্রণালীও খুব একটা কঠিন ছিলনা।
নাস্তা হিসেবে বেশ ভালো একটা আইটেম।শুভ কামনা রইলো আপনার জন্য, ভালো কিছু হোক।
জি ভাইয়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল।প্যানকেক খুব সহজেই তৈরি করা যায়। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
কয়েকদিন থেকেই মজার মজার কেক দেখতে পাচ্ছি। আসলে কেকের রেসিপি দেখে ভালোই লাগছে। কেক খেতে যারা পছন্দ করে তারা সব সময় মজার মজার কেক তৈরি করার চেষ্টা করে। আপনার তৈরি করা কেকের রেসিপি খুব সহজভাবেই উপস্থাপন করেছেন। যাতে করে যে কেউ তৈরি করে খেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু।
আপনার কমেন্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। এ ধরনের কমেন্ট পড়লে কাজ করার উৎসাহ আরও বেড়ে যায়। শুভ কামনা রইল আপনার জন্য।
যে কোন কেক খেতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্যান কেক তৈরির রেসিপি বানিয়েছেন। প্যান কেক দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আমিও বাড়িতে বানানোর জন্য চেষ্টা করব প্যান কেক। সকাল বিকাল যে কোন সময় প্যান কেক খেতে ভালো লাগবে মনে হয়। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
যেকোনো কেক খেতে আমরা অনেক ভালো লাগে। জি আপু বানানোর চেষ্টা করে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনি দারুণ প্যান কেক তৈরি করেছেন।যেটি অনেক লোভনীয় ছিল।কেক খেতে আমার খুবই ভালো লাগে।খুব সহজেই আপনি মজার কেক তৈরি করেছেন যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে।ধন্যবাদ আপু।
জেনে ভাল লাগল যে প্যান কেক আপনার ভালো লাগে। ঠিক বলেছেন আপু এ ধরনের কেক বাচ্চারা অনেক পছন্দ করে। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।
ওয়াও আপু প্যান কেক দেখেই তো খেতে ইচ্ছে করছে।আমি নরমাল কেক তৈরি করেছি।কখনো প্যানকেক তৈরি করিনি।আপনার রান্নার প্রতিটি ধাপ দেখে একদিন তৈরি করবো।বেশ সুন্দর ভাবে বর্ণনা করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কেক রেসিপিটি শেয়ার করার জন্য।
জেনে ভালো লাগলো যে আমার প্যান কেক দেখে আপনার খেতে ইচ্ছে করছে। প্যান কেক তৈরি করে দেখবেন নিশ্চয়ই অনেক ভালো লাগবে। শুভ কামনা রইল আপনার জন্য।