রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি| |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-school ||

হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি "আমার বাংলা ব্লগ" পরিবারের সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন,সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দেখতে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছি। এই ওয়ালমেট টি তৈরি করতে আমাকে বেশ সময় ও পরিশ্রম দিতে হয়েছে। আপনাদের কাছে যদি আমার তৈরিকৃত রঙিন কাগজের ফুলের ওয়ালমেটটি ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। এই সুন্দর দেখতে ফুলের ওয়ালমেটটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

IMG_20220511_213827.jpg

উপকরণ সমূহ:

১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা
৪. পুতি

ধাপ-০১

IMG_20220511_214309.jpg

প্রথমে মাপমতো একটি রঙিন কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20220511_201156.jpg

এরপর কাগজটি ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220511_214327.jpg

এরপর কাগজটি আবারো একই ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20220511_214354.jpg

এভাবে কাগজটিকে মোট চারটি ভাঁজ দিয়ে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20220511_214406.jpg

এরপর কাগজের উপর পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20220511_214417.jpg

এরপর পেন্সিলের দাগ বরাবর কাগজটি সিজার দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-০৭

IMG_20220511_202819.jpg

এরপর কাগজটিকে খুলে নিলেই তৈরি হয়ে গেল ফুল।

ধাপ-০৮

IMG_20220511_202902.jpg

এভাবে আরো একটি ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20220511_214439.jpg

এরপর একটি ফুলের পাপড়ি এভাবে কেটে নিয়েছি।

ধাপ-১০

IMG_20220511_203427.jpg

এরপর ফুলের কেটে নেওয়া পাপড়ির সাথে পাশের পাপড়িটি আঠা দিয়ে জুড়ে এভাবে ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১১

IMG_20220511_214514.jpg

এরপর একটি ফুলের উপর আরেকটি ফুল এভাবে বসিয়ে দিয়েছি।

ধাপ-১২

IMG_20220511_214506.jpg

এরপর ফুলের মাঝখানে আঠা দিয়ে একটি পুতি লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৩

IMG_20220511_214540.jpg

এরপর কালো মার্কার পেন দিয়ে ফুলের ভেতরে এভাবে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-১৪

IMG_20220511_214601.jpg

এভাবে মোট তিনটি ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-১৫

IMG20220511205323.jpg

এরপর কাগজ দিয়ে তিনটি স্টিক তৈরি করে নিয়েছি

ধাপ-১৬

IMG20220511205850.jpg

এরপর স্টিক তিনটি আঠা দিয়ে ত্রিভুজের মতো আকৃতি করে লাগিয়ে নিয়েছি।

ধাপ-১৭

IMG_20220511_214626.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা ফুলগুলো স্টিকের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৮

IMG_20220511_214649.jpg

এরপর গোল করে তিনটি কাগজ এভাবে মুড়িয়ে নিয়েছি।

ধাপ-১৯

IMG_20220511_213938.jpg

এরপর সুতার মধ্যে পুতি দিয়ে আঠা লাগিয়ে গোল করা কাগজ গুলো ফুলের ফ্রেমে ঝুলিয়ে দিয়েছি। এভাবে আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দেখতে একটি ফুলের ওয়ালমেট তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20220511_214146.jpg

IMG_20220511_213756.jpg

IMG_20220511_213827.jpg

Devicerealme 8,5G
Camera64 mp
Photo byMithila-Akter

IMG_20220510_231233.jpg

আমি মিথিলা আক্তার। আমি একজন হাউস ওয়াইফ। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ।আমি প্রকৃতির বিভিন্ন অজানা রহস্য সম্পর্কে জানতে খুব ভালোবাসি এবং আমি আমার মাতৃভূমিকে খুব ভালোবাসি। আমি বাঙালি তাই আমার গর্ব হয় নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে এবং নিজের মাতৃভাষায় কথা বলতে।

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

 2 years ago 

এই ফুলের ওয়ালমেট আমিও তৈরি করেছিলাম আমি মনি, তবে আলাদা ডিজাইনে আপনার ওয়ালমেটটি কিন্তু অসাধারণ হয়েছে, অনেক দক্ষতার সম্পুর্ন কাজ করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।

 2 years ago 

আপনি আজকে আমাদের সাথে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনি আমাদের সাথে আজকে যে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন এটি যদি দেয়ালে টানানো যায় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। খুবই সুন্দর করে আপনি উপস্থাপনা করেছেন এবং তৈরি করার প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। আপনার ওয়ালমেট এত সুন্দর ভাবে দেয়ালে ফুটে উঠেছে যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। সেই সাথে আপনার ওয়ালমেট বানানোর দক্ষতা থেকেও আমি বিমোহিত হয়ে গেছি। এত সুন্দর ভাবে ধাপে ধাপে ওয়ালমেট বানানোর পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি বেশ চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন, এর ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন একটি ঘরকে সাজিয়ে তোলার জন্য এই ওয়ালমেট একদম পারফেক্ট।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু দেখতে এতটাই আকর্ষণীয় মনে হচ্ছে যেন বারবার দেখি। এরকম সুন্দর ওয়ালমেট তৈরি করে ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আপনি খুবই সুন্দর করে ওয়ালমেট তৈরির পদ্ধতিটি আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই ওয়ালমেট টি তৈরি করতে আমাকে বেশ সময় ও পরিশ্রম দিতে হয়েছে

আসলে আপু ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে একটু বেশী পরিশ্রম হয়। তারপরও সেই পরিশ্রমটা আর পরিশ্রম মনে হয়না যখন ওয়ালমেট দেখতে সুন্দর লাগে। আপনার তৈরি করা এই ওয়ালমেট ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করতে হয়।

 2 years ago 

আপনার এত সুন্দর ওয়ালমেট আমাকে মুগ্ধ করেছে বোন। আপনি প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত খুব ভালোভাবেই উপস্থাপন করেছেন। যারা রঙ্গিন কাগজের কাজ জানে না, অবশ্যই আপনার এই ওয়ালমেট দেখে উৎসাহিত হয়ে রঙিন কাগজ হাতে ধরবে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে ওয়ালমেট এর উপরে থাকা পুতি লাগানো ফুলগুলো ওয়ালমেট এর সৌন্দর্য অনেক বাড়িয়ে তুলেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপু। ফুল গুলো এত সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য ওয়ালমেট টি দেখতে আরো আকর্ষণীয় লাগছে। এরকম ফুলের ওয়ালমেট ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56522.91
ETH 2330.97
USDT 1.00
SBD 2.33