You are viewing a single comment's thread from:
RE: কালী পুজো পরিক্রমন।। পর্ব-০৩।। নভেম্বর-০৫/১১/২০২২।।
কালী পূজো যে এত সুন্দর হয় ত আপনার পোস্টের ছবি দেখে বুঝলাম। বারাসাতের পূজোর মণ্ডপ অনেক দেখেছি , অনেক সুন্দর হয়। আপনি নীলগঞ্জ গিয়ে ভালো করেছেন, কারণ একদম ভিন্নরকম কিছু আয়োজন দেখতে পেলাম। এই মণ্ডপ গুলো অন্য যেগুলো দেখেছি তাদের থেকে সম্পূর্ন ভিন্ন। অনেক সুন্দর সাজিয়েছে। লেকের উপর মণ্ডপ কত চমৎকার আইডিয়া । আপনার ছবিগুলো চমৎকার লেগেছে। ধন্যবাদ দাদা।
কলকাতার সব পুজো বা যাবতীয় যে কোন অনুষ্ঠান খুব বড় এবং ধুমধাম করে করা হয়। আসলে এখানকার মানুষ এতটাই কর্ম ব্যস্ত যে, বিনোদন করার সময় তারা খুব কমই পায় এবং যখন পায়,তখন সেটাকে পুরোপুরি উপভোগ করার চেষ্টা করে।