লেভেল ৪ হতে আমার অর্জন || @miratek

in আমার বাংলা ব্লগ2 years ago

আশা করি সবাই ভাল আছেন। আমি আজ লেভেল- ৪ এর লিখিত পরিক্ষা দিব। আমি শ্রদ্ধা জানাচ্ছি 'আমার বাংলা ব্লগ' লেভেল-৪ এর সম্মানিত প্রফেসারদের, যাদের থেকে লেভেল-৪ এ অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি।এখন আমি লেভেল-৪ এ যা অর্জন করেছি তা পরীক্ষার মাধ্যমে নিচে দিয়েছি-

20220810_162003.jpg

প্রশ্ন ঃ p2p কি?

p2p হলো person to person ট্রান্সফার । একজনের একাউন্ট থেকে অন্য কাউকে steem, SBD & TRX ট্রান্সফার করাকে P2P বলা হয় । p2p করার ক্ষেত্রে আমার বাংলা ব্লগের কিছু বিধি নিষেধ রয়েছে ।p2p করে আমার বাংলা ব্লগে BUY, SELL সম্পূর্ণ নিষিদ্ধ তবে আমরা যদি কোন ডোনেশন বা গিফট দিতে চাই সেটা আমার বাংলা ব্লগ এলাউ করে তবে অবশ্যই মেমোতে কারণ উল্লেখ করতে হবে।

প্রশ্ন ঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমেই প্রাইভেট এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেট এ লগিন করব।এরপর ওয়ালেটে প্রবেশ করে স্টিম ডলারের পাশের ড্রপডাউনে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করবো। এরপর স্ক্রিনশট অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং রেডমার্ক অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলে আমাদের SBD transfer সম্পুর্ণ হবে ।
p2p এর মাধ্যমে আমার Steemitএকাউন্ট থেকে @level4test একাউন্ট এ SBD ট্রান্সফার স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলোঃ

p2p sbd transfer 1.png


p2p sbd transfer 2.png


p2p sbd transfer 3.png


p2p sbd transfer 4.png

প্রশ্ন p2p এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে ওয়ালেট এ লগিন করে Steem এর পাশের ড্রপডাউনে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। এরপর স্ক্রিনশট অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং রেডমার্ক অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলে আমাদের Steem transfer সম্পুর্ণ হবে ।
P2P এর মাধ্যমে আমার Steemitএকাউন্ট থেকে @level4test একাউন্ট এ Steem ট্রান্সফার স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হলো-


p2p steem transfer 1.png


p2p steem transfer 2.png

p2p steem transfer 3.png

প্রশ্ন p2p এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে ওয়ালেট এ লগিন করতে হবে তারপর TRX এর পাশের ড্রপডাউনে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। এরপর স্ক্রিনশট অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং রেডমার্ক অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলে আমাদের TRX transfer সম্পুর্ণ হবে । এক্ষেত্রে ট্রন প্রাইভেট কি ব্যবহার করা হয়েছে।
p2p এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্ট এ TRX ট্রান্সফার স্ক্রীনশটের মাধ্যমে দেখানো হল-

p2p trx transfer 1.png


p2p trx transfer 2.png


p2p trx transfer 3.png


p2p trx transfer 4.png


p2p trx transfer 5.png

প্রশ্ন Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমে প্রাইভেট এক্টিভ কী দিয়ে ওয়ালেটে লগিন করতে হবে। এরপর ৩ ডট এ ক্লিক করে Currency Market এ ক্লিক করব।এরপর Buy Steem সেকশন এর নিচে Price এর ঘরে আমরা সেল অর্ডার থেকে পছন্দমতো price সিলেক্ট করব। Total এর ঘরে কত SBD পরিমান Steem কিনব তা দিয়ে দিব। তারপর Buy Steem এ ক্লিক করব। তারপর ok ক্লিক করব।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

currency market.png

0.1 sbd to steem.png

ok to confirm order.png

প্রশ্ন Poloniex Exchange site এ একটি Account Create করুন।

একাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে poloniex এ যেতে হবে তারপর সাইন আপ এ ক্লিক করতে হবে। তারপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর একটি কেপচা ভেরিফিকেসান করব । তারপর টারমস এন্ড কন্ডিসান এর বক্স এ টিক দিব। তারপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তারপর ইমেইল এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

click sign up.png

sign up submit new.png

প্রশ্ন আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

Poloniex একাউন্টে লগিন করে নিব। এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে। এরপর Deposit থেকে search এর মাধ্যমে steem সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে একটা মেমো এবং ঠিকানা পাওয়া যাবে সেই মেমো এবং ঠিকানাটি আমাদের কপি করতে হবে। তারপর আমাদের Steemit Wallet এ লগিন করতে হবে। তারপর Steem থেকে ট্রানফার অপশনে যেতে হবে। এরপর টু তে লিখতে হবে কপি করা ঠিকানা এবং এমাউন্ট দিয়ে কপি করা মেমো পেস্ট করতে হবে। তারপর Next বাটনে ক্লিক করতে হবে। এর পর সব ঠিক থাকলে Ok বাটনে ক্লিক করতে হবে।আমাদের পলোনিক্স এর Activity পেইজ এ স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে।৫০ কনফার্মেশন সেকেন্ড পর তা Deposited হয়ে আমাদের ব্যালেন্স এ এড হয়ে যাবে। নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

wallet.png

deposit.png

search steem.png

click steem.png

copy poloniex.png

copy memo.png


transfer to account.png


ok to transfer.png


steem reduced.png

প্রশ্ন আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

Poloniex একাউন্টে লগিন করে নিব। তারপর ওয়ালেটে ক্লিক করতে হবে। তারপর Deposit থেকে search এর মাধ্যমে TRX সিলেক্ট করতে হবে। তারপর Deposit On Tron এ ক্লিক করতে হবে এবং address কপি করতে হবে। তারপর স্টিমিট ওয়ালেটে TRX এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে। এর পর Switch to Tron এ ক্লিক করতে হবে। তারপর কপি করা এড্রেসটি পেস্ট করব এবং এমাউন্ট এর ঘরে কত এমাউন্ট Trx করব তা দিতে হবে। এর পর next এ ক্লিক করতে হবে। তাহলেই ট্রান্সফার হয়ে যাবে।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

wallet.png

search trx.png

copy code.png

copy address.png

paste address in trx transfer TO.png

click ok.png

tron private key & transfer.png

trx transaction history.png

প্রশ্ন Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

Steem এর ক্ষেত্রে-
প্রথমে Poloniex এর Trade এ ক্লিক করে Spot এ ক্লিক করবো। তারপর বাম দিক থেকে সার্চ অপশনে গিয়ে steem search দিবো।এরপর Steem/USDT pair টি সিলেক্ট করব ।এরপর sell এ ক্লিক করে Price এবং Amount লিখবো। Price লিখার ক্ষেত্রে Order book টি ভালোভাবে দেখে তারপর প্রাইস নির্ধারণ করব। তারপর Sell Steem এ ক্লিক করবো। এরপর Wallet এ দেখব আমার Steem গুলো Usdt তে Convert হয়ে গিয়েছে।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

trade.png



steemusdtsellpriceamount avalablebalance.png

TRX এর ক্ষেত্রে-
প্রথমে Poloniex এর Trade এ ক্লিক করে Spot এ ক্লিক করব।তারপর বাম দিক থেকে সার্চ অপশনে গিয়ে TRX search দিব।এরপর TRX /USDT pair টি সিলেক্ট করব ।এরপর sell এ ক্লিক করে Price এবং Amount লিখব। Price লিখার ক্ষেত্রে Order book টি ভালোভাবে দেখে তারপর প্রাইস নির্ধারণ করব। তারপর Sell TRX এ ক্লিক করব। এরপর Wallet এ দেখব আমার Steem গুলো Usdt তে Convert হয়ে গিয়েছে।
নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল-

trade.png

sell trx price amount.png

আমি লেভেল ৪ থেকে যা শিখেছি চেষ্টা করেছি সব কিছু সুন্দর ভাবে স্ক্রিনশটের মাধ্যমে বর্ণনা করতে। @Nowrin আপু আমার পোস্টটি দেখে আপনার মন্তব্য জানাবেন।

Sort:  
 2 years ago 

আপনি লেভেল ৪ থেকে অনেক কিছু অর্জন করেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। এই লেবেলটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই প্লাটফর্মে কাজ করার জন্য। আপনার উপস্থাপনা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মুল্যবান কমেন্টের জন্য। আমি চেষ্টা করেছি লেভেল ৪ থেকে যা শিখেছি তা এখানে শেয়ার করার জন্য। আমি ক্লাশ করেই বুঝেছি যে লেভেল ৪ আমাদের জন্য অনেক গুরুত্তপূর্ণ।

 2 years ago 

দেখে মনে হলো সবগুলো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়েছেন।আশা করি এই লেভেল ও উত্রে যাবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি যা শিখেছি সব ঠিকঠাক উত্তর দেয়ার জন্য। দোয়া করেন যেন লেভেল ৪ পাশ করে যাই।ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য।

 2 years ago 

একটা সময় আমিও লেভেল 04 এর পরীক্ষা দিয়েছিলাম। খুব ভালো কেটেছিল সেই সময় গুলো। অনেক কিছু শিখেছিলাম। আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি ও অনেক কিছু শিখেছেন। যাইহোক ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি সব গুছিয়ে উপস্থাপন করার জন্য। সত্যিই এই লেভেল অন্য লেভেল থেকে আলাদা, অনেক কিছু শিখেছি।

 2 years ago (edited)

বোঝা যাচ্ছে আপনি লেভেল ফোর হতে অনেক কিছু শিখে নিয়েছেন বা নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছেন। আর একটি ধাপ পার করার পরে আপনাদের ভেরিফাইড করে দেয়া হবে। এগিয়ে জান নিজের সৃজনশীলতা কে সঙ্গে নিয়ে সামনের দিকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য। আমারও মনে হচ্ছে আমি অনেক কিছু জানতে পেরেছি লেভেল ৪ থেকে। দোয়া করবেন যেন লেভেল ৪ ঠিকঠাক পার হতে পারি।

 2 years ago 

সুন্দর এক্সাম দিয়েছেন এবং বেশ গোছানো ছিলো।আপনার জন্য শুভকামনা রইলো, লেভেল 4 এর সকল নিয়ম কানুন মেনে চলবেন এবং নিজের অ্যাকটিভিটিজ বৃদ্ধি করবেন।

 2 years ago 
আপু সরি রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আমাকে লেভেল ৪ এর ট্যাগ দেয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব লেভেল ৪ এর সকল নিয়ম কানুন মেনে চলতে এবং এক্টিভিটিজ বাড়াতে। আমার পোস্টে মন্তব্য দেয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69076.52
ETH 2742.00
USDT 1.00
SBD 2.72