ম্যান্ডেলা। সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট।। 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। শীত কি চলে গেল? শুরুতে শুনছিলাম জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস অনেক শীত থাকবে। জানুয়ারিতে শুরুর দিকে অনেকটা শীত অনুভব হলেও শেষের দিকটায় একদম শীত ছিল না বললেই চলে । এই যেমন গতকাল রাতে ফ্যান ছেড়ে ঘুমাতে হয়েছে। আজ সারাদিন অনেক গরম লেগেছে। শীতকালে শীত না থাকলে কেমন যেন বেমানান লাগে।


IMG_20230127_203735.jpg

যাই হোক আজ আমি আপনাদের সাথে একটি সূর্যমূখী ফুলের ম্যান্ডেলা চিত্র অংকন করে দেখাব। আমার ম্যান্ডেলা চিত্র সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইট হয় কিন্তু আজ কালারফুল ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। নিচে ধাপে ধাপে আমি ম্যান্ডেলা চিত্র অংকন দেখিয়েছি।

চিত্র অংকন করতে যা যা লেগেছে

A4 সাইজ পেপার
পেন্সিল
মার্কার পেন
কম্পাস
ইরেজার
শার্পনার

চিত্র অংকন পদ্ধতি

ধাপ ০১

IMG_20230127_202049.jpg

প্রথমে কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে তিনটি বৃত্ত একে নিয়েছি।

ধাপ ০২

IMG_20230127_202120.jpg

এইবার মাঝের বৃত্তকে মার্কার পেন দিয়ে গাঢ় করে দিয়েছি এবং তিনটি বৃত্তের মাঝ বরাবর একটি ডিভাইডার দিয়েছি।

ধাপ ০৩

IMG_20230127_202250.jpg

IMG_20230127_202318.jpg

IMG_20230127_202400.jpg

IMG_20230127_202445.jpg

এই ধাপে প্রতিটি বৃত্তের উপর মার্কার পেন দিয়ে ফুলের পাঁপড়ি একে দিয়েছি।

ধাপ ০৪

IMG_20230127_202529.jpg

এই ধাপে ফুলের নিচে আমি মার্কার পেন দিয়ে ডাল এবং পাতা একে দিয়েছি।

ধাপ ০৫

IMG_20230127_202605.jpg

IMG_20230127_202646.jpg

এই ধাপে আমি ফুলের মাঝের বৃত্তে বামে এবং ডানে ছোট ছোট ম্যান্ডেলা আর্ট করেছি।

ধাপ ০৬

IMG_20230127_202745.jpg

IMG_20230127_202833.jpg

IMG_20230127_202927.jpg

এই ধাপে বাম পাশের ফুলের পাপড়িগুলো তে ছোট ছোট ম্যান্ডেলা আর্ট করেছি।

ধাপ ০৭

IMG_20230127_203023.jpg

এই ধাপে আমি ডান পাশের ফুলের পাপড়িগুলো তে ছোট ছোট আর্ট করে দিয়েছি।

ধাপ ০৮

IMG_20230127_203125.jpg

এই ধাপে ফুলের পাতার রঙ সবুজ করে দিয়েছি

ধাপ ০৯

IMG_20230127_203238.jpg

IMG_20230127_211715.jpg

এই ধাপে ফুলের ডান পাশের পাপড়িগুলো হলুদ রং করে দিয়েছি এবং ডাল হালকা বাদামি রং করে দিয়েছি। এখন দেখতে অনেক সুন্দর লাগছে।

ধাপ ১০

IMG_20230127_203403.jpg

এই ধাপে আমি চিত্রে আমার সাইন দিয়েছি।

শেষ ধাপ

IMG_20230127_203735.jpg

এই ধাপে আমার চিত্র আকা সম্পন্ন হয়েছে।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়ফুলের ম্যান্ডেলা আর্ট
ক্রেডিট@miratek
লোকেশনওয়ারী, ঢাকা

আশা করি আমার ম্যান্ডেলা আর্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। মেন্ডেলা আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। ফুল দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগছে। রং করাতে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ধাপে ধাপে এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আগের তুলনায় শীত অনেকটা কমেছে। তবে ফ্যান ছাড়ার মত পরিবেশ তৈরি হয়নি। উত্তরবঙ্গে এখনো বেশ ঠান্ডা। শীতের প্রকোপ রাত হলে ভালোই বুঝতে পারা যায়। সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে একেবারে সূর্যমুখী ফুলের মতই লাগছে।আপনি অনেক দক্ষতার সাথে সূর্যমুখী ফুলের এই সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমি চিন্তা করছিলাম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের তীব্রতা অনুভব করব।কিন্তু কিছু কিছু মানুষ শীতকে এত নিন্দা জানাচ্ছিল অবশেষে শীত রাগ করে চলে গেল😅।আজকের সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে।আপনার ম্যান্ডেলা আর্ট এর মধ্যে অনেকগুলো কালার মিশ্রন করেছেন যা ফুলটিকে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার আজকের ম্যান্ডেলা আর্ট দারুন ছিল দেখতে।

 2 years ago 

জানুয়ারি মাসে সবসময় শীত থাকে ফেব্রুয়ারি মাসে তো শীত থাকেই না বললেই চলে, এবারও ঠিক তাই হয়েছে। আর আমিও দু তিন দিন ধরে ফ্যান ছেড়েই ঘুমাই। রাতে ফ্যান ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে ভালোই লাগে। আপনি কিন্তু খুব সুন্দর একটি সূর্যমুখীর ম্যান্ডেলা আর্ট করেছেন।এ ধরনের আর্ট এমনিতেই ভালো লাগে তারপরে সূর্যমুখী সহকারে আঁকার জন্য আরো বেশি ফুটেছে দারুন লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন, দেখতে দেখতে শীত শেষ হয়ে গেল। সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও! সূর্যমুখীর ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখতে খুব অসাধারণ লাগছে☺️।আপনার এটি আকঁতে অনেক সময় ও ধৈর্য্য লেগেছে।
আমারও আর্ট করতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই দেখতে দেখতে শীত শেষ হয়ে গেল। আর এই সময়টাতে সূর্যমুখী ফুল খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সূর্যমুখী ফুলের চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শীত তো মনে হয় চলেই গেছে। আপনি যে এত সুন্দর আর্ট পারেন তা তো আগে বুঝিনি। একেবারে তাক লাগিয়ে দিলেন তো। অনেক সুন্দর করে একটি সূর্যমুখী ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আবার কালার কম্বিনেশনও ছিল বেশ। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

বাহ! দুইপাশে দুই রকমের ডিজাইন। এটা এদকম অন্যরকমের ম্যান্ডেলা আর্ট হয়েছে ভাইয়া। আপনার অঙ্কনের হাত তো বেশ ভালো! সামনে আরও আর্ট দেখবো আশা করি

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60255.54
ETH 2640.76
USDT 1.00
SBD 2.55