DIY। রঙিন কাগজ দিয়ে ফুল (ক্র্যাফট) তৈরী।10% beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেকেই ভুলে গিয়েছেন এটাও একটি প্রফেশনাল জায়গা। এখানেও ফাউন্ডার বা চেয়ারম্যান আছেন যেমন দাদা, সিনিয়র ম্যানেজমেন্ট আছেন যেমন এডমিন, মিডল ম্যানেজমেন্ট আছেন যেমন মডারেটর। আর আমরা যারা ভেরিফায়েড মেম্বার রা আছি তারা এমপ্লয়িজ হিসেবে ধরতে পারেন। এখানে দাদা চাইলে একদম অফিসের মতই ট্রিট করতে পারতেন। সেক্ষেত্রে কি হত একদম রিজার্ভ একটি পরিবেশের সৃষ্টি হত, এডমিন মডারেটরদের সাথে কাজ ছাড়া কোন কথাই বলতে পারতাম না দাদার সাথে ত দূরের কথা। কিন্তু দাদা এখানে নিজেকে মালিক হিসেবে না দেখিয়ে আমাদের সাথে মিলেমিশে আছেন। মাঝে মাঝে দাদাকে জেনারেল চ্যাট এ দেখে আমি অবাক হই যে উনি ফাউন্ডার হয়েও আমাদের সাথে কথা বলতে আসেন। কতটা ফ্রি করে রেখেছেন নিজেকে । আমরা উনার সাথে কথা বলতে পারছি এটা কত বড় একটি ব্যাপার। আর হ্যাং আউট এ দাদা কখন আসবে সেই অপেক্ষায় থাকি আমরা। কারণ দাদা কথা বলা মানে, নতুন কিছু শিখা যায়, আমাদের জন্য এই প্ল্যাটফর্ম এর ডেভলপমেন্ট নিয়ে ভাবছেন তার সম্মন্ধে জানা যায়। আর আমরা করছি কি উনার ফ্রি হওয়ার সুযোগ নিয়ে উনাকে ই সরাসরি বিভিন্ন কারণে অকারণে মেসেজ করে যাচ্ছি। আমার কথায় দয়া করে কেউ রাগ করবেন না। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি । আমি জানি একটি কর্পোরেট প্রফেশনাল এনভায়রনমেন্ট কতটা রিজার্ভ হয় । সেখানে আমরা সর্বোচ্চ ডিরেক্টর পর্যন্ত কথা বলতে পারি তাও ম্যানেজার এন্ড এভাব যারা আছেন তারা বলতে পারেন। মালিক এর সাথে এত বছরেও একবার কথা বলার সুযোগ হয়নি। গতকাল হ্যাং আউট এ কথাগুলো শুনে খুব খারাপ লেগেছে তাই আমি কথাগুলো লিখলাম। যারা দাদাকে ডি এম করে বিরক্ত করেছেন তারা একটু সতর্ক হোন। বেশিরভাগ মেম্বার এখানে খুব ভালোভাবে কাজ করতে চাই। এই পরিবেশ নষ্ট যেন না হয় সেদিকে আমাদের সবার নজর দেয়া উচিৎ। আমিও সুন্দরভাবে সুন্দর পরিবেশে কাজ করতে চাই তাই এই কথাগুলো শেয়ার করলাম। যাই হোক আজ আমি একটি ডাই এর কাজ শেয়ার করব।


IMG_20230113_100032.jpg


ফুল বানাতে যা যা লেগেছে


রঙিন কাগজ
কাঁচি
কলম

ফুল তৈরীর পদ্ধতি


ধাপ ০১

IMG20230113094441.jpg

প্রথমে আমি একটি নীল রঙের A4 সাইজের কাগজ নিয়েছি।

ধাপ ০২

IMG20230113094522.jpg

IMG20230113094719.jpg

এই ধাপে কাগজটি চিত্রের মত স্কয়ার করে ভাজ করে নিচের অংশ কেটে নিয়েছি।

ধাপ ০৩

IMG20230113094719.jpg

এই ধাপে স্কয়ার ভাজকে মাঝ বরাবর আরও একটি ভাজ দিয়েছি।

ধাপ ০৪

IMG20230113095043.jpg

এই ধাপে আমি মাঝ বরাবর আরো একটি ভাজ দিয়েছি।

ধাপ ০৫

IMG20230113095315.jpg

এই ধাপে আমি যে সেপ এ ফুল কাটব সেই সেপ এ কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ ০৬

IMG20230113095751.jpg

IMG20230113095819.jpg

এই ধাপে আমি কলম দিয়ে দেয়া দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

শেষ ধাপ

IMG_20230113_100032.jpg

এই ধাপে আমার ফুলের ভাজ খুলে দিয়েছি এবং আমার কাগজের ফুল তৈরী হয়েছে ।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়ক্র্যাফট ডাই প্রজেক্ট
ক্রেডিট@miratek
লোকেশনওয়ারী, ঢাকা

আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

এটাই স্বাভাবিক ভাইয়া এই ধরনের চাকরিতে মালিকের সাথে দেখা হওয়াটা যেন পুরোটাই অসম্ভব ব্যাপার।

রঙিন কাগজ কেটে দারুন একটা নকশা তৈরি করার পদ্ধতি কি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের নকশাগুলো তৈরি করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় কেননা একটু ভুল হলেই পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। আপনার ফুলটি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদেরকে দেখেছেন আপনার তৈরী রঙিন কাগজের ফুল। আপনি খুব সুন্দর ভাবে বর্ণনাও করেছেন। ধরে ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই,গতকাল হ্যাংআউটে ওই নিউজটা শোনার পর মুডটাই অফ হয়ে গিয়েছে।দাদাকে ছাড়া পরিবেশটা কেমন যেন ছিল।আশা করি,উনি আবার আমাদের সাথে জয়েন হবেন।

সুন্দর ছিল৷ ক্রাফটটা।ভালো লেগেছে।শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলটি আপনি খুব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। রঙিন কাগজ দিয়ে ফুল টি তৈরি করাতে আরো সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দাদা আমাদের সাথে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলেই হয়তো আমরা একটি সুন্দর কমিউনিটি পেয়েছি। আসলে আমাদের সবাইকেই হয়তো আরো সতর্ক হতে হবে এবং দাদাকে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। যাই হোক থাক সেসব কথা। আশা করছি সবাই নিজেদের ভুলগুলো শুধরে নেবে। আপনার তৈরি করা রঙিন কাগজের নকশাটি খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে যেকোন নকশা করলেই দেখতে ভালো লাগে।

 2 years ago 

ভাল প্রত্যাশা নিয়েই এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাগজ তৈরি ফুল ফল নানা শিল্প কর্মকে অরিগ্যামি বলে।জাপানে এটা ব্যাপক চর্চিত একটা শিল্প।রাজশাহীর একজন ভদ্রমহিলা কাগজ দিয়ে বহু শিল্প কর্ম করেছেন এবং পত্র পত্রিকায় এ নিয়ে লেখালেখি হয়েছে। আপনার কাগজ দিয়ে এত সুন্দর ফুল বানানোয় আমার মনে হয়অরিগ্যামিতে চর্চা করলে আপনি অনেক দুর যেতে পারবেন। অনেক সুন্দর হয়েছে আপনার ফুলটি।

 2 years ago 

আপনাদের উৎসাহ পেয়েই কাজ করার আগ্রহ পাই। ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে রঙিন কাগজ কেটে এই ফুলটি তৈরি করেছেন দেখে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রঙিন কাগজের তৈরি যে কোনো জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফুলগুলো কাটার সময় যদি একটু এলোমেলো হয় তাহলে পুরো ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কালারটা কিন্তু খুবই ভালো হয়েছে। খুবই নিখুঁতভাবে কেটেছেন। আপনার উপস্থাপনা দেখে যে কেউ তৈরি করতে পারবে এটি খুবই সহজে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
খুবই দরকারী ও বাস্তবসম্মত কিছু কথা বলেছেন। পড়ে খুব ভালো লাগলো।আসলে আমাদের মাথায় যে কেন এমন ভুত চাপে তা বুঝি না।আমাদের সুন্দর পরিবেশটাকে মুস্টিমেয় কিছু লোক বাধাগ্রস্ত করছে।যেখানে দাদা আমাদের জন্য এত কিছু করছেন। আর বার বার দাদাকে ডিম করা মানেই হয় না।কারন তিনি খুবই ব্যস্ত। তাই উনাকে বারবার ডিস্টার্ব করে আমাদের সুন্দর পরিবেশকে যাতে বিনষ্ট না করতে পারে। সেই ব্যাপারে আমাদের সকলকেই সজাগ থাকতে হবে।যাইহোক, আপনার রঙিন কাগজ দিয়ে ফুলের (ক্র্যাফট)টি দেখতে খুব অসাধারণ হয়েছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুলের (ক্র্যাফট) করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে খুব মূল্যবান কথা বলছেন।আসলে আমাদের সবার সতর্ক হওয়া উচিত দাদাকে যেন ডি এম করে বিরক্ত করা থেকে বিরত থাকি।আপনি খুব সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য এবং মূল্যবান কিছু কথা বলার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন । দেখে খুব ভালো লাগলো। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করে থাকে। আসলে এ ধরনের ফুল গুলো দেয়ারে টাঙিয়ে রাখে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59838.11
ETH 2384.78
USDT 1.00
SBD 2.51