চিত্রাংকন।। নদীর ধারে ছোট্ট মেয়ের দোলনায় দোল খাওয়া।। 10% beneficiary to @shy-fox
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করতে আমার ভাল লাগে। যদিও খুব একটা সময় পাইনা কিন্তু সৃজনশীলতা রক্ষার জন্য যত রাতই হোক সপ্তাহে একটি চিত্র অংকন করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি সাধারণত গ্রামীণ পরিবেশ যেমন নদী, ঘর, ঘাস, গাছ গাছালি, পাখি এগুলো নিয়ে চিত্র অঙ্কন করি। আজ আমি আপনাদের সাথে একটি প্রাকৃতিক দৃশ্যের চিত্রাংকন শেয়ার করছি তবে একটু ভিন্নভাবে। এখানে ভিন্নতা আনার জন্য আমি গাছের মধ্যে একটি দোলনা একে তার মধ্যে একটি ছোট্ট মেয়ের বসে থাকা এঁকে দিয়েছি। চিত্রটি আঁকার পর আমার মনে হচ্ছিল দোলনার মধ্যে ছোট্ট মেয়ের বসে থাকার দৃশ্যের কারণে চিত্রটি আরো বেশি ফুটে উঠেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।
ধাপ ০১
ধাপ ০২
ধাপ ০৩
ধাপ ০৪
ধাপ ০৫
ধাপ ০৬
ধাপ ০৭
ধাপ ০৮
ধাপ ০৯
শেষ ধাপ
চিত্র অংকনে যা যা লেগেছে
স্কেচ পেন্সিল |
---|
রং পেন্সিল |
হার্ড বোর্ড |
ইরেজার |
শার্পনার |
A 4 সাইজ পেপার |
চিত্র অংকন পদ্ধতি
প্রথম ধাপে আমি মাটি এবং কিছু ফুল একে নিয়েছি।
এই ধাপে আমি একটি বড় গাছ এবং গাছের মধ্যে ডাল সহ পাতা একে নিয়েছি।
এই ধাপে আমি গাছে কিছু ফুল এঁকে দিয়েছি।
এই ধাপে গাছ থেকে একটি দোলনা নিচের দিকে এঁকে দিয়েছি এবং সেই দোলনায় একটি মেয়ের বসে থাকা এঁকেছি।
এই ধাপে আমি গাছের পাতা এবং গাছের ফুল রং করে দিয়েছি।
এই ধাপে আমি গাছের রং করে দিয়েছি।
এই ধাপে আমি আকাশ, পানি রং করে দিয়েছি। তার সাথে দোলনায় বসে থাকা মেয়েটির গায়ে লাল জামা এঁকে দিয়েছি।
এই ধাপে আমি মাটিতে থাকা ঘাস এবং ফুলের রং করে দিয়েছি।
এই ধাপে চিত্রে আমি আমার সাইন করে দিয়েছি।
এই ধাপে আমার চিত্র আঁকা সম্পন্ন হয়েছে।
ডিভাইস | ভিভু |
---|---|
মডেল | ওয়াই ৩৩ |
বিষয় | চিত্রাংকন |
ক্রেডিট | @miratek |
আশা করি আমার চিত্রাংকনটি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
নদীর ধারে ছোট্ট মেয়ের দোলনায় দোল খাওয়া চিএটি চমৎকার হয়েছে। আসলে সৃজনশীলতা গড়ে তোলার জন্য আমাদের ভিন্ন ধরনের পোস্ট অবশ্যই প্রয়োজন। ছোট ছোট ফুল গাছ গুলো দারুণ লাগছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি চিত্রটি সুন্দরভাবে একে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি অনেক সুন্দর করে নদীর ধারে ছোট্ট মেয়ের দোলনায় দোল খাওয়া চিত্র অঙ্কন করেছেন। চিত্র অঙ্কন করতে আমার সব খুব ভালো লাগে মাঝে মধ্যে আমিও চিত্র অংকন করে থাকি। তবে আপনার চিত্রাংকনটি খুব অসাধারণ লাগলো। খুব সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার ও চিত্র অঙ্কন করতে ভালো লাগে জেনে ভালো লাগছে। ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর ভাবে নদীর ধারে ছোট্ট মেয়ের দোলনায় দোল খাওয়া চিত্রাংকন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে গ্রামীণ পরিবেশের চিত্রাংকন। এমনিতেই নদীর ধারে একটি গাছ থাকলে সেখানে বসে থাকতে অনেক ভালো লাগে। সেখানে তো দেখছি আপনি দোলনার ব্যবহার করে আবার একটি মেয়ের বসে আছে চিত্রাংকন করেছেন। তাহলে তো ভালো লাগবেই। ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন তৈরি করে শেয়ার করার জন্য।
আমার আঁকা চিত্র আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর ছবি এঁকেছেন দাদা।আর ধাপগুলোও স্পষ্ট দেখিয়েছেন। আমার মনে হয় আরেকটু ডীপ রঙ করলে আপনার হাতের কাজটা আরো ফুটতো।স্কেচপেন দিয়ে বর্ডার করে দিয়েন। আরো ভালো লাগবে।
দিদি চিত্রের রং খুব ডিপ করেই এঁকেছি। কিন্তু মোবাইলের ক্যামেরার কারণে ডিপটা বুঝা যাচ্ছে না। আর ছবিগুলো তুলেছি রাতের বেলায় হয়ত এ কারণে ডিপটা কম বোঝা যাচ্ছে। ধন্যবাদ দিদি।
ভাইয়ের আঁকা মেয়েটির তো দেখছি দারুন সাহস, নদীর পাড়ে বসে দোল খাচ্ছে 😳😳, দড়ি ছিড়ে গেলে কি হবে ভাই 😉😉। হিহিহিহি। বেশ মিষ্টি একটা দৃশ্য এঁকেছেন ভাই। এতো বড় গাছে ফুল গুলো তো দারুন মানিয়েছে ভাই 👌। তবে রং টা আরেকটু ডীপ হলে আরো ফুটে উঠতো হয়তো। এমনিতে বেশ সুন্দর হয়েছে।
ভাইয়া চিত্র ডিপ করে এঁকেছি কিন্তু ছবি তোলার পর আমি নিজেই অবাক। পরে বুঝলাম নতুন মোবাইলের ক্যামেরার কারণে হয়ত ডিপটা কম এসেছে। ধন্যবাদ ভাইয়া।