রেসিপি।। মজাদার ডিম চপ।। 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি ডিম চপ বানানোর রেসিপি শেয়ার করব। ডিম চপ খেতে আমার খুব ভালো লাগে। সন্ধ্যায় মাঝে মাঝেই বাসায় ডিম চপের আয়োজন করা হয়। যদিও অনেকেই বানাতে পারেন। যারা একবারও বানাননি তারা আমার এই রেসিপি ফলো করে মজার ডিম চপ বানিয়ে খেতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালীর দিকে মনোযোগ দেই। নিচে আমি ধাপে ধাপে বানানোর পদ্ধতি শেয়ার করছি।


IMG_20221202_214930.jpg

উপকরণ

ডিম
আলু
বেসন
পেঁয়াজ
হলুদ গুঁড়া
মরিচ গুঁড়া
আদা বাটা
রসুন বাটা
লবণ
তেল
ধনিয়া পাতা
শুকনা মরিচ গুঁড়া

IMG_20221202_212249.jpg

IMG_20221202_213815.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ০১

GridArt_20221202_215427837.jpg

এই ধাপে আমি ডিম এবং আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিম এবং আলু খোসা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ ০২

GridArt_20221202_215618421.jpg

এই ধাপে আমি আলু ভাল করে ভেঙ্গে নিয়েছি এবং ডিম সাইজ মত কেটে নিয়েছি।

ধাপ ০৩

GridArt_20221202_215641449.jpg

এই ধাপে আলুতে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, লবণ, শুকনা মরিচ গুঁড়া দিয়ে ভাল করে মথে নিয়েছি এবং দলা করে নিয়েছি।

ধাপ ০৪

GridArt_20221202_215721442.jpg

এই ধাপে আমি একটি চপের পরিমাণ আলু হাতের তালুতে নিয়ে তার তার মধ্যে সাইজ করে কাটা একটি ডিম স্লাইস দিয়ে মুড়িয়ে নিয়েছি এবং ভাল করে চাপ দিয়ে দিয়েছি। এভাবে চপগুলো একটি পাত্রে সাজিয়ে রেখেছি ।

ধাপ ০৫

GridArt_20221202_215847630.jpg

এই ধাপে আমি অন্য একটি পাত্রে বেসনের গুঁড়া নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়েছি। তারপর পরিমাণ মত পানি নিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে বেসনের ডো বানিয়েছি।

ধাপ ০৬

GridArt_20221202_215938054.jpg

এই ধাপে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি যেন তেল গরম হয় । তেল গরম হতে হতে আমি চপ বেসনের ডো তে ভিজিয়ে কোট করে নিয়েছি।

ধাপ ০৭

GridArt_20221202_220014134.jpg

এই ধাপে তেল গরম হলে বেসনের ডো তে কোট করা চপ ফ্রাই প্যানে দিয়েছি। একপাশ ভাজা হয়ে গেলে তা উল্টে দিয়েছি যেন দুইপাশ সমান ভাবে ভাজা হয়।

শেষ ধাপ

IMG_20221202_214930.jpg

এই ধাপে আমি একটি সুন্দর পাত্রে ভাজা ডিমের চপগুলো পরিবেশন করে নিয়েছি।

ডিভাইসভিভু ওয়াই ৩৩
বিষয়ডিম চপের রেসিপি
ক্রেডিট@miratek

আশা করি আমার ডিম চপ বানানোর রেসিপি আপনাদের ভাল লেগেছে । ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আপনার সকাল সকাল ডিমের চপ রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। মনে হচ্ছে যদি একপিচ নিয়ে খেতে পারতাম - হা হা হা।আমি ও ডিমের চপ বানাই তবে বেশি বানানো হয় রোজার ভিতরে। আপনি ধনের পাতা দেওয়াতে স্বাদ আরো বেড়ে গেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে। আমাকে একটা দিবেন খেতে? বেশ ভাল ছিল আজকে আপনার ডিমের চপ টি। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আজকের রেসিপিটি। আপনার রেসিপিটিতে অনেক নতুনত্ব রয়েছে। ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য

 2 years ago 

এখানে প্লেটে যা আছে সব আপনার হা হা হা। ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিকেলে ও সকালে নাস্তা হিসেবে পারফেক্ট একটি খাবার ডিমের চপ। ডিমের চপ খেতে অনেক সুস্বাদু লাগে। গত কয়েক মাস আগে আমিও ডিমের চপের রেসিপি শেয়ার করেছিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর ভাবে ডিমের চপ কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর ভাবে ডিম চপ তৈরি করছেন । আসলেই আপনার ডিম চপগুলো দেখতে অনেক লভনিয় হয়েছে ।এমন ভাবে ডিম চপ বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখব।

 2 years ago 

লোভনীয় বানান ভুল হয়েছে আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার মেয়ে ডিমের চপ খেতে খুবই পছন্দ করে। আর তাইতো আমার বাসাতেও মাঝে মাঝে এই ডিমের চপ রেসিপি তৈরি করা হয়। গরম গরম ডিমের চপ, সস দিয়ে খেতে ভীষণ স্বাদ লাগে। যদিও বা এই রেসিপি তৈরি করতে আমার অর্ধাঙ্গিনী খুবই পারদর্শী। তবুও আজ আপনার পোস্টে ডিমের চপ রেসিপি দেখে খুবই ভালো লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। আপনার মন্তব্য আমার ভাল লেগেছে।

 2 years ago 

এক সময় বিকেলে কমন একটা নাস্তা ছিল এটি।প্রতি পিছ বোধয় ৭ টাকা করে নিতো।বেশ ভালো কিছু স্মৃতি জড়িয়ে আছে এর সাথে।
সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। ভালো লাগলো অনেক।ছবিগুলোও ভালো ছিল।শুভ কামনা রইলো 😊

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার রেসিপির কালারটা অনেক লোভনীয় হয়েছে ভাইয়া। দেখেই জিভে জল চলে এসেছে। আপনার রেসিপিটি দেখে বলতেই হচ্ছে যে লোভ সামলাতে পারছিনা। এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

আপনার কাছে আমার রেসিপি ভাল লেগেছে জেনে আমার ভাল লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় ডিমের চপ রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল বিশেষ করে সন্ধ্যা বেলায় এ ধরনের রেসিপি সকলের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

ডিমের চাপ আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রমজানের সময় আমি ইফতারিতে ডিমের চাপ তৈরি করি। আপনার রেসিপি দেখেতো খেতে ইচ্ছা করছে। তাছাড়া আপনার পরিবেশনটা দেখেই ভীষণ ভালো লাগলো। সস দিয়ে খেতে মনে হচ্ছে ভালোই হবে। এরকম সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69187.87
ETH 2486.25
USDT 1.00
SBD 2.53