রেসিপি।। নতুন আলু দিয়ে আলুর দম রান্না।। 10% beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে আলুর দম রান্না। আলুর দম সবাই খান কিনা জানিনা। আমার খুব পছন্দের একটি খাবার। আলুর দম শীত আসলেই খাওয়া হয়। কারণ শীতে নতুন আলু পাওয়া যায়। আর নতুন আলু ছাড়া আলুর দম মজা পাওয়া যায় না। অনেকের কাছে সাধারণ রেসিপি হবে কিন্তু আমার এত পছন্দ তাই রেসিপি শেয়ার না করে পারলাম না। তাহলে আমি নিচে আলুর দম রান্নার প্রণালী ধাপে ধাপে শেয়ার করছি।


IMG_20221229_210753.jpg

উপকরণ


নতুন আলু
পেঁয়াজ
ধনিয়া পাতা
শুকনো মরিচ গুঁড়া
হলুদের গুঁড়া
তেল


GridArt_20221229_225649057.jpg

রান্নার প্রণালী


ধাপ ০১

IMG_20221229_205002.jpg

IMG_20221229_204928.jpg

প্রথমে একটি কড়াই তে আলু নিয়ে তাতে পর্যাপ্ত পানি দিয়েছি আলু সিদ্ধ করার জন্য।

ধাপ ০২

IMG_20221229_205429.jpg

আলু ঠিকভাবে সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে রেখে দিয়েছি।

ধাপ ০৩

IMG_20221229_205102.jpg

IMG_20221229_205122.jpg

IMG_20221229_205158.jpg

এই ধাপে আমি শুকনা মরিচ তাওয়ায় টেলে তা গুঁড়া করে নিয়েছি।

ধাপ ০৪

IMG_20221229_210135.jpg

IMG_20221229_210226.jpg

চুলায় কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি এবং একটু বাদামি করে ভেজে নিয়েছি।

ধাপ ০৫

IMG_20221229_210306.jpg

এই ধাপে আমি শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি।

ধাপ ০৬

IMG_20221229_210540.jpg

এই ধাপে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি এবং নেড়ে মিশিয়ে দিয়েছি।

ধাপ ০৭

IMG_20221229_210712.jpg

এই ধাপে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে দিয়েছি।

শেষ ধাপ

IMG_20221229_210753.jpg

IMG_20221229_210851.jpg

এই ধাপে আমি রান্নার পরিবেশন করে নিয়েছি।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়রান্না
ক্রেডিট@miratek

আশা করছি আমার রান্নার রেসিপি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আলুর দম খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে ।তবে আপনার রান্নার প্রসেসটি বেশ সহজ ছিল ।এভাবে কখনো খাওয়া হয়নি। আমি এর আগে রান্না করেছিলাম বেশ জটিল পদ্ধতিতে অনেক উপকরণ দিয়ে।যাই হোক রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে,আলু ভর্তার মত লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আলুর দম দেখলেই তো আমার খেতে ইচ্ছে করে। কারণ আলুর দম খেতে ভীষণ ভালো। বিশেষ করে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করে গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। আপনার তৈরি করা আলুর দম দেখেও মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছে আপনার রেসিপিটা আসার জন্য। এত সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সব খাবার যে নামকরা হতে হবে,বিখ্যাত হতে হবে এমন কোন কথা নেই।তবে কিছু কিছু খবার অতি সাধারণ হলেও খেতে কিন্তু বেস মজার হয়।এই আলুর দম রেসিপি অনেকেই পছন্দ করেন।যা আপনি অনেক মজার করে তৈরি করে শেয়ার করেছেন।আপনার রেসিপির কালার দেখে আমার লোভ লেগে গেছে।কারণ আলুর দম রুটি পরোটার সাথে আমার বেশ ভালো লেগে খেতে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু অনেক গুছিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সব খাবার যে সবাই পছন্দ করবে এমন কিন্তু নয়।আসলে আলুর দম অনেক মজার খাবার। আর আপনার রান্নাটা অনেক সহজ ও অল্প উপকরণ দিয়ে করেছেন।আপনি ঠিক বলেছেন নতুন আলু ছাড়া আলুর দম খেতে ভালো লাগে না।যাইহোক প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন, যেকেউ তৈরি করতে পারবে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে অন্যের খবর আমি জানি নাহ ৷ তবে আপনার মতো আমারও আলুর দম বেশ পছন্দের একটি খাবার ৷ নতুন আলু দিয়ে চমৎকার ভাবে আলুর দম তৈরি করেছেন ৷ রেসিপি টি দেখতে বেশ লোভনীয় হয়েছে ৷ মনে হয় খেতেও খুবই মজার হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39