টিভি সিরিজ রিভিউ ।। ভিনসেনযো ।। পর্ব ৩।। 10% beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ খুব গ্রামের কথা মনে পড়ছিল। আমার প্রায়ই গ্রামে যেতে ইচ্ছে করে কিন্তু চাইলেই কি সম্ভব? মন খুব খারাপ লাগছিল বিকেলে। আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি এই কদিন ধরে যে কাজ করতে করতে অনেক ক্লান্তি চলে আসে। আর এই ক্লান্তি থেকেই মন খারাপ হওয়া।


আজ মনে হচ্ছিল আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি কিন্তু আজ আসলে আমি মনের কষ্ট শেয়ার করতে আসিনি । আজ এসেছি ভিনসেনযো টিভি সিরিজের তৃতীয় পর্ব শেয়ার করার জন্য। আমি এর আগে ভিনসেনযো সিরিজের দুটি পর্ব শেয়ার করেছি । যারার আমার আগের দ্বিতীয় পর্বের রিভিউ পড়েননি তাদের জন্য নিচে লিঙ্ক দিয়েছি সময় করে পড়ে নিবেন।


দ্বিতীয় পর্ব



Vincenzo_TV_series.jpg


স্ক্রিনশট ঃ আই আম বি ডি


টিভি সিরিজভিনসেনযো
ধরনঅপরাধ নাটক
নির্মাতাস্টুডিও ড্রাগন
লেখকপার্ক গো-বুম
পরিচালককিম হি-উইন
অভিনয়েসং জুং-কি, জিওন ইও-বিন, ওকে টাকি-উন, কিম ইও-জীন, কোয়াক দোং-ইওন
মূল দেশদক্ষিণ কোরিয়া
মূল ভাষাকোরিয়ান
পর্বের সংখ্যা২০
প্রযোজকলি হ্যাং-সও, হ্যাং সাি-জুং, হাম সেউং-জুন, চো সো-ইয়াং
ব্যাপ্তিকাল৮৩ মিনিট
নির্মাণ কোম্পানিলোগোস ফিল্ম
পরিবেশকটিভিএন, নেটফ্লিক্স
মুক্তির তারিখ২০ ফেব্রুয়ারি ২০২১


রিভিউ


ভিনসেনযো এর আয়োজিত পার্টিতে ইতালিয়ান এম্বাসেডর কে দেখে বাবেল গ্রুপের লোকজন যারা গিয়াম প্লাজা ভাঙতে এসেছিল তারা পিছু হটে। পার্টি শেষে চা ইয়াং তার অফিসে যায় এবং তার বস তাকে বকাঝকা করে কেন তাকে রিসার্চার মিসিং‌ এর খবরটি জানানো হয়নি। চা ইয়াং বলে এই ব্যাপারটা সে নিজে হ্যান্ডেল করে নিবে। এদিকে জি সক ইটালিয়ান সেফের খাবার খেয়ে প্রশংসা করে এবং তার কাছে থাকার আশ্রয় চায়। ভিনসেনযো বাবেল গ্রুপের ফাইল ঘেঁটে জানতে পারে বাবেল গ্রুপ তাদের একটি নতুন মেডিসিন এ মাদকদ্রব্য ব্যবহার করছে । এই মাদকদ্রব্য শরীরের জন্য অনেক ক্ষ্তিকর। এই মেডিসিন পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়। এই মেডিসিন বাবেল গ্রুপ কোরিয়ার প্রতিটি কোনায় ছড়িয়ে দেয়ার প্ল্যান করছে।


VideoScreenshot--VincenzoE3Episode3-5’17”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-15’11”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-19’02”.jpg


স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স


ভিনসেনযো গিয়াম প্লাজার টেম্পলে গিয়ে সেখানে ইলেক্ট্রিক প্যাড বিছিয়ে দেয় যেন ফ্লোর গরম থাকে। কারন সেখানকার মঙ্ক ফ্লোর গরম করার জন্য বেজমেন্টে বয়লার লাগানোর চিন্তা করছিল যেখানে সোনা লুকানো আছে। ভিনসেনযোর এই কাজ দেখে ইন্টেলিজেন্স অফিসার জি সক মনে করে ভিনসেনযো অনেক ভাল মানুষ, যে অন্যের উপকার করে। ইউ চান চিন্তা করছিল মিসিং রিসার্চার এর দেয়া তথ্য নিয়ে যেখানে বলা হয় রিসার্চ করার সময় মেডিসিন এ মাদকদ্রব্য পেয়েছে এবং যার উপর ট্রায়াল করেছিল সেও মারা গিয়েছে । তখন ইউ চান এর কাছে হসপিটাল থেকে ফোন আসে এবং ইউ চান ভিনসেনযো কে নিয়ে তাড়াতাড়ি সেখানে যায়। সেখানে গিয়ে পেশেন্ট কে দেখে ভিনসেনযোর মন খারাপ হয়ে যায় কারন সেই পেশেন্টের ক্যন্সার ছিল।


VideoScreenshot--VincenzoE3Episode3-28’47”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-32’33”.jpg


স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স


সেখান থেকে ফিরে ভিনসেনযো বাবেল গ্রুপের রিপ্রেজেন্টেটিভ এর সাথে দেখা করে এবং সেই রিপ্রেজেন্টেটিভ কে কিছু ইলিগ্যাল ম্যারিয়েজ পেপার দেখিয়ে ব্ল্যাকমেইল করার কথা বলে। তবে ব্ল্যাকমেইল করবে না যদি গিয়াম প্লাজা ২ মাসের মধ্যে না ভাঙ্গে। সেই লোক ভিনসেনযোকে বলে নোটিশ জারি হয়েছে ভাঙ্গার, এখন আর আমার কিছু করার নেই। ভিনসেনযো বলে আমি কিছু জানিনা তুমি ভাঙ্গা আটকাও কীভাবে আটকাবে তোমার বেপার। অন্যদিকে ইউ চান তার মেয়ে চা ইয়াং কে বোঝানোর চেষ্টা করে যে বাবেল গ্রুপ মেডিসিন এর সাথে মাদকদ্রব্য মিশিয়ে বিক্রি করছে এবং মানুষের জীবনের জন্য ঝুঁকি বয়ে আনছে। এদিকে চা ইয়াং তার বাবার এই কথা কোনভাবেই বিশ্বাস করতে চায় না।


VideoScreenshot--VincenzoE3Episode3-39’46”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-44’14”.jpg


স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স


ভিনসেনযো, ইউ চানকে একসাথে ড্রিংকস করার সময় জিজ্ঞেস করে হসপিটালে থাকা সেই মহিলার অবস্থা কেমন? তখন ইউ চান বলে সে যেন তার মাকে নিজেই টেক কেয়ার করে। তার মানে বোঝা যাচ্ছে হসপিটালে থাকা সেই মহিলা ভিনসেনযোর মা। ইউ চানের কথা শুনে অবাক হয়ে যায়। ফ্ল্যাশবেকে দেখা যায় পাঁচ বছর আগে ভিনসেনযোর মার ট্রায়ালের সময় ইউ চান খেয়াল করে ভিনসেনযোকে খুব অস্থির দেখাচ্ছিল এবন তা থেকে ইউ চান বুঝে ভিনসেনযো সেই মহিলার ছেলে। পরদিন সেই ফারমাসিউটিক্যালসে বিস্ফোরিত হয়ে ১৪ জন রিসার্চার মারা যায়। এতে স্পটে গিয়ে ইউ চান দেখে উপযোক্ত প্রমাণ না পাওয়ায় পুলিশ কেস বন্ধ করে দেয় এবং এতে ইউ চান ক্ষেপে যায়।


VideoScreenshot--VincenzoE3Episode3-47’21”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-49’08”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-51’56”.jpg


স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স


বাবেল গ্রুপের ফেক চেয়ারম্যান তার উকিলদের বলে মৃতদের বড় এমাউন্টের টাকা দিয়ে দিতে। এদিকে মি ইয়ং গি পলাতক রিসার্চার এর বেপারে খোজ পেয়ে যায়। পলাতক রিসার্চার ইউ চান কে ফোন করে বলে সে সাক্ষী দিতে রাজি। এই খবর দেয়ার জন্য ইউ চান এবং ভিনসেনযো একটি রেস্তোরাঁয় ড্রিঙ্কস করে। অন্যদিকে বাবেলের লোক পলাতক রিসার্চার কে মেরে ফেলে। শেষ দৃশ্যে দেখা যায় একটি বড় কাভারড ভ্যান অনেক গতিতে রেস্তোরাঁয় ধাক্কা দেয় এবং এতে ভিনসেনযো অনেক আহত হয় এবং ইউ চান গুরুতর আহত হয় ।


VideoScreenshot--VincenzoE3Episode3-57’23”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-77’54”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-80’18”.jpg

VideoScreenshot--VincenzoE3Episode3-80’56”.jpg


স্ক্রিনশট ঃ নেটফ্লিক্স


আমার ব্যক্তিগত অভিমত


এই পর্বে দেখা যায় ভিনসেনযো গিয়াম প্লাজা ভাঙ্গা থেকে আটকায় এবং ভাড়াটিয়াদের রক্ষা করে। ভিনসেনযোর মা কে তা এই পর্বে দেখা যায়। যে রিসারচারের উপর ইউ চান ভরসা করে তাকেই মেরে ফেলে বাবেল গ্রুপের লোকেরা। শেষ দৃশ্যে দেখা যায় ভিনসেনযো এবং ইউ চান কাভারড ভ্যানের আঘাতে গুরুতর আহত হয়। তারা কি বাচবে? দেখা যাবে পরের পর্বে।


আই এম বি ডি রেটিং


৮.৪/১০


আমার ব্যক্তিগত রেটিং


৯.১/১০


ট্রেইলার



আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের আমার রিভিউ ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আমার খুব একটা টিভি সিরিজ দেখা হয়না, কোরিয়ান ভাষায় খুব কম সংখ্যকই টিভি সিরিজ আমি দেখেছি। আপনার রিভিউ ভালো লাগলো কিছু কিছু জায়গায় আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে। বর্তমানে আমি একটি সিরিজ দেখছি সেটি শেষ হলে আমি চেষ্টা করব কোরিয়ান ভাষার এই সিরিজটি দেখার জন্য।

 2 years ago 

ভাই আমার কাছে এই সিরিজটি অসাধারণ লেগেছে। আমার মনে হয় আপনি দেখলে আপনার ও ভালো লাগবে । নেটফ্লিক্সে যদি দেখেন তাহলে সাবটাইটেল সহ দেখতে পারবেন সে ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কোরিয়ান মুভি আমিও। আঝে মধ্যে দেখি আমার অনেক ভাল লাগে। আপনার আগের পর্ব টা মিস করেছি আমি।খুব সুন্দর করে উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 93256.79
ETH 3124.97
USDT 1.00
SBD 3.05