রিভিউ।। এরিস্টক্রেট বাফেট রেস্টুরেন্ট।। 10% beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। কিছুদিন আগে গিয়েছিলাম একটি বাফেট রেস্টুরেন্টে। আমার বাফেটের ভ্যারাইটিজ খাবারের স্বাদ নিতে ভাল লাগে। এই বাফেটের স্পেশাল ছিল আনলিমিটেড মোমো এবং সেলফ মেইড স্পেশাল সালাদ।


GridArt_20230112_233116743.jpg

সেলফ মেইড বলতে নিজে বানাতে হবে না। আপনি মেইন দুটি আইটেম সিলেক্ট করবেন সেগুলো দিয়ে তাদের নিজস্ব সেফ অন্যান্য আইটেম মিক্স করে সালাদ বানিয়ে দিবে। ঢাকায় রেস্টুরেন্টের অন্যতম জায়গা হচ্ছে ধানমন্ডি। আমি যেই বাফেট রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করছি সেটি ধানমন্ডিতে অবস্থিত। রেস্টুরেন্টের নাম এরিস্টক্রেট। রেষ্টুরেন্টে ঢুকে আমার ভাল লেগেছে। তাদের ইন্টেরিয়র সুন্দর ছিল। আসলে বেশিরভাগ বাফেট রেস্তোরার ইন্টেরিয়র সুন্দর ।

IMG20221219152645.jpg

IMG20221219152635.jpg

IMG20221219145234.jpg

বাফেট খেতে গেলে আমি প্রথমেই কর্নার সিট এবং নিরিবিলি জায়গা খুঁজি কারণ লম্বা সময় নিয়ে খেতে গেলে একটু নিরিবিলি জায়গা ভাল। একটু আগে গিয়েছি বলে আজও পেয়ে গিয়েছি। টুক করে বসে পড়লাম। সেদিন মোটামুটি ভিড় ছিল।

IMG20221219145249.jpg

IMG20221219132529.jpg

IMG20221219150521.jpg

প্রথমে গিয়ে খাবারের মেন্যু গুলো দেখলাম।
তারপর এক এক করে পছন্দনীয় খাবার গুলো নিয়ে প্লেট সাজিয়ে খাওয়া শুরু করেছি।

IMG20221219132527.jpg

IMG20221219132008.jpg

IMG20221219131948.jpg

স্টার্টার হিসেবে আমি থাই স্যুপ, রোল, চিকেন স্ট্রিপ, অন্থন নিয়েছিলাম।

IMG20221219132632.jpg

IMG20221219132627.jpg

তারপর নিয়েছি সেই স্পেশাল মোমো । আমি যে কতগুলো মোমো খেয়েছি হিসেব নেই। আমার খুবই প্রিয় একটি খাবার। তারপর আমি মেইন কোর্সের দিকে এগুলাম। মেইন কোর্স গুলো চিকেন আইটেম বেশি থাকে । সেখানে স্পেশাল হিসেবে মাটন এবং কাকড়া ছিল। কাকড়া বার বি কিউ খেতে আমার দারুন লাগে যদিও এখানে কাকড়া কারি ছিল। খেয়েছি অনেক গুলো । নিচে মেইন কোর্স এর কিছু ছবি আমি শেয়ার করছি।

GridArt_20230112_203426972.jpg

GridArt_20230112_203218727.jpg

GridArt_20230112_203316539.jpg

উপরে শেয়ার করা মেইন কোর্স এর প্রায় প্রতিটি আইটেম খুব মজার ছিল। নরমালি বাফেট এ সব আইটেম ভাল হয় না । আর মাটন কারী আমি সাধারণত বাফেট রেস্টুরেন্ট গুলোতে মজা পাইনা। এরা ইচ্ছে করেই খারাপ করে রান্না করে কিনা তাও জানিনা। তবে এই রেস্টুরেন্টে দেখলাম মাটন কারী খুব মজার ছিল। আমার সাজানো প্লেটের কিছু নমুনা শেয়ার করছি ।

IMG20221219133113.jpg

IMG20221219140227.jpg

এবার আসি এরিস্টক্রেট বাফেটের সবচেয়ে এট্রাকটিভ সেশন এ। আর সেটি হলো ডেজার্ট আইটেম। আমি নিচে কিছু ছবি শেয়ার করছি তাহলেই আপনারা বুঝতে পারবেন।

GridArt_20230112_203511199.jpg

GridArt_20230112_204054321.jpg

GridArt_20230112_203920642.jpg

GridArt_20230112_203801575.jpg

GridArt_20230112_203700074.jpg

আমার সাজানো কিছু ডেজার্ট এর প্লেট নিচে শেয়ার করছি।

IMG20221219133645.jpg

আরেকটি যোন যেটির কথা শুরুতেই বলেছি সেলফ মেইড সালাদ। তারা নাম দিয়েছে লাইভ সালাদ।

IMG20221219150337.jpg

IMG20221219132657.jpg

IMG20221219132646.jpg

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়বাফেট রেস্টুরেন্ট রিভিউ
ক্রেডিট@miratek
লোকেশনধানমন্ডি, ঢাকা

আশা করছি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ধানমন্ডির বেশ কয়েকটি বুফে দেখা হয়েছে, তবে আজকের আপনার পোস্টে নিরিবিরি কিছু সেট দেখে খুব ভালো লাগলো, এটা ঠিক করেছেন নিরিবিলি পরিবেশ না হলে দীর্ঘ সময় নিয়ে খাওয়া যায় না, আপনার পোস্ট দেখে এখন তো আবার মম খেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে বন্ধুদের নিয়ে আবার ঘুরে আসি কোন বুফেতে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে এভাবে বাফেট খাবারের রিভিউ নিয়ে আসেন সত্যিই খাওয়ার লোভ লেগে যায়।যেহেতু কর্ণারে যেয়ে বসেন এবং খাবারের আইটেম নিয়েছেন দেখে বোঝা যাচ্ছে খাবার দাবার বেশ জমিয়ে করছেন।রেস্টুরেন্ট এর পরিবেশ টা দারুন লেগেছে আমার কাছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সম্ভবত আজকে মেসে ব্যাক করে আগামীকাল লাঞ্চ করতে যাবো সবাই মিলে একটা রেস্টুরেন্টে।সেখানেও অবশ্য আগামীকাল ব্যুফে লাঞ্চ হবে।মেন্টালি প্রিপারেশন ডান,শুধু খাওয়ার অপেক্ষা😁।

খাওয়া দাওয়া ভালোই করেছেন দেখছি,মোমো আমার কাছে খুব একটা ভালো লাগেনা।যাইহোক,ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সকাল সকাল বাফেট রেস্টুরেন্ট এর খাবার গুলো দেখে লোভ সামলানো মুশকিল হয়ে পড়েছিল।মনে হচ্ছিল যদি কিছু খাবার খেয়ে নিতে পারতাম হা হা হা।আসলে ভাইয়া বাফেটে ভ্যারাইটিজ খাবারের স্বাদ নিতে ভালোই লাগে।আর সাথে যদি মাটন এবং কাকড়া থাকে তাহলে তো কথায় নেই । আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44