ঢাকার রবীন্দ্র সরোবরে একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ৮ঃ০০ টা বাজে। আমার ত মাথায় হাত, কারন আমি অফিসের গাড়ীটি মিস করেছি। অফিসের গাড়ী আসে ৭ঃ০০ টার দিকে। আর যেহেতু আমার বাসা থেকে অফিস একটু দূরে সেক্ষেত্রে গাড়ী মিস করলে সেদিন আর অফিস যাওয়া হয় না। তাই আজও আমার অফিস যাওয়া হল না। নাশতা করলাম, টিভি দেখলাম, কম্পিউটার এ বসলাম তাও দেখি বেলা মাত্র ১১ঃ০০ টা বাজে। তখনি মনে হল কোথাও গিয়ে ঘুরে আসলে কেমন হয়। আবার চিন্তায় পরে গেলাম ঘুরব কোথায়? বাসার অন্য সদস্যের সাথে কথা বলে ঠিক করলাম রবীন্দ্র সরোবরে যাব। বেলা ৩ঃ০০ টার দিকে রওনা হলাম সহধর্মিণী ও বাচ্চা কে নিয়ে। রিকশা করে যেতে যেতে দেখলাম আমার মেয়ে অনেক মজা পাচ্ছে। বেলা ৪ঃ০০ টার দিকে আমরা ৮ নম্বর ব্রিজের এখানে পৌছালাম। ৮ নম্বর ব্রিজটি ঠিক সরোবরে ঢোকার আগেই।


20220731_162502.jpg


৮ নম্বর ব্রিজ

20220731_162509.jpg

৮ নম্বর ব্রিজ থেকে তোলা লেকের সুন্দর একটি ছবি

রিকশা থেকে নেমেই আমরা সরোবরে ঢোকলাম।

20220731_162808.jpg


এই ছবিটি সরোবরে ঢোকার শুরুতে।

ঢোকার পর আমি ছবি তোলা নিয়ে ব্যস্ত। ঢুকেই আমার মেয়ে ছুটাছুটি শুরু করে। তার মা তার পিছন পিছন ছুটছে। তারপর সরোবরের প্রধান প্রাংগনের দিকে অগ্রসর হলাম।

20220731_171133.jpg

20220731_171001.jpg

20220731_163009.jpg


রবীন্দ্র সরোবরে তোলা কিছু ছবি



তারপর সরোবরের ঠিক পিছনে লেকের ধারে যেতেই চোখে পড়লো কিছু অর্ধেক ফোটা পদদফুল লেকের পানিতে ভেসে আছে। তার পাশেই কিছু ডিংগি নৌকা বাধা আছে। একজনকে জিজ্ঞেস করাতে বলল অনেকেই ভারা করে লেকে নৌকায় চরে।

20220731_163219.jpg

20220731_163121.jpg


একটু দূরে তাকিয়ে দেখি একটি ছেলে আপন মনে গোসল করছে। তার কিছুদূর তাকিয়ে দেখি সুন্দর একটি ঝর্ণা।

20220731_163207.jpg

20220731_163133.jpg


আমার মেয়ে এখানে খোলামেলা জায়গা পেয়ে আরও বেশি ছুটাছুটি শুরু করল। কিছু সময় ওখানে থেকে তারপর রওনা হলাম সরোবরের দক্ষিণ দিকে। বের হতেই কিছু হাটার ও ব্যয়ামের জায়গা চেখে পরে। লম্বা রাস্তা ধরে আমরা হাটছি আর সবুজ সৌন্দর্য উপভোগ করছি। এতটা সবুজ সচরাচর ঢাকায় দেখা যায় না। ঢাকাতে আরও কয়েকটি সবুজ গাছপালার জায়গা আছে। পরে কখনো গেলে আপনাদেরকে শেয়ার করব। সামনে হাটতে হাটতে লেকের ঠিক মাঝখানে একটি ব্রিজ দেখা যায়।

20220731_172733.jpg

20220731_172457.jpg

20220731_172449.jpg

হাটতে হাটতে কিছুদূর যেতে দেখলাম এক লোক বরশি দিয়ে মাছ ধরছে। মনোরম পরিবেশ উপভোগ করতে করতে একসময় বের হওয়ার জন্য হাটতে শুরু করলাম।

20220731_172900.jpg

20220731_172807.jpg


আমি মীর আতিক আল ফারুক। আমি ঘোরাঘুরি খুব পছন্দ করি। আমার রবীন্দ্র সরোবরে ঘোরার মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।

ক্যামেরা ঃ স্যামসাং গ্যালাক্সি এ ৫১

Sort:  
 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফির পাশাপাশি অনেক ভালো বর্ণনা করেছেন। আমি অনেক দিন হলো রবীন্দ্র সরোবরে যাই না। তবে আপনার পোস্ট দেখে এখনি যেতে মন চাচ্ছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। রবিন্দ্র সরোবরে গিয়ে ঘুরে আসতে পারেন।

 2 years ago 

রবীন্দ্র সরোবরতে গিয়ে দারুন অতিবাহিত করার পাশাপাশি সুন্দর কিছু দৃশ্যপটভূমির ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই দেখতে পেরে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য।

 2 years ago 

রবীন্দ্র সরোবর জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। বেশ সুন্দর প্রাকৃতিক একটি জায়গা। এবং বাচ্চারা এইরকমই হয়ে থাকে একটু ফাঁকা জায়গা পেলেই ছোটাছোটি শুরু করে দেয়। বেশ ভালো ছিল আপনার পোস্ট টা।।

 2 years ago 

আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। আমার মেয়ের চঞ্চলতা দিন দিন বারছে।

 2 years ago 

ভীষণ সুন্দর একটা মুহূর্ত শেয়ার করেছেন। দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। লেকের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় এবং দৃশ্য আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার পোস্ট অসাধারণ হয়েছে।

 2 years ago 

রবীন্দ্র সরোবরায় আমিও গিয়েছি অনেক বার জায়গাটি আমার কাছে বেশ ভালো লাগে এর পরিবেশটা ঢাকার মধ্যে একটু অন্যরকম। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67838.57
ETH 2628.40
USDT 1.00
SBD 2.72