রেসিপি । চিকেন পিৎজা ।। 10% beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। প্রতি সপ্তাহে একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আমি আজ চুলার আগুনে চিকেন পিৎজা বানানোর পদ্ধতি শেয়ার করব । পিৎজা খেতে আমি খুব ভালবাসি। এর আগে আমি সসেজ পিৎজা বানানোর রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন পিৎজা। চলুন দেখা যাক কিভাবে আমি পিৎজা বানিয়েছি।

IMG_20230216_234820.jpg

উপকরণ

চিকেনপরিমাণ মত
মোজেরেলাপরিমাণ মত
পেঁয়াজ৩ টি
ক্যাপসিকাম১ টি
টমেটো১ টি
অরিগ্যানোপরিমাণ মত
ময়দা১ কাপ
চিনি১ চা চামচ
গুঁড়া দুধ২ চা চামচ
ইস্ট১ চা চামচ
লবণপরিমাণ মত
সসপরিমাণ মত
তেলপরিমাণ মত

GridArt_20230217_002954672.jpg

কিভাবে বানিয়েছি

প্রথমে পিৎজার রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করতে ময়দা, গুঁড়া দুধ, লবণ, চিনি, ইস্ট ব্যবহার করেছি। তারপর একটু মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। তারপর রুটি একটি স্টিলের প্লেটে নিয়ে রুটিতে ছোট ছোট ছিদ্র করে দিয়েছি।

GridArt_20221215_173207718.jpg

GridArt_20221215_173251142.jpg

GridArt_20221215_173307755.jpg

তারপর চিকেন সাইজ মত কেটে নিয়েছি। তারপর চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি এবং তাতে কাটা চিকেন দিয়েছি।

GridArt_20230216_235530803.jpg

তারপর এক এক করে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো দিয়েছি। অরিগ্যানো দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়েছি।সবগুলো কিছুক্ষণ চুলায় রেখে তুলে নিয়েছি।

IMG_20230216_234436.jpg

তারপর মোজেরেলা চিজ চিকন করে স্লাইস করেছি।

IMG_20230216_234212.jpg

এবার স্টিলের প্লেটে রাখা রুটিতে সস লাগিয়ে দিয়েছি। প্লেটে রুটি দেয়ার আগে একটু তেল লাগিয়ে দিয়েছি প্লেটের সারফেসে। তারপর স্লাইস করা চিজের কিছু অংশ রুটির উপর দিয়েছি।

GridArt_20230217_000154202.jpg

তারপর আগে তৈরি করা চিকেন, ক্যাপসিকাম, টমেটো,পেঁয়াজের মিশ্রণ রুটির উপর দিয়েছি এবং তার উপর আবার মোজেরেলা চিজের স্লাইস দিয়েছি।

GridArt_20230217_000403939.jpg

এই ধাপে আবার ক্যাপসিকাম, টমেটো দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। অন্যদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর একটি স্টিলের টেবিল স্ট্যান্ড বসিয়েছি এবং চুলায় প্লেট বসিয়ে দিয়েছি।

GridArt_20230217_000531512.jpg

তাওয়া কিছুটা গরম হয়ে আসলে টেবিল স্ট্যান্ডের উপর পিৎজার প্লেট বসিয়েছি এবং ঢেকে দিয়েছি। ২৫-৩০ মিনিট এভাবে রেখে দিয়েছি এবং ঢাকনি তুলে দেখি পিৎজা তৈরি হয়েছে।

GridArt_20230217_001423404.jpg

এবার আমি সুন্দর একটি পাত্রে স্লাইস করে পরিবেশন করেছি।

IMG_20230216_234820.jpg

IMG_20230216_234846.jpg

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়চিকেন পিৎজা রেসিপি
ক্রেডিট@miratek
লোকেশনওয়ারী, ঢাকা

আশা করি আমার পিৎজা বানানোর রেসিপি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

ঘরোয়া পদ্ধতিতে আপনি তো চমৎকার চিকেন পিৎজা তৈরি করলেন। আসলেই ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করা যায় এটা আমি কখনো চিন্তাও করিনি। ভাবতেছি এইবার একবার পিৎজা তৈরি করে দেখব কেমন হয়। দেখতে একেবারে বাজারে পিৎজা মতই লাগছে। আমার পিৎজা খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা পিৎজা দেখে আরো লোভ হচ্ছে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে চুলায় পিৎজা তৈরি করেছেন। আপনার পিৎজা দেখে তো লোভ সামলাতে পারছি না। দাওয়াত না দিয়ে একা একা খেয়েছেন এটা কি ঠিক হলো। যাই হোক আপনার কাছ থেকে খুবই মজার একটি রেসিপি শিখতে পেলাম। আমার কাছে পিৎজা খেতে অনেক ভালো লাগে। আমিও একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া মজাদার ও সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঘুম থেকে উঠেই যদি এমন পিজ্জা চোখে দেখে তাইলে কেমন অবস্থা হবে?একা একা খাওয়ার জন্য আপনার পেট খারাপ হবে।আপনার রেসিপির কল্যাণে এখন বাসায় বসে স্বাস্থসম্মত পিজ্জা খাওয়া যাবে।তবে টেবিল স্ট্যান্ডের উপর পিজ্জা দিলেন এখানে বুঝলাম না।পিজ্জা কি সরাসরি তাওয়া তে দিব না?

 last year 

পিৎজা একটি স্টিলের প্লেটে নিয়ে তারপর তাওয়াতে বসানো স্টিলের স্ট্যান্ডের উপর রাখতে হবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

চিকেন পিজ্জা যেটা রেস্টুরেন্ট গেলেই খাওয়া হয় ।আমার কাছে খুবই ভালো লাগে আপনি বাড়িতে খুব সুন্দর করে এই রেসিপিটি করেছেন। অনেক সুন্দর হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

বাসায় বানানো পিৎজা কখনো খাইনি। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। খেতেও নিশ্চয়ই ভালো হয়েছিল। পরের বার বানালে ভাই আমাদের দাওয়াত দিয়েন। হাহাহা

 last year 

অবশ্যই ভাই নেক্সট বানালে দাওয়াত দিব। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঘরোয়া পদ্ধতিতে এভাবে পিৎজা তৈরি করে আগে কখনো খাওয়া হয়নি। কিন্তু আপনি দেখছি ঘরোয়া পদ্ধতিতে খুবই সুন্দরভাবে পিৎজা তৈরি করে ফেলেছেন। যা দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। এখন তো খুবই খেতে ইচ্ছে করছে এই রেসিপিটি। ভাবছি একবার তৈরি করে দেখব কিরকম খেতে। এমনিতে কালার কম্বিনেশনও এক কথায় অসাধারণ ছিল বলতে গেলে।

 last year 

আপু সব মেটেরিয়াল ঠিকভাবে প্লেস করতে পারলে অনেক মজার পিৎজা। আপনি বাসায় বানিয়ে খেয়ে দেখেন। ধন্যবাদ আপু।

 last year 

এত রাতে তো পিৎজার কালার দেখে খেতে ইচ্ছে করতেছে।লোভ লেগে গেল যদি থাকে অল্প পাটিয়ে দেন।আপনি এত মজার করে চিকেন পিৎজা তৈরি করেছেন আসলে অনেক সুন্দর দেখাচ্ছে।আপনার তৈরি করা পিৎজা খেলে তো বাইরের পিৎজা খাওয়ার প্রশ্নই আসে না।আপনার তৈরি পিৎজার রেসিপি অনেক ভালো লেগেছে রেসিপি দেখে একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ঘরোয়া পদ্ধতিতে যেকোনো জিনিস তৈরি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনি ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করেছেন দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে সে সাথে বেশ মজা করেই খেয়েছেন।যদিও আমি পিৎজা খেতে এত বেশি পছন্দ করি না কিন্তু আপনার ঘরোয়া পদ্ধতিতে তৈরি পিৎজা দেখে খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা দেখে কিন্তু যে কেউ খুব সহজে এটি তৈরি করে নিতে পারবে।

 last year 

পিৎজা আমার খুব ফেভারিট। বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

চিকেন পিজ্জা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এটা তৈরি রেসিপি আমার জানা ছিল না যার কারণে কোনদিন আমি এটা বাড়িতে তৈরি করিনি, সব সময় রেস্টুরেন্ট থেকেই কিনে খাওয়া হয়। আপনার এই পোস্ট দেখে বিষয়টি আমি দারুণভাবে শিখে গেলাম।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44