কফি নাট ক্যাফেতে এক সন্ধ্যায়।। 10% beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আমি প্রতি সপ্তাহে বাহিরে ঘুরার একটি পোস্ট দেই। আসলে আমার বাহিরে ঘুরতে এবং খেতে খুব ভাল লাগে। তাই কারনে অকারনে হঠাৎ করেই বের হয়ে যাই ঘুরা এবং খাওয়ার উদ্দেশ্য নিয়ে। বেশিরভাগ সময়ই ঘুরা এবং খাওয়া একসাথে হয়। আবার এমন হয় কখনো কোন কাজে বের হয়েছি তখনো কিছু না কিছু খাওয়া হয়। মানে বুঝতেই পারছেন কাজে যাই আর ঘুরতে যাই খাওয়াটা কেন জানি কমন পড়েই যায়। যাই হোক কতদিন এরকম আয়েশ করে খেয়ে যেতে পারব জানি না। সবাই দোয়া করবেন যেন সুস্থ থেকে সারা জীবন মজার মজার খাবার খেয়ে যেতে পারি, হা হা হা।


GridArt_20221031_171901175.jpg



যাই হোক টপিকে আসি, চার দেয়ালের মধ্যে থেকে আমরা ত রোবট হয়ে যাচ্ছি। এখনকার বাচ্চারা আমাদের থেকে আরো বেশি রোবট হয়ে যাচ্ছে বিশেষ করে শহরের বাচ্চাগুলো। আমার মেয়েকে আমি হাতে কখনো মোবাইল দেই না। বড়জোর টিভিতে কার্টুন দেখে। এটাও কিন্তু একসময় একঘেয়েমি নিয়ে আসে জীবনে। চার দেয়ালে থাকতে থাকতে একঘেয়েমি যেন না গ্রাস করে তাই এমনিতেই মেয়েকে নিয়ে মাঝে মাঝে বের হই। সেদিনও বের হয়েছিলাম। কিছুক্ষন হাটাহাটি করে ক্লান্ত হয়ে পরে একটি ক্যাফেতে ঢুকেছি। সেই ক্যাফের রিভিউ আজ আপনাদের সাথে শেয়ার করছি।


আমরা যেই ক্যাফেতে গিয়েছিলাম তার নাম কফি নাট। কফি নাট ক্যাফেটি সাইজে কিছুটা ছোট মানে ভিতরে ২০-২২ জনের বসার মত এরেঞ্জমেন্ট আছে। তবে ছোট হলেও শুরু থেকেই এই ক্যাফেটিতে ভীড় থাকে বিশেষ করে সন্ধ্যার পর। এমনও হয়েছে আমরা গিয়ে আধ ঘন্টাও দাঁড়িয়ে ছিলাম। ছোট খাট ফ্যামিলি গেট টুগেদারগুলো করার জন্য এই ক্যাফেটা পারফেক্ট। আমি এর বাহিরের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।


20221003_184607.jpg

20221003_184830.jpg

20221003_184802.jpg



এই ক্যাফেতে একটু ব্যতিক্রম বেপার হচ্ছে ঢুকতেই এদের কিচেন দেখা যায়। এরকম আরো রেস্টুরেন্ট আছে তবে খুব কম দেখা যায়। আমার মনে হয় স্পেস সংকটের জন্য এরা সামনেই এই কিচেনের অপশন টা রেখেছে।

20221003_184840.jpg

20221003_184846.jpg



ঢুকেই ক্যাফের ডেকোরেশন দেখে যে কারোরই ভাল লাগবে। কারন এত ছোট ক্যফেতে এইরকম ইন্টেরিয়র ডিজাইন খুব কমই করে। এরা পুরো দেয়ালগুলো কাঠ দিয়ে মুড়িয়ে দিয়েছে।


20221003_185716.jpg

20221003_185706.jpg

20221003_185700.jpg


এদের ক্যাফেতে প্রথম যেদিন গিয়েছিলাম আমার সবচেয়ে ভাল লেগেছিল এদের হ্যান্ড ওয়াশের জায়গাটি। এত ছোট ক্যাফেতে আবার চিকন এক গলির মত করে রেখেছে যেখানে হ্যান্ড ওয়াশ করার জন্য একটি বেসিন আছে। আরো মজার বেপার হচ্ছে বেসিনের এক পাশে সুন্দর আরটিফিসিয়াল ঘাসের ম্যাট পেস্টিং করা আছে যা দেখতে খুব সুন্দর লাগে।

20221003_184548.jpg

20221003_184554.jpg



হাত ধুয়ে বসে খাবার অর্ডার করলাম। এখানে আসলে হালকা খাবারটাই খেতে আসে সবাই। মেন্যু হাতে নিয়ে দেখার দরকার ছিল না কারন কি অর্ডার করব তা আগে থেকেই জানা। শেয়ার করব বলে একটি ছবি তুলে নিয়েছি। আমরা মিনি বার্গার আর কোল্ড কফি অর্ডার করেছিলাম। এখানকার কোল্ড কফিটা আমার খুব ভাল লাগে। আর এই ক্যাফেতে লোকজন মিনি বার্গারের জন্যই আসে। মিনি বার্গারের দাম ৮০ টাকা আর কোল্ড কফুর দা ৭০ টাকা। এখানকার নাচোসটাও খুব মজার। এখানে কিচেন স্টাফগুলো খুবই একটিভ। তুলনামূলক খুব তাড়াতাড়ি খাবার রেডি করে সার্ভ করে। আমরা ৫-৭ মিনিটের মধ্যে খাবার পেয়েছি। খাবার পেয়েই খাওয়া শুরু করে দিয়েছি।

20221003_184910.jpg

20221003_184917.jpg

20221003_185201.jpg

20221003_185959.jpg

20221003_190007.jpg


ডিভাইসস্যামসাং
মডেলএ ৫০ এস
বিষয়ক্যাফে রিভিউ
ক্রেডিট@miratek



আশা করি আমার কফি নাট ক্যাফের রিভিউ আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আসলে সারাদিনের ব্যস্ততা থেকে কাজকর্ম সেরে এমন চমৎকার পরিবেশে কফি হাউসে কিছুক্ষণ সময় কাটতে পারলে সত্যি খুব ভালো লাগে। কফি নাট ক্যাফেতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। দেখে খুব ভালো লাগলো। কফি নাট ক্যাফের পরিবেশ খুবই অসাধারণ। এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

অল্প কিছু লোকের গেট টুগেদার করার জন্য পরিবেশ এবং এরেনজমেন্ট ভাল। ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

কফি নাট ক্যাফেতে এক সন্ধ্যায় অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। খাবার গুলো দেখে তো লোভ সামলাতে পারলাম না। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

জী ভাইয়া ভাল কিছু সময় কাটিয়েছি কফি নাট ক্যাফেতে। খাবার গুলো মজার ছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যি ভাইয়া চার দেয়ালের মাঝে বন্দী থাকতে থাকতে মাঝে মাঝে সবাই হাপিয়ে উঠে। আর পরিবার পরিজন নিয়ে এভাবে যদি সুন্দর কোন রেস্টুরেন্টে যাওয়া হয় তাহলে একদিকে যেমন মানসিক প্রশান্তি আসে অন্যদিকে মজার মজার খাবার গুলো খাওয়া যায়। আর আপনি যে রেস্টুরেন্টে গিয়েছিলেন সেখানের কর্মীরা যেহেতু খুবই একটিভ তাই নিজের পছন্দের খাবার খুব সহজেই পেয়ে গিয়েছেন এবং সময় কম লেগেছে। যাইহোক এভাবেই নিজের পছন্দের মজার মজার খাবারগুলো খান এবং অনেক অনেক সুস্থ থাকুন এই দোয়া করি।

 2 years ago 

মাঝে মাঝে পরিবার নিয়ে বের হলে নিজেরও ভাল লাগে পরিবারও খুশি থাকে। ক্যাফেটি ছোট হলেও সার্ভিস ভাল দেয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই আপনি ঠিক বলেছেন ব্যাচিংয়ে হাত ধোয়ার জায়গাটি কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে ছোট্ট একটা গলির মত জায়গা। তারপর খাবার তাড়াতাড়ি সার্ভ করার ব্যাপারটি আমার বেশ ভালো লেগেছে। অনেকদিন বাইরে গিয়ে খাওয়া হয়না। আপনার খাবারের ছবিগুলো দেখে এখনই বাহিরি গিয়ে খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

বেসিনের জায়াগাটি কিছুটা আলাদাভাবে সাজিয়ে রেখেছে। ক্যাফের সার্ভিস খুব ভাল। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঘোরাঘুরির মাঝে খাওয়া ও কম হচ্ছেনা।তবে কম খাওয়া-দাওয়া করা ভাল😇।বেশি খেলে ও সমস্যা হয়।যায় হউক খাবারের ম্যানু দেখে কি মুখের রুচি আটকানো যায়?না যায় না।জায়গাটি ছোট হলে ও ডেকোরেশন ভাল করেছে উনারা।ছোট জায়গায় সব ব্যবস্হা রাখছে।দেখেই ভাল লাগলো ক্যাফে নাটের ছবি।

 2 years ago 

জী আপু ছোট জায়গা হলেও ইন্টেরিয়র এবং সার্ভিস ভাল ছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সত্যি বলেছেন ভাইয়া চারদেয়ালের মধ্যে থেকে থেকে দম বন্ধ হয়ে যাওয়ার মতো। এই প্রভাব যেন বাচ্চাদের উপর বেশি পড়েছে। কফি নাট ক্যাফেতে এক সন্ধ্যায় চমৎকার একটি মুহূর্ত কাটিয়েছেন। আসলে মাঝে মাঝে একটু বাইরে গেলে ভালোই লাগে। কাজের জন্য হোক বা ঘুরতে যাওয়া হোক খাওয়াটা কিন্তু থাকে।কোল্ড কফি ও মিনি বার্গার দারুণ মজার খাবার ছিল।নাট ক্যাফেতে অনেক তাড়াতাড়ি খাবার দিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

জী আপু খাবারগুলো বেশ মজার ছিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

কফিনাট ক্যাফের খাবার গুলো দেখে তো ভাই লোভ সামলানো যাচ্ছে না ক্যাফেটি ছোটখাটো হলেও দেখতে কিন্তু খুবই চমৎকার লাগলো। আপনার এই রিভিউটি পরে বুঝতে পারলাম যে আপনাদের ওই সন্ধ্যাটা খুবই ভালোই কেটেছে। আসলে কোথাও ঘুরতে গেলে পাশাপাশি এরকম একটি ক্যাফেতে নাস্তা করার মজাটাই আলাদা, তবে হ্যাঁ সেটা যদি হয় পছন্দের ক্যাপে তাহলে তো আর কথা নেই।

 2 years ago 

জী ওভারঅল সবকিছু মিলিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সবাই দোয়া করবেন যেন সুস্থ থেকে সারা জীবন মজার মজার খাবার খেয়ে যেতে পারি।

এত খেলে ভুড়ি মোটা হয়ে যাবে ভাইয়া,হি হি ।একঘেয়েমি শহর জীবন থেকে মুক্তি পেতে আমাদের সকলের উচিত একটু ভ্রমনের আনন্দ নেওয়া।খুবই ভালো করেছেন ভাইয়া, বাচ্চাদের হাতে ফোন না দিয়ে।কাঠের দেওয়াল ,এই ধরনের কাঠের কাজ বিদেশি ঘরগুলোতে বেশি দেখা যায়।কোল্ড কফিটি দারুণ ছিল।দারুণ সময় পার করেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি ভুড়ি ত আমার বংশ পরম্পরায় আছে, হা হা হা। ভাল কিছু সময় কাটিয়েছি ক্যাফে নাট ক্যাফেতে। ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আহা! এমন হুট করে খেতে বেড়োলে কি যে আনন্দ হয় কি বলব। আর আমআর সো কল্ড রেস্টুরেন্টের তুলোনায় এমন ক্যাফে গুলো বেশী পছন্দ। কারণ ক্যাফেগুলো কে দারুণ করে সাজানো হয়।আচ্ছা বার্গারের উপর ওই পুচকু হাতটা কার? 😄 কি কিউট লাগছে!

 2 years ago 

রেস্টুরেন্টে গেলে অনেকটা সময় পার করা যায় তবে অল্প সময়ে রিজনেবল প্রাইসে কিছু খেতে চাইলে এই ক্যাফেগুলো বেস্ট। পুচকু সে হাতটা আমার মেয়ের, সে থাকাতেই আরো মজা বেশি পেয়েছি। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65