বৃষ্টির দিনের কিছু রেন্ডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে বৃষ্টির দিনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি আমার শখের জিনিস। যেকোন ধরনের সুন্দর কিছু চোখে পড়লেই আমি ক্যামেরাবন্দী করার চেষ্টা করি। আজ ঢাকা থেকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি এসেছি। গ্রামে এসেই দেখি বৃষ্টি যেন থামছেই না। মাঝে মাঝে একটু থামে আবার শুরু হয়। এই থামার মাঝে কিছু ফটোগ্রাফি করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG_20230627_182430.jpg

গ্রামে বৃষ্টির্মজার একটি বিষয় হচ্ছে টিনের চালের ভাজে ভাজে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য। বাড়ির সিড়িতে বসে বৃষ্টি দেখছিলাম । বৃষ্টির ফোঁটা দেখে ছবি না তুলে পারলাম না। একদম কাছ থেকে ছবিটি তুলেছি। আমার থেকে কিছুটা উচুতে থাকায় ছবিটি তুলতে বেশ কষ্ট হয়েছে।

IMG_20230627_183036.jpg

গ্রামে বৃষ্টির সময় পুকুরে বৃষ্টির ফোঁটা পড়লে প্রতিটি ফোটার পর একটি করে সার্কেল তৈরী হয়। সেই দৃশ্য এক মনোরম দৃশ্য। পুকুরে বৃষ্টি পড়ার দৃশ্য আমার খুব ভালো লাগে দেখতে। আমি একদম কাছ থেকে ছবি তুলতে পারিনি কারণ পুকুরের ঘাট অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল। কিন্তু চেষ্টা করেছি পুকুর পাড় থেকে সুন্দর একটি ভিউ আনার জন্য।

IMG_20230627_182354.jpg

IMG_20230627_182312.jpg

বৃষ্টি হলেই যেন আকাশের মন খারাপ হয়ে যায়। আকাশের সাথে সাথে যেন প্রকৃতির ও মন খারাপ হয়ে যায়। তাই ত সবার মুখ গম্ভীর থাকে আর অন্ধকার একটা পরিবেশের সৃষ্টি হয়। আমি আকাশ এবং প্রকৃতির মন খারাপের এরকম দৃশ্য ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি।

IMG_20230627_191141.jpg

বৃষ্টি হলে পাখি তার নীড়ে ফিরে যায়। পাখির মত মুরগী তার ঘরে ফিরতে পারে না কারণ সাধারণত বাড়িতে পালনকৃত মুরগী সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারে না। আর তখন বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার জায়গা থাকে না বলে যেখানে সুযোগ পায় সেখানেই আশ্রয় নেয়। আমাদের পালিত দুটি মুরগী বৃষ্টির মধ্যে ঘরের সাইডে জড়োসড়ো হয়ে ছিল। আর তখনই আমি হাজির ছবি তোলার জন্য।

IMG_20230627_183928.jpg

মোবাইলের ক্যামেরা চালু করে হাঁটছিলাম আর দেখছিলাম ভালো কোন অবজেক্ট সামনে পড়ে কিনা দেখার জন্য। একটু দূরে চোখ চলে গেল কারণ হলুদ রঙের কি যেন ফোকাস করছে। সামনে গিয়ে দেখি ছোট একটি হলুদ ফুল ছোট একটি গাছে ফুটে আছে। এই ফুলগুলো সাধারণত বন্য ফুল বলে থাকে। এই ফুল দেখেই আমার ছবি তুলতে ইচ্ছে হলো। ফুলটি এতই ছোট যে একদম বসে কাছ থেকে ছবি তুলতে হয়েছে। এই ফুলের ছবি তুলতে গিয়ে অনেকগুলো জংলী মশার কামড় খেতে হয়েছে, হা হা হা।

IMG_20230627_182905.jpg

IMG_20230627_182716.jpg

এই পাতা আমাদের সবারই খুব পরিচিত । এগুলো হচ্ছে কচু গাছের পাতা। কচু পাতায় বৃষ্টির পানি পড়লে আটকে থাকে আর সেই দৃশ্য আমি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। গ্রামের এই দৃশ্য গুলো দেখলে কেমন যেন মন ফ্রেশ হয়ে যায়।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়বৃষ্টির দিনের ফটোগ্রাফি
ক্রেডিট@miratek
what3words locationhttps://what3words.com/adoring.weakened.geniculate

আশা করি আমার বৃষ্টির দিনের ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বৃষ্টির দিনের কিছু রেন্ডম ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন বৃষ্টির দিনে। অনেক শুভকামনা রইলো।

 last year 

ভাইয়া বৃষ্টির দিনের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। গ্ৰামে বৃষ্টির সময়টা বেশী ভালো লাগে। টিনের চালে বৃষ্টির ঝনঝন শব্দে মন ভরে যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ঈদ উপলক্ষে বাড়ি চলে গেলেন।আর বৃষ্টির দিনের বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। বৃষ্টিতে সবকিছু সতেজ হয়ে গেছে।আর টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে বেশ ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

বৃষ্টির দিনে মনের মধ্যে অন্য রকম অনুভূতি হয় আমার। আর সাথে খিচুড়ি এবং খাসির মাংস হলে তো আর কোনো কথাই নেই। যাইহোক দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। পাতাগুলোর ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মুরগী দুটির ফটোগ্রাফিও দারুণ হয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31