মতিঝিলের শুক্রবারের বাজারে ঘুরাঘুরি। 10% Beneficiary to @shy-foxsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আমি একটি প্রাইভেট জব করি। আমার অফিসের ওয়ারকিং ডে সপ্তাহে ৬ দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার আমার সাপ্তাহিক ছুটি। শুক্রবার প্রায় সব অফিসেরই সাপ্তাহিক ছুটি থাকে। এই একটি দিন আমি প্ল্যান করে কোথাও যেতে পারি। অন্যদিন গুলোতেও বের হই কিন্তু বেশিরভাগ সময়ই হঠাৎ করে বের হওয়া হয়, প্ল্যান ছাড়া। সপ্তাহে ৬ দিন কর্মব্যস্ততার পর শুক্রবারের অপেক্ষায় থাকি। প্রতি শুক্রবার ত আর বের হওয়া হয় না কিন্তু এই দিনে ফ্যামিলির সাথে কোয়ালিটি সময় পার করি। যাই হোক গত শুক্রবার মানে ০৯/০৯/২০২২ তারিখ সকালে উঠেই চিন্তা করছি কোথায় যাওয়া যায়।


GridArt_20220915_154932323.jpg



প্রথমে ঠিক করলাম রমনা পার্কে ঘুরতে যাব। আমার ওয়াইফ বলল যে রমনা না অন্য আরেক জায়গায় যাব। জিজ্ঞাসা করাতে বলল মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে শুক্রবার একটি খোলা মার্কেট বসে সেখানে যাব। আমি বললাম ওখানে কি পাওয়া যায়? উত্তরে শুনলাম সেখানে ভেরাইটিস জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যায়। আমার কিছুটা কিউরিসিটি জাগল বাজার টা ঘুরে দেখার। কিছুক্ষণ পর নাশতা করে রেডি হয়ে বের হলাম মতিঝিল আইডিয়ালের উদ্দেশ্যে। রিকশা ঠিক করতে গিয়ে মাথায় হাত। এক রিকশাওয়ালা ভাইকে ভাড়া জিজ্ঞেস করাতে বলে ১২০ টাকা লাগবে। আমি বললাম ১২০ টাকায় আমি ঢাকা নিউ মার্কেট যাই আর তুমি মতিঝিল চাচ্ছ এই ভাড়া? কয়েকটি রিকশা দেখার পর একটি ঠিক করলাম, ভাড়া ৮০ টাকা। রিকশা ভ্রমন আমার খুব ভাল লাগে। শুক্রবার হওয়াতে রাস্তা একদম ফাকা ছিল।

20220909_101050.jpg

লোকেশন



প্রায় ২০ মিনিট পর আমরা মতঝিল আইডিয়াল স্কুলের সামনে নামলাম। আমি খোলা বাজারের কিছু দৃশ্য ছবির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি।

20220909_102130.jpg

20220909_101008.jpg

20220909_101502.jpg

লোকেশন



যেহেতু আমরা সকালেই চলে গিয়েছি (আনুমানিক ৯ টা বাজে তখন) তাই গিয়ে দেখি তখনো ততটা ভীড় জমেনি। উপরের ছবিগুলো দেখে বুঝা যাচ্ছে কোন কোন দোকানদার মাত্র দোকান খুলছে, কেউ দোকান খুলে কাস্টমারের সাথে কথা বলছে, কেউ আবার মাত্র দোকান খুলেছে।

20220909_100540.jpg

20220909_100501.jpg

লোকেশন



এই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হাড়ি-পাতিল, চামচসহ কিচেনে ব্যবহৃত অনেক কিছুই আছে। হাতে নিয়ে দেখলাম একদম নরমাল না পুক্ত আছে।

20220909_100942.jpg

20220909_100746.jpg

লোকেশন



উপরের ছবিগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগের সমাহার। এখানে হাই কোয়ালিটি থেকে শুরু করে নরমাল ব্যাগ পাওয়া যায়।

20220909_100703.jpg

20220909_102203.jpg

লোকেশন



উপরের ছবিতে দেখা যাচ্ছে এক দোকানদার পাপস নিয়ে বসে আছে এবং অন্য ছবিতে মেয়েদের জুয়েলারি দেখা যাচ্ছে।

20220909_102056.jpg

20220909_102231.jpg

20220909_100759.jpg

লোকেশন



উপরের তিনটি ছবির প্রথমটি পর্দার দোকান। এখানে ভাল কিছু পর্দা আমার চোখে পড়েছে। দ্বিতীয় ছবিতে বিছানার চাদর দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে কুশন কাভার দেখা যাচ্ছে।

20220909_101115.jpg

20220909_100436.jpg

লোকেশন



এই ছবিগুলো হচ্ছে খেলনার দোকানের ছবি। এখানে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়।

20220909_101454.jpg

20220909_102246.jpg

লোকেশন



উপরের ছবিগুলো হচ্ছে বাচ্চাদের জামা-কাপড়ের। এখান থেকে আমার মেয়ের জন্য বাসায় পড়ার একটি ড্রেস কিনেছি। দেখলাম কয়েকটি জামার কালার, ডিজাইন সুন্দর।

20220909_100831.jpg

20220909_100855.jpg

লোকেশন



এখানে অনেক রকমের মশলা পাওয়া যায়। কিছু মশলার ঘ্রান নিয়ে দেখলাম ভাল। পাশে এক ভ্যানে করে কদবেল
ও কাসুন্দি বিক্রি করছে এক লোক।

20220909_102157.jpg

লোকেশন



এই দোকানে ভাল ইটালিয়ানো এবং সিরামিক দেখা যাচ্ছে। দাম জিজ্ঞেস করে দেখলাম বড় দোকানের থেকে অনেক কম।

20220909_100216.jpg

20220909_100234.jpg

লোকেশন



সব ঘুরে শেষে যখন বের হয়ে যাব দেখি সুন্দর সুন্দর তাজা সবজি নিয়ে বসে আছে। গিয়ে কিছু সবজি কিনে নিলাম।

পরে জানতে পারলাম এই বাজারটি শুধুমাত্র শুক্রবারেই বসে। এখানে দোকান নেয়ার জন্য নাকি রীতিমত দোকানদারদের ভীড় জমে। বড় ছোট বিভিন্ন মহলের লোক এখানে আসে বাজার করতে।

ডিভাইসস্যামসাং
মডেলএ ৫0 এস
ফটোগ্রাফার@miratek

20220909_101949.jpg

আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। পড়ে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আমি তো কোন ভাড়া ছাড়াই পুরো বাজার দেখে ফেললাম। আপনি তো বাধা দিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলেন। সত্যি ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল এবং আপনি খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন এই পোস্ট। আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার টাকা খরচ ছাড়াই বাজার দেখাতে পেরে আমি আনন্দিত বোধ করছি। আমি সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে বাজারের প্রতিটি আকর্ষণীয় দোকান গুলো দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মিরপুর ১০ হোপ স্কুলের কাছে এমন একটি বাজার বসে।বেশ কম দামে ভাল ভাল জিনিস পাওয়া যায়।ধন্যবাদ পোস্টি শেয়ার করার জন্য।

 2 years ago 

মিরপুর-১০ এর হোপ স্কুলের বাজারের সম্মন্ধে আমার ধারনা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। মতিঝিলের এখানেও খুব কম দামে সুন্দর এবং কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই এইটাও নিউমার্কেটই। আমি নামকরণ করলাম।এরকম একজায়গায় এত জিনিস পাওয়া যায় এমন বাজার খুবই কম রয়েছে।নতুন একটি জায়গা সম্পর্কে জানতে পারলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ ভাই আমাদের নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

আমি আপনার সাথে একমত, এইটাকে মিনি নিউ মার্কেট বলা যেতে পারে। তবে এই বাজার শুধু শুক্রবার বসে। আপনাকে নতুন একটি জায়গা সম্পর্কে জানাতে পেরেছি জেনে ভাল লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যদিও এখন পর্যন্ত এই মার্কেটে যাওয়া হয়নি তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে কিছুটা ধারণা করতে পারলাম এবং সেই সাথে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে নিজের কাছে খুবই ভালো লাগলো। এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু নিজের ওয়াইফের কোথায় অন্য জায়গায় ঘুরতে গিয়েছেন মানতেই হবে আপনি একজন আদর্শ স্বামী হা হা হা শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাই হোম মিনিস্টার ঠিক ত সব ঠিক। আফটার অল ফ্যামিলি ই ত সব। আমার কাছে বাজার টা ভাল লেগেছে তাই শেয়ার করেছি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63900.40
ETH 3140.82
USDT 1.00
SBD 3.98