কক্সবাজার ভ্রমন পর্ব ০১। @miratek

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। প্রায় ১ বছরের বেশি সময় ধরে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। ঘুরতে যাওয়ার কথা চিন্তা করতে প্রথমেই মাথায় আসছে সমুদ্র ভ্রমন।

2022-08-19_11.51.39.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

আগষ্ট ২০২২ সালে অনেকগুলো ঐচ্ছিক বন্ধ। সিদ্ধান্ত নিয়েই নিলাম এই বন্ধের মধ্যে একটা ট্যুর দিতে হবে এবং সেটা ঠিক হল কক্সবাজার যাব। ১৭/০৮/২০২২ তারিখ ঢাকা থেকে রওনা দিব। আমি আপনাদের সাথে এই ট্যুরের প্রতিটি মুহূর্ত শেয়ার করতে চাই।

20220815_110602.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/reclaimed.goad.promoting)
একটি ট্যুর এ যাওয়ার প্ল্যান হলে টুকটাক কেনকাটা থাকে। আমি পরিবার নিয়ে গেলাম ঢাকা নিউ মার্কেট কিছু কেনাকাটা করতে। আমি থ্রি কোয়ার্টার প্যান্ট, আর গেঞ্জি নিলাম, মেয়ে এবং তার মা কাপ্তান নামে কি ড্রেস বের হয়েছে তা কিনল।

20220817_224158.jpg

20220817_224028.jpg

20220817_223938.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/nodded.clash.clearcut)

১৭/০৮/২০২২ তারিখ অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছি কারন কিছু গোছানো বাকি আছে। বাসায় গিয়ে সব গুছিয়ে নিলাম। সবাইকে বললাম যেন দ্রুত রেডি হয়ে যায় কারন রাস্তায় জ্যাম আছে। বলে রাখি এখানে আরও কিছু ফ্যামিলি মেম্বার পরে এড হয়েছে। আমাদের গাড়ি ছাড়ার কথা ১১ টায়। আমরা পৌঁছে গেছি ১০ঃ৩০ মিনিটে। গিয়ে দেখি বাকিরা চলে এসেছে আমাদের আগেই। পৌঁছে শুনি গাড়ি ছাড়বে ১২ টায়।

20220818_005845.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/perusing.neckline.local)

যথারীতি অপেক্ষা করে অবশেষে গাড়িতে সবার লাগেয বা অন্য ব্যাগ বক্সে দিয়ে ভিতরে উঠলাম এবং যার যার পছন্দ মত সিট নিয়ে বসে পড়লাম।আমরা উঠার ৫ মিনিট পর গাড়ি ছেড়ে দিয়েছে। ভ্রমণ শুরু হল কক্সবাজারের উদ্যেশ্যে। আমরা যে বাসে উঠেছি তার নাম গ্রীন লাইন। বর্তমানে গ্রীন লাইনকে সবচেয়ে ভাল বাস বলা হয়ে থাকে। যাই হউক বাসের সিটগুলো খুবই কম্ফরটেবল ছিল। গাড়ি চলছে তার গতিতে। মাঝে মাঝে বাহিরে তাকিয়ে রাতের দৃশ্য দেখছিলাম। গাছপালা অনেক জোরে দৌড়াচ্ছিল। দাউদকান্দি পার হওয়ার পর দেখলাম সব ঘুমিয়ে গেছে শুধু আমার মেয়ে জেগে আছে আর সাথে আমি। মেয়ের সাথে কিছুক্ষণ গল্প করে দেখি মেয়েও আমার কোলে ঘুমিয়ে গেল। আমি আর কি করব ঢোকে গেলাম ডিস্করডে। অনেকের সাথে চ্যাট হল। তারপর কখন আমিও ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না।

20220818_001012.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/perusing.neckline.local)

হঠাত গাড়ির সুপারভাইজার এর ডাকডাকিতে ঘুম ভেংগে গেল। মানে হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রাম গ্রীন লাইন গাড়ি স্টপেজ দেয়। ত ঘুম থেকে উঠে আমরা গাড়ি থেকে নেমে দেখি সুন্দর একটি রেস্তোরার সামনে গাড়ি থামিয়েছে। তখন বাজে রাত ৩ঃ২০ মিনিট। প্রচন্ড খিদা ছিল। রেস্তোরাঁয় ঢুকে প্রথমেই হাত মুখ ধুয়ে ঘুম কাটিয়ে নিলাম। তারপর সবাই একসাথে বসলাম টেবিলে। সবার সম্মতিক্রমে পরোটা, সবজি, ডিম আর মুরগীর ভুনা অর্ডার করলাম। কিছুক্ষণ গল্প করার পর নাশতা চলে এল। সবাই নাশতা খেয়ে শেষে চা খেলাম। কখন যে ৩০ মিনিট পার হয়ে গেল টেরই পেলাম না। নাশতা শেষে আবার গাড়িতে উঠলাম। গাড়ি আবার চলছে তার গতিতে। আবার আমরা মেতে উঠলাম আড্ডায়। এই আড্ডা রাত ৪ টার আড্ডা। বাচ্চাদের ছুটোছুটি চলছিল বেশ কিছুক্ষণ। তারপর আবার সবাই ঘুমে নিমগ্ন হয়ে গেল।

20220818_052250.jpg

20220818_035935.jpg

20220818_035904.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/etchings.mustiness.offsets)

হঠাত আমার ঘুম ভেংগে গেল। ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রায় সকাল। এত সুন্দর লাগছিল ঝটপট ছবি তোললাম। গ্রীন লাইন গাড়ি ঢাকা থেকে কক্সবাজার যেতে ২ টা জায়গায় স্টপেজ দেয়। গাড়ি চলতে চলতে পরবর্তী স্টপেজে পৌঁছে গেল। আমরা আবার গাড়ির সুপাভাইজারের ডাকে নিচে নেমে গেলাম কারন আমাদের আবার খিদা লেগেছে। নেমে দেখি আগের রেস্তোরাঁ থেকেও এটি বেশি সুন্দর। এই রেস্তোরাঁয় ভিতরে ঢুকতেই কিছু সুন্দর আরটিফিসিয়াল গাছ দেখা যায়। একটি গাছের ঠিক পাশে একটি বড় সুন্দর ঝারবাতি দেখা যায়। রেস্তোরাঁর আরেকটু ভিতরে যেতেই আরও কিছু সুন্দর আরটিফিসিয়াল গাছ রাখা আছে। আমরা ফ্রেশ হয়ে আবার নাশতা করতে বসলাম। এখানে সবাই খিচুড়ি খেয়েছি। খিচুড়ি মজা ছিল। খিচুড়ি খেয়ে কিছু ছবি তুলে আবার রওনা দিলাম।

2022-08-19_08.48.43.jpg

2022-08-19_08.47.49.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/beaks.disengages.grumble)

ড্রাইভার কে জিজ্ঞেস করতে বললেন আরও ২ ঘন্টা লাগবে পৌছাতে। আবারও রওনা দিলাম। ২ ঘন্ট পর আমরা আমাদের গন্ত্যব্য কক্সবাজার কলাতলি বাস স্টেন্ড পৌছে গিয়েছি।

20220818_103305.jpg

ক্যামেরাস্যামসাং এ ৫০ এস
ক্যামেরাম্যান@miratek

লোকেশন (https://what3words.com/visages.wristwatch.adoptions)

আজ এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব নিয়ে আবার আসব। আপনাদের যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।

Sort:  
 2 years ago 

আপনার কক্সবাজার ভ্রমণ পর্ব 1 দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। দেখে তো মনে হচ্ছে বেশ মজা করেছেন কক্সবাজার ভ্রমনে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। সুন্দর ফটোগ্রাফি এবং পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
অনেকদিন আসা হয় না কক্সবাজার। তাই খুবই আনন্দে আছি। চেষ্টা করেছি ভাল কিছু তথ্য ও ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
 2 years ago 

আপনার যাত্রাশুভ হোক ভাই।অনেক অনেক মজা করেন আর এভাবেই আমাদের সাথে শেয়ার করতে থাকেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেন ঠিকভাবে ভ্রমণ করে আবার বাসায় ফিরতে পারি। আমি সবটুকু ভ্রমন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

 2 years ago 

কক্সবাজার ঘুরতে গিয়ে অনেক চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে আপনার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন প্রথম পর্বটি দেখে খুবই ভালো লাগলো। খুব শীঘ্রই বাকি পর্ব গুলো দেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

জি ভাইয়া ভালোই লাগছে কক্সবাজার ঘুরতে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার সুন্দর মুহুর্ত শেয়ার করার। বাকি পর্ব শেয়ার করার জন্য আমিও এক্সসাইটেড। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

 2 years ago 

কক্সবাজার ভ্রমন কাহিনীটি বেশ ভালো লাগলো পড়ে।তাছাড়া সমুদ্র সৈকত দেখতে আমার ও খুবই ভালো লাগে, আপনার মেয়ে খুবই কিউট।আপনার মেয়ের জন্য ভালোবাসা ও শুভকামনা রইলো ভাইয়া ।পরের পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আমার পোস্ট আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। সমুদ্রের প্রতি আমার অন্যরকম টান কাজ করে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে আসার সময় গাড়িতে অনেক মজা করেছে। আপনাদের সুন্দর মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

কক্সবাজারে যাওয়ার প্রথম পর্যায়টা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে আমার ভালো লাগলো। আশা করি আপনাদের ভ্রমণ শুভ হয়েছে। আর আশা করতে পারি, কক্সবাজারে যেয়ে খুব দারুণ একটি মুহূর্ত অতিক্রম করেছেন পরিবার-পরিজন নিয়ে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর কিছু ছবি এবং তথ্য আপনাদের সাথে শেয়ার করার। আমাদের ভাল কিছু মুহুর্ত কেটেছে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39