ফটোগ্রাফি।। কিছু রেন্ডম ফটোগ্রাফি।। 10% beneficiary to @shy-fox
আপনারা সবাই এই ফুলের নাম জানেন। এটি হচ্ছে জবা ফুলের কলি। জবা ফুল কয়েক রঙের হয়ে থাকে এই জবা ফুল লাল প্রজাতির। এই ছবি আমি তুলেছি কেরানীগঞ্জের শরীফ পার্ক থেকে। আপনারা যারা আমার পার্কে ভ্রমণের পোস্ট পড়েছেন তারা জানেন আমি ১৬ ডিসেম্বর শরীফ ড্রিম পার্কে ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকেই এই ফুলের ছবি তোলা।
এই ফুলের নাম আমি জানতাম না। ইন্টারনেটের সাহায্যে জানতে পারলাম এই ফুলের নাম হংকং অর্কিড। ফুলের পাঁপড়ি অনেক বড় একদম জবা ফুলের পাপড়ির মত দেখতে। ফুলের রঙ গোলাপী। এই ফুলের ছবিও শরীফ ড্রিম পার্ক থেকে তোলা ।
এটি কোন ফুল গাছ না। এটি একটি উদ্ভিদ। সেখানকার একজন কে জিজ্ঞেস করাতে বললেন এটি পাতাবাহার জাতীয় একটি উদ্ভিদ। তবে আমার কাছে দেখতে খুব ভাল লেগেছে তাই ছবি তুলে নিলাম। সবুজ আর লালের মিশ্রণে কি সুন্দর লাগছে দেখতে।
এই ফুল সিনেমা খুব কম লোক আছে। এই ফুলের নাম গোলাপ ফুল। গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে । আমি যে ফুলের ছবি তুলেছি তার রং ফুলের অরিজিনাল রঙের সাথে মিলে, মনে গোলাপি রঙের গোলাপ। আমার কাছে গোলাপ ফুলের গন্ধ অনেক ভাল লাগে। এই ছবি তুলেছি রাতে তাই খুব ভাল আসেনি।
এটি কোন ফুল বা ফলের গাছের ছবি না। আমরা ছোটবেলায় বইয়ে অনেক পড়েছি পরগাছার কথা। এটি হল সেই পরগাছা। পরগাছা মানে হল যে গাছ অন্য গাছের মধ্যে আশ্রয় নিয়ে বাস করে তাকে বলে। এই গাছটি আম গাছের মধ্যে আশ্রয় নিয়েছে কিন্তু দেখেন কি সুন্দর দুইজন মিলে মিশে বাস করছে। আর আমরা মানুষ রা মনুষত্ব থাকতেও একজন আরেক জনকে জায়গা দেই না। এই ছবি আমার গ্রামের বাড়ির একটি আম গাছ থেকে তোলা।
এটি হচ্ছে প্রজাপতির ছবি। এই ছবি আমার গ্রামের বাড়ির দেয়াল থেকে তোলা। শীতের সকালে সে চুপ করে বসে ছিল। আমি এত কাছ থেকে ছবি তুলেছি তাও সে নড়েনি। এদের কত মজা উড়তে পারে, দেয়ালে বসে থাকতে পারে ।
এই ছবি আমাদের নারকেল গাছের নিচ থেকে তোলা। এটি একটি ডাবের ছবি। পরিপক্ক হওয়ার আগেই ঝরে পরেছে। খেয়াল করলে দেখবেন এর গায়ে তখনো শিশির লেগে ভিজেছিল। আমার ভালো লেগেছে তাই ছবি তুলে নিয়েছি।
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ক্রেডিট | @miratek |
আশা করছি আমার তোলা ছবি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
সাধারণ ছবি কেও এভাবে যে অসাধারণ অ্যাঙ্গেল থেকে তোলা যায় সেটা দেখে অবাক হলাম। বিশেষ করে গোলাপ টা দেখে খানিকটা স্তম্ভিত ছিলাম।কারণ এই রংয়ের গোলাপ আমি দেখিনি।হয় পুরো গোলাপি অথবা সাদা দেখেছি। কিন্তু এরকম বেগুনি রঙের গোলাপ এই প্রথম দেখা আর কোন ব্যাকগ্রাউন্ড অ্যাঙ্গেলে কোন ছবি তুললে সে ছবি ভালো উঠবে সেটা বোঝাটাও খুবই শক্ত কাজ। সবার পক্ষে সেটা সম্ভব না।
বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ।এই ফুলগুলো দেখতে যেমন আনকমন নাম গুলো খুবই আনকমন।নারিকেল গাছের নিচে যে ফটোগ্রাফিটি করেছেন এটিও খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।
ফটোগ্রাফি গুলো করতে অনেক সাবধানে করতে হয়।ফটোগ্রাফির সময় অনেক ব্যাকসাইড থাকে যে গুলো ছবির সুন্দর নষ্ট করে দেয় তাই সাবধানে দেখে তোলা হলে দেখতে সুন্দর দেখায়।আপনি অনেকগুলো ফটোগ্রাফি নিয়েছেন জবাফুলের,পাতাবাহারের, অপরিপক্ক ডাবের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে।এভাবে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনাও দিয়েছেন অনেক ভালো লেগেছে পড়তে।
আসলেই ফটোগ্রাফি একটু ভেবে চিন্তে করতে হয় ৷ নয় তো সেই ছবি ভালো দেখায় না ৷ আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ৷ আপনার তোলা প্রতিটি ছবি-ই অসম্ভব সুন্দর ছিলো ৷ তবে ফুলের ফটোগ্রাফি গুলো ছিলো আরো বেশি চমৎকার ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে চমৎকার বিবরণ মাধ্যমে পোস্টটি শেয়ার করার জন্য ৷
সত্যি বলতে ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি চাই আমার ফটোগ্রাফি গুলো সেরা হোক, সেই হিসেবে আমি ফটোগ্রাফি শেয়ার করি। যাই হোক আপনার রেনডম ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আসলে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। সুন্দরভাবে ক্যামেরা বন্দি করতে পারলে অনেক সামান্য জিনিসও দেখতে বেশ চমৎকার লাগে । দেখে খুব ভালো লাগলো বিশেষ করে না জানা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।।
আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে কারণ ফুল আমার ভীষণ পছন্দের। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ফুলের কালারও কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আমি তো ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি তাই যেখানেই যায় ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়ি। ফটোগ্রাফি গুলোর বর্ণনা আপনি খুবই সুন্দর ভাবে দিয়েছেন।
আপনি তো খুব সুন্দর ফটোগ্রাফী করেন। পার্কটিতে ফোটো জবা ও গোলাপ ফুলের সাথে সাথে পরগাছা আর পাতাবাহার গাছের ফটোগ্রাফি ও খুব সুন্দরভাবে করেছেন। আর মাটিতে পড়ে থাকা ডাবটিও কম যায় না। খুব ভালো লাগলো পোষ্টটি দেখে ধন্যবাদ।
ফটোগ্রাফি আমি এত পছন্দ করি যে আপনাকে বলে বোঝাতে পারবো না করতেও দেখতেও। আমার কাছে ফটোগ্রাফি করতে যেমনই ভালো লাগে দেখতেও তেমনই ভালো লাগে। আপনি আজকে অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই ভালো। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি একটু বেশি ভালো লেগেছে। গোলাপ ফুলের কালার টি আমার ভীষণ পছন্দের। ফটোগ্রাফি দক্ষতা সহকারে করতে হয়। এক কথায় খুবই ভালো ছিল আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।