Diy // এসো নিজে করি //রঙ্গিন পেপার ও টিস্যু দিয়ে ওয়ালমেট তৈরি// ১০% পে আউট shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

22-12-2021

৬ই পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"টিস্যু ও রঙিন পেপার দিয়ে তৈরি একটি ওয়ালমেট"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যেটি তুলে ধরব সেটি হল"টিস্যু ও রঙিন পেপার দিয়ে তৈরি ওয়ালমেট"। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক।

★টিস্যু ও রঙিন পেপার দিয়ে তৈরি ওয়ালমেট★

IMG_20211222_173323.jpg

নিজ হাতে তৈরি করলাম টিস্যু ও রঙিন পেপার দিয়ে তৈরি ওয়ালমেট। জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি ওয়ালমেট টি অনেক ভালো লাগবে।



★প্রয়োজনীয় উপকরণ★

  • রঙ্গিন কাগজ
  • টিস্যু
  • আঠা
  • কাচি
  • IMG_20211222_173355.jpg



    ★ধাপ ১★

    IMG_20211222_144034.jpg

    প্রথমে আমি টিস্যু কাগজ নিই।

    ★ধাপ ২★

    IMG_20211222_122020.jpg

    তারপর টিস্যু কাগজ ভাঁজ করে মাঝ বরাবর সুতা দিয়ে বেঁধে নেই।

    ★ধাপ ৩★

    IMG_20211222_140859.jpg

    তারপর কাচি দিয়ে টিস্যু কাগজ কেটে একটি ফুল বানিয়ে ফেলি।

    ★ধাপ ৪★

    IMG_20211222_182332.jpg

    তারপর একই নিয়মে আরো কয়েকটি ফুল বানিয়ে নেই।

    ★ধাপ ৫★

    IMG_20211222_182736.jpg

    তারপরে আমি পাতা তৈরি করার জন্য একটি রঙ্গিন কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নেই।

    ★ধাপ ৬★

    IMG_20211222_182656.jpg

    তারপর ধীরে ধীরে কাঁচি দিয়ে রঙিন কাগজ টি কেটে একটি পাতা বানিয়ে ফেলি।

    ★ধাপ ৭★

    IMG_20211222_182602.jpg

    তারপর একই নিয়মে আরো কয়েকটি পাতা বানিয়ে ফেলি।

    ★ধাপ ৮★

    IMG_20211222_182445.jpg

    তারপর একটি সাদা কাগজ বৃত্ত আকারে কেটে নেই।

    ★ধাপ ৯★

    IMG_20211222_182505.jpg

    IMG_20211222_182412.jpg

    তারপর কিছু হলুদ রঙ্গিন পেপার কেটে নিয়ে স্টিক বানিয়ে ফেলি।

    ★ধাপ ১০★

    IMG_20211222_182131.jpg

    তারপর আমি বৃত্ত আকারের সাদা কাগজের উপর আটা দিয়ে পাতাগুলো বসিয়ে দেই।

    ★ধাপ ১১★

    IMG_20211222_174500.jpg

    তারপরে পিছনে আমি স্টিক গুলো আঠা দিয়ে বসিয়ে দেই।

    ★ধাপ ১২★

    IMG_20211222_173323.jpg

    তারপরে আমি পাতাগুলোর ফাঁকে ফাঁকে টিস্যু দিয়ে তৈরি ফুল গুলো আঠা দিয়ে বসিয়ে দেই।

    ★ধাপ ১৩★

    IMG_20211222_173323.jpg

    তারপরে আমি ওয়ালমেট টি প্রস্তুত করে ফেলি।

    ★ধাপ ১৪★

    IMG_20211222_174307.jpg

    এবং পরিশেষে আমার তৈরি ওয়ালমেট টির সঙ্গে আমার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।

    আশা করি আমার তৈরি পোস্টটি আপনাদের অনেক সুন্দর লাগবে। আর যদি আমার লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।




    শুভেচ্ছান্তে :-
    @milon.roy

    আমার পরিচয়

    2021-08-20-21-04-35-820.jpg

    আমার নাম: শ্রী মিলন রায়। আমার ইউজার আইডির নাম হচ্ছে @milon.roy। বর্তমানে আমি ফুলবাড়ী সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করতেছি। আমার বাসা দিনাজপুর জেলা, পার্বতীপুর থানা, ৩নং রামপুর, ৯নং ওয়ার্ডের বাসিন্দা।




    ধন্যবাদ "আমার বাংলা ব্লগের "সকল সদস্যদের

    Sort:  
     3 years ago 

    ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর করে আপনি আপনার পোষ্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

     3 years ago 

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি মন্তব্য করার জন্য।

     3 years ago 

    খুব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি। টিস্যু পেপার দিয়ে এত সুন্দর ফুল বানানো যায় তা জানা ছিল না। ফুল গুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট বানানো শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    ধন্যবাদ আপু

     3 years ago 

    রঙিন পেপার ও টিস্যু দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি ওয়ালমেট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন ।যেটি আপনার পোস্টটিকে অনেক বেশি সুন্দর করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

     3 years ago 

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি মন্তব্য করার জন্য।

     3 years ago 

    মাশাআল্লাহ রঙ্গিন পেপার আর টিস্যু দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া।
    প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে।

    আপনার জন্য অকেন শুভকামনা রইলো ভাইয়া।

     3 years ago 

    ধন্যবাদ আপু।

     3 years ago 

    রঙ্গিন পেপার ও টিস্যু দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালেট এটি আমার অনেক পছন্দ হয়েছে। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

    Coin Marketplace

    STEEM 0.20
    TRX 0.15
    JST 0.030
    BTC 65317.17
    ETH 2646.03
    USDT 1.00
    SBD 2.86