[প্রসঙ্গ:-মোবাইল ফোন দিয়ে তোলা সেরা কিছু ফুলের ছবি] ১০% পে আউট shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা


আমি @milon.roy বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█নমস্কার ও আদাব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░


আশা করি আপনারা সবাই খুবই ভাল আছেন, ঈশ্বরের অশেষ কৃপায় আমিও অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার আমার মোবাইল ফোন দিয়ে তোলা সেরা কয়েকটি ফুলের ছবি । আশা করি বন্ধুরা আমার মোবাইল ফোন দিয়ে তোলা ফুলের ছবিগুলো আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা দেরী না করে ছবিগুলো দেখে নেওয়া যাক। !
তাহলে শুরু করলাম

🧛‍♀️ ছবি নাম্বার ১🧛‍♀️


IMG_20220620_151553.jpg

ছবি১ Location

ছবি১: এই ফুলটির নাম হচ্ছে ঢেঁড়স ফুল। এই ফুলটি দেখতে যেমন সুন্দর। ঠিক তেমনি এই ঢেঁড়স সবজিটি খুবই জনপ্রিয় । তাই তার একটি ছবি তুলে আপনাদের মাঝে তুলে ধরলাম।


📸 ছবি নাম্বার ২📸


IMG_20220620_151718.jpg

ছবি২ Location

  • ছবি নাম্বার ২:আর এই ফুলটির নাম হচ্ছে চাল কুমড়ো ফুল। আশা করি এই ফুলটি কে আপনারা সবাই চিনেন।


📸 ছবি নাম্বার ৩📸


IMG-20220620-WA0009.jpg

ছবি৩ Location

ছবি৩: এই ফুলটির নাম হচ্ছে করলা ফুল। তাই তার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে।


📸 ছবি নাম্বার ৪📸


IMG-20220620-WA0006.jpg

ছবি৪ Location

ছবি ৪: এই ফুলটিকে আমারা আমাদের গ্রাম্য ভাষায় বিষ কাঁটা ফুল বলে থাকি।


📸 ছবি নাম্বার ৫📸


IMG_20220620_151750.jpg

ছবি৫ Location

ছবি ৫: আশা করি এই ফুলটিকে আপনারা সবাই চীনে থাকবেন। এই ফুলটির নাম হচ্ছে কচুরি পানার ফুল। আর এই ফুলটি দেখতে খুবই সুন্দর তাই তার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।


📸 ছবি নাম্বার ৬📸


IMG-20220620-WA0002.jpg

ছবি৬ Location

ছবি ৬: নাম না জানা ফুল। তবে এই ফুলটি জঙ্গলের মধ্যে দেখা যায়। যদি কেউ এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন।


📸 ছবি নাম্বার ৭📸


IMG_20220620_151924.jpg

ছবি৭ Location

ছবি ৭: এই ফুলটির নাম হচ্ছে কদম ফুল। আশা করি এই ফুলটিকে আপনারা সবাই চিনেন।


📸 ছবি নাম্বার ৮📸


IMG-20220620-WA0005.jpg

ছবি৮ Location

ছবি ৮: আমাদের গ্রাম্য ভাষায় আমরা এই ফুলটিকে তড়াই গাছের ফুল হিসেবে চিনি। এবং তড়াই হচ্ছে একটি সবজি। তার একটি ছবি তুলে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে।


📸 ছবি নাম্বার ৯📸


IMG-20220620-WA0007.jpg

ছবি৯ Location

ছবি ৯: আর এই ফুল টি হচ্ছে ভাটি গাছের ফুল। কিন্তু এটি এখনও কলি অবস্থায় আছে। তারপরে কয়েকদিনের মধ্যেই কলি ফুটে পুরোপুরি ফুলে রূপান্তরিত হবে।


📸 ছবি নাম্বার ১০:📸


IMG_20220620_151649.jpg

ছবি১০ Location

ছবি ১০:এবং এই ফুলটির নাম হল নীলকন্ঠ ফুল। আর এই ফুলটি দেখতে খুবই সুন্দর হয়ে থাকে।



আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি লেখায় এবং কথায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


ক্যামেরাOPPO
মডেলOPPO A54
ছবি তুলেছেন@milon.roy

শুভেচ্ছান্তে:-
@milon.roy

আমার পরিচয়

IMG_8823.JPG

আমার নাম শ্রী:- মিলন রায়। এবং আমার স্টিমিট ইউজার আইডির নাম হচ্ছে:-@milon.roy। আমি একজন বাংলাদেশী। এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্ববোধ মনে করি। এবং আমি বাংলা ভাষায় কথা বলতে পেরে নিজেকে খুব গর্ভবোধ মনে করি।

ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের।

Sort:  
 2 years ago 

মোবাইল ফোনের সাহায্যে চমৎকার ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফুলের নাম আপনি উল্লেখ করে দিয়েছেন এজন্য দুটি অজানা ফুলের নাম জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য।

 2 years ago 

মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলা ক্যাপচার করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে ভেন্ডি ফুল এবং কদম ফুলের কথা না বললেই নয়

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বেশি ভাগেই সবজির ফুল।বেশ সুন্দর।কদম ফুলটাও বেশ সুন্দর। ধন্যাবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আপনি মোবাইল ফোন দিয়ে চমৎকার কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ছবি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে ভাইয়া। সত্যি আপনার ছবি তোলার মধ্যে দক্ষতা আছে বলতে হবে। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি মোবাইল দিয়ে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আসলেই খুবই সুন্দর হয়েছে। এরকম ফটোগ্রাফি দেখলেও ভালো লাগে। সব ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ‌

 2 years ago 

ঢেড়স ফুল টা আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকেও আমি অনেক সুন্দর একটা ঢেড়স ফুল দেখেছিলাম। আপনার ফটোগ্রাফি টা অনেক ভাল লেগেছে। দেখতে অনেক সুন্দর সুন্দর সবজির ফুল ফটোগ্রাফি করেছেন। তার সাথে কচুরিপানার ফুল গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মোবাইল ফোন দিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে এক নাম্বার এক নাম্বার এবং 7 নম্বর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

মোবাইল ফোন দিয়ে অনেক চমৎকার সব ফুলের ফটোগ্রাফিক করেছেন আপনি। ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও সুন্দর সিনারি দেখলে ফটোগ্রাফি করি। আপনি খুব সুন্দর বর্ণনার মাধ্যমে বেশ ভালো উপস্থাপনা সহ ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

মোবাইল ফোন দিয়ে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। যদিও ফুল বাস্তবেই অনেক সুন্দর।সেই ফুলের যত্নসহকারে ফটোগ্রাফি করা হলে,সেই ফুলগুলো আরো সুন্দর দেখায়। আমার কাছে কদম এবং কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন, এই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35